বন্যায় গবাদি পশু ভেসে যাওয়ার ভিডিওটি মেক্সিকোর, বাংলাদেশের নয়

বন্যায় গবাদি পশু ভেসে যাওয়ার একটি ভিডিও ফেসবুকে শতশত বার শেয়ার করে দাবি করা হয়েছে যে, এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর ফেনীতে বন্যা পরিস্থিতির। তবে, দাবিটি অসত্য। ভিডিওটি মেক্সিকোর নয়ারিত রাজ্যের বন্যা পরিস্থিতির।

গত ২২ আগস্ট ২০২৪ একটি ফেসবুক পোস্টে ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে বলা হয়, "ফেনীতে বন্যায় ভেসে যাচ্ছে গরু-ছাগল, পশু পাখি! প্রকৃতির নিষ্ঠুর আচরণ!"

Image

২৪,০০০ বারের বেশি ভিউ হওয়া ভিডিওটিতে পানির স্রোতের সাথে বেশ কিছু গরু ভেসে যেতে দেখা যায়।

আগস্ট মাসে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশে। এতে অন্তত ৪০ জন নিহত হন এবং বসতবাড়ি, রাস্তাঘাট ও গবাদি পুশুর ব্যাপক ক্ষয়ক্ষতি হয় (আর্কাইভ লিংক)।

বন্যা কারণে কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে থাকা দেশটির দুর্দশা আরও বেড়ে গেছে। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে।

একই ধরনের অসত্য পোস্টে ভিডিওটি ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়েছে।

এর আগে একই ভিডিও কেনিয়াতেও ছড়ানো হয়েছে।

তবে দাবিটি অসত্য। ভিডিওটি থেকে নেয়া কীফ্রেম দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায় একই ভিডিও ২০২০ সালের ২৯ জুলাই মেক্সিকো ভিত্তিক একজন ফেসবুক ব্যবহারকারী পোস্ট করেন (আর্কাইভ লিংক)।

মেক্সিকান ভাষায় লেখা ভিডিওটির সরল অনুবাদ করে দাঁড়ায়, "'হান্না' আঘাত হানার পর নয়ারিতে উপচে পড়া নদীর পানিতে বেশ কিছু গরু ভেসে যাচ্ছে।"

Image

এ সংক্রান্ত কিওয়ার্ড সার্চে করে মেক্সিকান একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন খুঁজে পাওয়া যায়, যেখানে একই ভিডিওটি একটি এক্স একাউন্ট থেকে সংযুক্ত করা হয়েছে এবং ওই ভিডিওর দুটি স্ক্রিনশট ছবি হিসেবে ব্যবহার করা হয়েছে (আর্কাইভ লিংক)।

প্রতিবেদনটিতে বলা হয়, হারিকেন "হানা" মেক্সিকান ভূখণ্ডে আঘাত হানলে নায়ারিতে "এল কনচাল" নদীতে পানি উপচে পড়ে এবং পানির প্রবাহের কারণে বেশ কয়েকটি গরু ভেসে যায়।

বাংলাদেশে গত আগস্ট মাসে ঘটে যাওয়া বন্যাকে কেন্দ্র করে ছড়ানো আরো অসত্য দাবিকে খণ্ডন করে এএফপির প্রতিবেদন দেখুন এখানে

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ