ইরাকের শোভাযাত্রার পুরনো ভিডিওকে অসত্যভাবে ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত করে প্রচার
- প্রকাশিত 28 জুলাই 2024, 16:54
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
১৮ জুলাই ফুটেজটি শেয়ার করে একটি ইউটিউব ভিডিওর ক্যাপশনে বলা হয়, "বাংলাদেশের কোটা আন্দোলন"।
ভিডিওটির উপর জুড়ে দেয়া বাংলা লেখায় বলা হয় "১৬ই জুলাই যখন আসছে, ১৬ই ডিসেম্বরও আসবে ইন-সা আল্লাহ"।
ভিডিওটি চাকরিতে কোটা পদ্ধতি বিরুদ্ধো চলমান আন্দোলনের বলে দাবি করা হয়। কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনে দক্ষিণ এশিয়ার দেশটিতে ব্যাপক সহিংসতা এবং অস্থিরতার জন্ম সৃষ্টি হয়েছে।
২৮ জুলাই পর্যন্ত পুলিশ এবং হাসপাতালের তথ্যের ভিত্তিতে এএফপির করা হিসাব অনুযায়ী, সহিংসতায় অন্তত পুলিশ সদস্যসহ অন্তত ২০৫জন নিহত হয়েছেন।
গত ১ লা জুলাই চাকরিতে কোটার বিরোধিতা করে শুরু হওয়া বিক্ষোভ বাংলাদেশে ব্যাপক অস্থিরতায় রুপ নেয়, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১৬ বছরের মেয়াদকালে সবচেয়ে ভয়াবহ সহিংসতায় পরিণত হয়।
একই ভিডিও ফেসবুকে এখানে ও এখানে ছড়ানো হয়েছে।
ইরাকের ধর্মীয় শোভাযাত্রা
সার্চ ইঞ্জিন গুগলের রিভার্স ইমেজ সার্চে ভিডিওটির একটি লম্বা ভার্সন ২৯ জুলাই ২০২৩-এ আপলোড করা একটি টিকটক পোস্টে পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
পোস্টটির আরবি ভাষায় ক্যাপশন অনুযায়ী, ফুটেজটি ইরাকের দক্ষিনাঞ্চলীয় সামাওয়াহ শহরে একটি শোভা যাত্রার।
নিচে অসত্য দাবিতে ছড়ানো ভিডিও (বামে) এবং টিকটক ভিডিওটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
বাংলাদেশে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরুর এক বছর আগে ২০২৩ সালের জুলাই মাসে ভিডিওটি ফেসবুক এবং ইনস্টাগ্রামেও শেয়ার করা হয়েছে (আর্কাইভ লিংক এখানে ও এখানে)।
ভিডিওটি সামাওয়াহ শহরে ধারণ করা হয়েছে নিশ্চিত করে সেখানকার একজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন এটি শহরের প্রধান সড়ক কর্নিচ স্ট্রিটে একটি শোভাযাত্রার ভিডিও।
সড়কের কোণায় দৃশ্যমান লাল ভবনটি স্বত্ত্বাধিকার টেলিযোগাযোগ প্রতিষ্ঠান জ্যান সেলের নাম আরবিতে লিখে গুগল ম্যাপে সার্চ করে ভিডিওটির ধারণের অবস্থান নিশ্চিত হয়েছে এএফপি।
গুগল ম্যাপে জ্যান সেলের বিপরীতে একটি উঁচু নীল দালান এবং পাম গাছও দৃশ্যমান।
যদিও গুগল ম্যাপে কর্নিচ স্ট্রিটের দিকের সড়কটির নাম দেখা যায় নি।
সপ্তম শতাব্দির যুদ্ধে নবী মুহাম্মদের নাতি ইমাম হুসেইনের শাহাদৎ বার্ষিকী পালন করতে আশুরা উৎসবের সময় শোক শোভা যাত্রার ভিডিও হিসেবে ফুটেজটি বিভিন্ন টিকটক পোস্টে ছড়ানো হয়েছে (আর্কাইভ লিংক)।
বার্ষিক এই অনুষ্ঠানে কয়েক হাজার তীর্থযাত্রী ইরাকের সমাধি শহর কারবালায় পদ যাত্রায় অংশগ্রহণ করেন।
আশুরা উপলক্ষে দেশটির শিয়া অধুস্যিত শহর ও পাড়া-মহল্লায় শোকের অনুষ্ঠান পালন করা হয়।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ