নাইজেরিয়ার একটি বাজারে মৃত গরুর ভিডিও, 'বন্যায় বাংলাদেশে গবাদিপশু মরার' নয়

নাইজেরিয়ার একটি বাজারে কয়েক ডজন মৃত গরুর একটি ভিডিও সামাজিক মাধ্যমের পোস্টে শেয়ার করে সেটিকে ২০২৪ এর আগস্টে বাংলাদেশে আঘাত হানা মারাত্মক বন্যা পরবর্তী পরিস্থিতির বলে অসত্যভাবে দাবি করা হয়েছে। তবে নাইজেরিয়ার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকধারীরা পশ্চিম আফ্রিকার দেশটির কাদুনা রাজ্যের একটি গবাদিপশুর বাজারে গুলি চালিয়ে কয়েকজন লোক ও কয়েকডজন গবাদিপশু হত্যা করেছে।

গত ২৩ আগস্ট ২০২৪ ইউটিউবে পোস্ট করে একটি শর্ট ভিডিওতে কয়েকটি গরুকে নিথর হয়ে মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

পোস্টটির শিরোনামে বলা হয়, "ফেনীতে গরু ছাগল সব শেষ হয়ে গেছে।" শিরোনামে "বাংলাদেশ" এবং "বন্যা"সহ কিছু হ্যাশট্যাগও ব্যবহার করা হয়েছে।

Image
গত ২৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে নেয়া অসত্য ইউটিউব পোস্টের স্ক্রিনশট

শতশত নদী দ্বারা বিভক্ত দক্ষিণ এশিয়া সম্প্রতিক দশকে প্রায়ই বন্যার কবলে পড়ছে। সম্প্রতিক বন্যায় নিচু ভূমির দেশটিতে তলিয়ে যাওয়া জেলাগুলোর মধ্যে ফেনী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত (আর্কাইভ লিংক)।

বন্যায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন এবং জরুরী আশ্রয়কেন্দ্রে থাকা আরো ৩০০,০০০ জনের সহায়তার দরকার পড়েছে (আর্কাইভ লিংক)।

অনুরূপ ভিডিও ফেসবুক পোস্টে এখানে এখানে শেয়ার করে দাবি করা হয়েছে যে ভিডিওতে দৃশ্যমান গরুগুলো সম্প্রতিক বন্যায় মারা গেছে।

তবে ফুটেজটি বাংলাদেশের নয়।

নাইজেরিয়ার গবাদিপশুর হাট

অসত্যভাবে ছড়ানো ভিডিওটি থেকে কিফ্রেম নিয়ে গুগলে রিভার্স ইমেজ সার্চে গত ২২ আগস্ট রুরাল পোস্টের ওয়েবসাইটে কাদুনা রাজ্যের একটি পশুর হাটে হামলা সংক্রান্ত একটি প্রতিবেদন পাওয়া যায় (আর্কাইভ লিংক)।

অসত্য পোস্টে শেয়ার করা ভিডিওটির একটি স্ক্রিনশটসহ প্রকাশিত প্রতিবেদনের শিরোনামে বলা হয়, "গ্রামবাসীদের দাবি সৈন্যরা কাদুনা বাজারে ১০০ টিরও বেশি গরু মেরেছে; হতবাক এলাকাবাসী"।

Image
রুরাল পোস্টের প্রতিবেদনের স্ক্রিনশট

প্রতিবেদনে বলা হয়, কমিউনিটির সপ্তাহিক গবাদিপশুর হাটে প্রকাশ্যে গুলি চালিয়ে গুরু এবং মানুষ হত্যার জন্য সৈন্যদেরকে অভিযুক্ত করেছেন সাবোন বিরনিন গ্রামের স্থানীয়রা।

প্রতিবেদনে আরো বলা হয়, "অনলাইনে ছড়ানো একটি ভিডিওতে মৃত পশু বাজারে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়, যেখানে তিনটি গরুর দেহ দৃশ্যমান। এসময় গ্রামবাসীকে বেদনাক্রান্ত অবস্থায় দেখা যায়"।

আরো কিওয়ার্ড সার্চে একই ঘটনা নিয়ে ২২ আগস্ট নাইজেরিয়ার দ্য পাঞ্চ সংবাদপত্রে একটি প্রতিবেদন পাওয়া যায়। এতে বলা হয়, সাবোন বিরনিন বাজারে সৈন্যদের হাতে তিন ব্যক্তি এবং ১০০ বেশি গবাদিপশু হত্যার অভিযোগের বিষয়ে একটি তদন্ত শুরু করেছে সেনাবাহিনী (আর্কাইভ লিংক)।

অনলাইনে ছড়ানোর ফুটেজের সাথে গুগল ম্যাপে সাবোন বিরনিন দাজি ক্যাটেল মার্কেটের স্যাটেলাইট ইমেজারির মিল পাওয়া যায় (আর্কাইভ লিংক)।

নিচে অসত্যভাবে শেয়ার করা ভিডিও (বামে) এবং গুগল ম্যাপস ইমেজের (ডানে) মধ্যে মিল পাওয়া একটি ভবন হাইলাইট করে একটি তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:  

Image
অসত্যভাবে শেয়ার করা ভিডিও (বামে) এবং গুগল ম্যাপস ইমেজের (ডানে) তুলনামূলক স্ক্রিনশট

বাংলাদেশের বন্যা নিয়ে অন্যান্য অসত্য দাবি খণ্ডন করে এএফপির প্রতিবেদন পড়ুন এখানে এখানে

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ