এটি জাপানে বন্যার্তদের উদ্ধারের পুরনো ভিডিও, বাংলাদেশের নয়

২০১৫ সালে জাপানে প্রবল বন্যা আঘাত হানার পর দু'জনকে হেলিকপ্টারে উদ্ধার করে নিরাপদে নিয়ে যাওয়ার ভিডিও সামাজিক মাধ্যমের পোস্টে শত সহস্রবার দেখা হয়েছে যেখানে দাবি করা হয়েছে যে, ভিডিওটি সম্প্রতি বাংলাদেশে ধারণ করা। তবে বাংলাদেশের কর্তৃপক্ষ বলেছেন, ২০২৪ সালের আগস্টে মৌসুমী বৃষ্টিতে দক্ষিণ এশিয়ার দেশটির কিছু অংশ তলিয়ে গিয়ে কয়েক ডজন লোক নিহত হলেও, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধার অভিযানের প্রশংসা করতে ফুটেজটি ভুল দাবি সহকারে ছড়ানো হয়েছে।

গত ২২ আগস্ট ২০২৪ ফেসবুকে শেয়ার করার পর থেকে ভিডিওটি ৪৫০,০০০বার দেখা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনী।"

Image
ফেসবুকে অসত্য পোস্টের একটি স্ক্রিনশট

আগস্ট মাসে আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে বাংলাদেশে। এতে অন্তত ৪০ জন নিহত হন (আর্কাইভ লিংক এখানেএখানে)। 

শত শত নদী বয়ে চলা ১৭০ মিলিয়ন জনগোষ্ঠীর দেশটি সম্প্রতিক দশকে ক্রমাগত বন্যার কবলে পড়ছে।

প্রতি বছর মৌসুমী বৃষ্টির কারণে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। তবে জলবায়ু পরিবর্তনের কারণে আবহাওয়ার ধরণ পরিবর্তন হচ্ছে এবং চরম আবহাওয়ার মতো ঘটনার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।

বন্যা কারণে কয়েক সপ্তাহ ধরে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্যে থাকা দেশটির দুর্দশা আরও বেড়ে গেছে। অন্যদিকে রাজনৈতিক অস্থিতিশীলতা হেলিকপ্টার যোগে ভারতে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করে।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে নোবেলজয়ী ড মুহাম্মদ ইউনূস তার স্থলাভিষিক্ত হন। তবে কাঙ্খিত নতুন নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক সংস্কারের মতো বিশাল কর্মযজ্ঞে ব্যস্ত।  

একই ধরনের অসত্য দাবিসহ ভিডিওটি ফেসবুকে এখানেএখানে ছড়ানো হয়েছে।

জাপানের বন্যার ভিডিও

গুগলে ভিডিওটির কীফ্রেম নিয়ে রিভাস ইমেজ এবং কীওয়ার্ড সার্চে দেখা যায় যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল বিসনেস টাইমসের ইউটিউবে ২০১৫ সালের ১০ সেপ্টেম্বর ফুটেজটি প্রকাশিত হয়েছিল (আর্কাইভ লিংক)।

ভিডিওটির শিরোনামে বলা হয়, "জাপানের বন্যা: পানির নিতে প্লাবিত জোসো শহরের একটি বাড়ির ছাদ থেকে দম্পতি ও তাদের কুকুরগুলোকে উদ্ধার করা হয়েছে।"

ওই সময় এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রবল বর্ষণের কিনুগাওয়া নদীর একটি বাঁধ বিকল হয়ে গেলে জাপানের রাজধানী টোকিওর উত্তরে জোসো শহরের কিছু অংশ ভেসে যায় (আর্কাইভ লিংক)।

নিচে ফেসবুকে অসত্যভাবে ছড়ানো ভিডিও (বামে) এবং যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস'র ফুটেজের (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
ফেসবুকে অসত্যভাবে ছড়ানো ভিডিও (বামে) এবং যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস'র ফুটেজের (ডানে) তুলনামূলক স্ক্রিনশট

জাপানের বন্যা সম্পর্কে একই ক্লিপ যুক্তরাষ্ট্র্য ভিত্তিক এনবিসি এবং তুরস্কের টিআরটি ওয়ার্ল্ডেও প্রকাশিত হয়েছে (আর্কাইভ এখানেএখানে)।

ওই উদ্ধার অভিযান সংশ্লিষ্ট একটি ছবি দ্য ইয়োমিউরি শিমবুন সংবাদপত্রের সূত্রে এএফপিও বিতরণ করেছে।

নিচে এএফপি আর্কাইভ থেকে ছবিটির একটি স্ক্রিনশট দেয়া হল:

Image
দ্য ইয়োমিউরি শিমবুন সংবাদপত্রে প্রকাশিত উদ্ধার কার্যক্রমের অনুরূপ ছবি

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ