বাংলাদেশের ভিডিওকে অসত্যভাবে ভারতে ডাক্তার হত্যার প্রতিবাদের সাথে সম্পৃক্ত করে প্রচার

বাংলাদেশে মোমবাতি মিছিল সমাবেশের একটি ফুটেজ সামাজিক মাধ্যমে শেয়ার করে সেটিকে ভারতে এক ডাক্তারকে ধর্ষণ এবং হত্যার বিচার চেয়ে বিক্ষোভের ভিডিও বলে অসত্যভাবে দাবি করা হয়েছে। তবে যে ফটোগ্রাফার ভিডিওটি ধারণ করেছেন তিনি এএফপিকে জানিয়েছেন যে, ভিডিওটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদচ্যুত করা আন্দোলন ও সংঘর্ষে নিহত বিক্ষোভকারীদের স্মরণে বাংলাদেশের রাজধানী ঢাকায় আয়োজিত একটি সমাবেশের।

৫ সেপ্টেম্বর ২০২৪ সামাজিক মাধ্যম এক্স-এর একটি পোস্টে বিডিওটি শেয়ার করে ক্যাপশনে বলা হয়, "বাংলা জাগো আবার।  ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে।"

Image

পোস্টটিতে জাস্টিস ফর আরজিকর নামে একটি হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে।

আরজিকার বলতে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালকে বোঝানো হয়েছে যেখানে ৯ আগস্ট গণধর্ষণ ও শ্বাস রোধ করে এক ট্রেইনি ডাক্তারকে তার সহকর্মীরা হত্যা করেছে (আর্কাইভ লিংক)।

৩১ বছর বয়সী ওই ডাক্তারের রক্তাক্ত দেহ উদ্ধারের পর নারীদের জন্য নিরাপদ পরিবেশের দাবিতে চিকিৎসকরা দেশব্যাপী বিক্ষোভ এবং একের পর এক ধর্মঘটের ডাক দেয়।

এক মিনিট দীর্ঘ ভিডিওটিতে ড্রোন ক্যামেরা থেকে নেয়া বিশাল মোমবাতি মিছিলের ফুটেজে ক্ষুদ্র ক্ষুদ্র আলো কনা দেখা যায়। ৫ সেপ্টেম্বর ২০২৪-এ পোস্ট করার পর থেকে ভিডিওটি ৬২,৯০০ দেখা হয়েছে।

ডাক্তার হত্যার বিচারের দাবিতে ৫ সেপ্টেম্বর কলকাতায় মোমবাতি মিছিলে হাজার হাজার লোক যোগ দেয়ার পর একই দাবিতে এক্স-এ এখানেও ভিডিও ছড়ানো হয়েছে (আর্কাইভ লিংক)।

দাবি আদায়ে বিক্ষোভ চালিয়ে যাওয়ার শপথ নিয়েছে চিকিৎসকরা। এছাড়া ১০ সেপ্টেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর পক্ষ থেকে আলোচনার আহ্বানও প্রত্যাখান করেছে তারা।

নারীদের বিরুদ্ধে যৌন সহিংসতা ভারতে একটি সর্বত্র বিস্তৃত সমস্যা। ১৪০ কোটি জনসংখ্যার দেশটিতে ২০২২ সালে প্রতিদিন গড়ে ৯০টি ধর্ষণের ঘটনা ঘটেছে।

বাংলাদেশের ড্রোন ফুটেজ

গুগলে রিভার্স ইমেজ সার্চে কলকাতার মিছিলের আগে ৯ আগস্ট এক্স-এ পোস্ট করা একটি ভিডিও পাওয়া যায়, যেখানে একই দৃশ্য দেখা যায়।

এক্স পোস্টটির ক্যাপশনে বলে হয় যে, ভিডিওটিতে রাজধানী ঢাকার পাশবর্তী উত্তরায় একটি মোমবাতি প্রজ্জলন কর্মসূচির দৃশ্য দেখা যায় (আর্কাইভ লিংক)।

গুগলে অন্যএকটি কিওয়ার্ড সার্চে বাংলাদেশ ভিত্তিক ড্রোন ফটোগ্রাফার তামজিদ ইসলাম জিহানের ইনস্টাগ্রাম ফেসবুকে মূল ভিডিওটি পাওয়া যায় (আর্কাইভ লিংক এখানে এখানে)।

এএফপিকে তিনি জানিয়েছেন, শেখ হাসিনার পতন ঘটানো শিক্ষার্থীদের-নেতৃত্বাধীন অভ্যুত্থানে নিহত বিক্ষোভকারীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের সময় ৯ আগস্ট তিনি ভিডিওটি ধারণ করেছেন।

নিচে অসত্য পোস্টে ছড়ানো ভিডিও (বামে) এবং ইনস্টাগ্রামে আপলোড করা মূল ভিডিওটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
অসত্য পোস্টে ছড়ানো ভিডিও(বামে) এবং ইনস্টাগ্রামে আপলোড করা মূল ভিডিওটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট

মোমবাতি প্রজ্জ্বল নিয়ে বাংলাদেশের এনটিভি নিউজ এবং বিজনেস স্ট্যান্ডার্ড একই ধরনের ছবি প্রকাশ করেছে ( আর্কাইভ এখানে এখানে)।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ