বাংলাদেশে বিরোধী রাজনীতিবিদকে টার্গেট করে সরকারপন্থী একাউন্ট থেকে এডিটেড ভিডিও প্রচার

সরকারপন্থী ফেসবুকে পেইজে একটি বিকৃত ভিডিও ফুটেজ শেয়ার করে দাবি করা হয়েছে যে, ২০২২ সালে সংসদ থেকে পদত্যাগ করা বাংলাদেশের বিরোধী দলীয় রাজনীতিবিদ রুমিন ফারহানা রাস্তায় ভালোবাসার গান গাইছেন। বিভিন্ন সময়ে রুমিন ফারহানার বিরুদ্ধে ছড়ানো ভুয়া তথ্যের সর্বশেষ নজির হিসেবে এই ঘটনায় ফ্লাইওভারে বাংলাদেশের একজন শিল্পীর গান গাওয়ার ভিডিওতে তার মুখাবয়ব এডিট করে জুড়ে দেয়া হয়েছে।

গত ২১ মে একটি ফেসবুক পোস্টে ভিডিও ক্লিপটি শেয়ার করে এর ক্যাপশনে বলা হয়, "টিকটক ভিডিও বানাতে পূর্বাচল এক্সপ্রেস ওয়েতে রুমিন ফারহানা।"

১৯ লাখের বেশি ভিউ হওয়া ভিডিওটিতে রুমিন ফারহানাকে একটি সেতুর উপর গান গাইতে দেখা যাচ্ছে।

Image
গত ১২ জুলাই ২০২৪ তারিখে নেয়া অসত্য ফেসবুক পোস্টের স্ক্রিনশট

সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানা বাংলাদেশের প্রধান বিরোধীদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র একজন রাজনীতিক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচক। ২০২২ সালে শেখ হাসিনা সরকারের 'অনাচার ও অন্যায়ের' প্রতিবাদে ফারহানাসহ আরো কয়েকজন আইন প্রণেতা সংসদ থেকে পদত্যাগ করেন (আর্কাইভ এখানে)।

তিনি প্রায়ই ভুয়া তথ্যের শিকার হচ্ছেন। যেমন গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে একটি "ভুয়া মেডিকেল নোট" অনলাইনে ছড়িয়ে 'তিনি মানসিক রোগে ভুগছেন' বলে দাবি করা হয়। (আর্কাইভ এখানে)।

গত ৭ জানুয়ারির ভোটের আগে দলটির শীর্ষ নেতাদের গ্রেফতার করে বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করে দেয়া হয়। আর বিএনপি এই নির্বাচনকে 'প্রতারণা' বলে অভিহিত করে সেটি বর্জন করে।

সরকারকে সমর্থন করে এমন বেশ কিছু ফেসবুক পেইজ থেকে এডিটেড ভিডিওটি ছড়ানো হয়েছে।

গত মে মাসে এক প্রতিবেদনে মেটা জানায় যে, নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের বিরোধী দল বিএনপিকে লক্ষ্য করে বিভ্রান্তিকর তথ্যসহ 'কো-অর্ডিনেটেড ইন-অথেনটিক বিহেভিয়র' চালানোর দায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাথে যুক্ত বেশ কিছু ফেসবুক একাউন্ট এবং পেইজ অপসারণ করে ফেসবুক (আর্কাইভ এখানে)।

ফেসবুকের অপসারিত পেইজগুলোর একটি 'ঢাকা টেলিভিশন', যার নাম এবং লোগ নিয়ে তৈরি একটি টিকটক একাউন্ট থেকে রুমিন ফারহানার এডিটেড ভিডিওটি শেয়ার করা হয়েছে।

সামাজিক মাধ্যমের এসব পোস্টে রুমিন ফারহানার প্রতি বিদ্রুপ করতে দেখা গেছে। যেমন একজন বলেন, "তার দলের ভবিষ্যৎ নাই জেনে টিকটকার হওয়ার চেষ্টা"।

এডিটেড ভিডিও

তবে ভিডিওটির জন্য গুগল রিভার্স ইমেজ সার্চে পাওয়া সত্যিকার ফুটেজে অন্য একজন নারীকে গান গাইতে দেখা যায়।

১ লা মে ২০২৪ বাংলাদেশি গায়িকা এবং ইনফ্লুয়েন্সার নাফিসা নুসরাত প্রণমি "আমি প্রেমে পড়েছি" গানের সাথে তার অভিনয়ের ভিডিওটি ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্ট করেন (আর্কাইভ এখানে এখানে)।

তার মুখাবয়বের জায়গায় রুমিন ফারহানার ছবি যোগ করে ভিডিওটি এডিট করা হয়েছে।

Image
বিকৃত ভিডিও (বামে) এবং মূল ভিডিও (ডানের) এর তুলনামূলক স্ক্রিনশট

নীচে এডিটেড ভিডিওটির (বামে) এবং মূল ভিডিওতে প্রনোমের মুখাবয়বের একটি ক্লোজ-আপ দেয়া হল:

Image
বিকৃত ভিডিও (বামে) এবং মূল ভিডিও (ডানের) এর তুলনামূলক স্ক্রিনশট

প্রণমি নিজের ফেসবুক ইনস্টাগ্রামে নিয়মিত অনুরূপ ভিডিও পোস্ট করে থাকেন (আর্কাইভ এখানে এখানে)।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ