বাংলাদেশে মোমবাতি প্রজ্বলনের পুরনো ছবিকে অসত্যভাবে ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত করে প্রচার
- প্রকাশিত 13 আগস্ট 2024, 16:36
- আপডেট করা হয়েছে 13 আগস্ট 2024, 16:39
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ১৬ জুলাই ১১৫,০০০ ফলোয়ারের একটি ফেসবুক পেইজে ছবিটি পোস্ট করে বলা হয়, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মশাল মিছিল"।
সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতির অবসানের দাবিতে যেসব বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে ঢাকার উপকণ্ঠের অভিজাত বিশ্ববিদ্যালয়টি সেগুলোর একটি (আর্কইভ লিংক)।
পুলিশ ও হাসপাতালের তথ্যের ভিত্তিতে এএফপির তালিকা অনুযায়ী, শেখ হাসিনার শাসনামলের সবচেয়ে ভয়াবহ এ আন্দোলনে বেশ কয়েকজন পুলিশসহ অন্তত ৪৫০ লোক নিহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সেনাবাহিনী মোতায়েনসহ দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট এবং কারফিউ জারি করেছে। অন্যদিকে অন্তত অর্ধ ডজন ছাত্রনেতা সহ হাজার হাজার বিক্ষোভকারীকে পুলিশ আটক করেছে।
একটি সড়কের মোড়ে ব্যানার এবং আলোসহ একটি বিশাল সমাবেশের ছবিটিকে চলমান ছাত্র আন্দোলনের দাবিতে ফেসবুকে এখানে ও এখানে এবং ইউটিউবে এখানে শেয়ার করা হয়েছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ১২ জুলাই ক্যাম্পাসে একটি মশাল মিছিল করলেও, সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটি ২০১৩ সালের অন্য একটি আন্দোলনের (আর্কাইভ লিংক)।
যুদ্ধাপরাধীদের মৃত্যুদণ্ডের দাবিতে প্রতিবাদ
গুগলে রিভার্স ইমেজ সার্চে ভারতের একটি সমাজতান্ত্রিক আন্দোলনের ওয়েবসাইটে ছবিটি পাওয়া যায়, যেখানে ছবির উপর লাল কালির জলছাপে বলা হয় "ছবি: সুদীপ্ত সালাম/ফটোফি"(আর্কাইভ লিংক)।
কীওয়ার্ড সার্চে দেখা যায় বাংলাদেশি লেখক ও সাংবাদিক সুদীপ্ত সালাম ২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি ছবিটি ফেসবুকে পোস্ট করেন (আর্কাইভ লিংক)।
নীচে অসত্য পোস্টের (বামে) এবং সুদীপ্ত সালামের মূল ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির দাবিতে ২০১৩ সনের ১৪ ফেব্রুয়ারি ঢাকায় একটি মোমবাতি প্রজ্বলন কর্মসূচি চলাকালে তিনি ছবিটি তুলেছেন বলে নিশ্চিত করেছেন সুদীপ্ত সালাম।
গত ২৮ জুলাই তিনি এএফপিকে বলেন, "সেদিন শাহবাগে হাজার হাজার মানুষ মোমবাতি প্রজ্বলন করেছিল। তখন আমি বঙ্গবন্ধু শেখ মুজিজ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে ছবিটি তুলি"।
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশের জামায়াত-ই-ইসলামের একজন শীর্ষ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ডের আশের পর তার মৃত্যুদণ্ডের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে ওই মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়।
পাকিস্তানের সাথে বাংলাদেশের যুদ্ধের সময় ৩৫০ জনকে হত্যার দায়ে কাদের মোল্লাকে অবশ্য পরে ২০১৩ সালের সেপ্টেম্বরে ফাঁসির আদেশ দেয়া হয় এবং একই বছরের ডিসেম্বরে যা কার্যকর করা হয়।
কাদের মোল্লার ফাঁসির দাবিতে মোমবাতি প্রজ্বলনের ছবিটি ঢাকা ট্রিবিউন পত্রিকাও প্রকাশ করেছিল (আর্কাইভ এখানে)।
২০১৩ সালের এপ্রিলের গুগল স্ট্রিটভিউ চিত্র বিশ্লেষণ করে এএফপি নিশ্চিত হয়েছে যে, ছবিটি ঢাকার শাহবাগ মোড়ে তোলা হয়েছে। যেখানে সালামের ছবিতে দৃশ্যমান একটি ফোয়ারা এবং বিলবোর্ডও রয়েছে।
নীচে সালামের ছবি (বামে) এবং ২০১৩ সালের এপ্রিলের গুগল স্ট্রিট ভিউ ছবির (ডানে) মধ্যে যেসব মিল রয়েছে সেগুলো চিহ্নিত করে একটি তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
২০২৩ সালের নভেম্বরের স্ট্রিট ভিউর ছবিতে ওই জায়গা দিয়ে এখন মেট্রো চলতে দেখা যায়।
চাকরিতে কোটা পদ্ধতি বিরুদ্ধে বাংলাদেশের চলমান আন্দোলন নিয়ে আরো অসত্য দাবি খণ্ডন করে এএফপির তৈরি প্রতিবেদন পড়ুন এখানে, এখানে ও এখানে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ