বিশ্বকাপ জয়ের পর 'টাইমস স্কয়ারে ভারতীয় ক্রিকেটারের প্রতিকৃতি' দাবিতে ফেসবুকে ভুয়া ছবি

অনলাইন মার্কেটিং স্টান্ট হিসেবে নিউইয়র্কের টাইমস স্কয়ারে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির কম্পিউটারে তৈরি ইমেজারিকে প্রকৃত ছবি হিসেবে বিভ্রান্তিকরভাবে সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে। জুন ২০২৪ এ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির নেতৃত্বে ভারতের টি ২০ বিশ্বকাপ জয়ের পর অসত্য দাবিটি অনলাইনে ছড়ানো হয়েছে।

গত ২৪ জুন ২০২৪ ফেসবুকে শেয়ার করা একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, "যুক্তরাষ্ট্রের আইকনিক টাইমস স্কোয়ারে বিরাট কোহলির বড় মূর্তি স্থাপন করেছেন। কিং কোহলি, দ্য গ্লোবাল আইকন।"

Image

পোস্টটিতে দুটি ছবির একটি কোলাজে টাইমস স্কয়ারে বিরাট কোহলির প্রতিকৃতি দেখা যায়। পোস্টি ৪৪,০০০বার শেয়ার হয়েছে এবং ২,২০০ বারের বেশি শেয়ার হয়েছে।

বিরাট কোহলির অসাধারণ নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাত রানের জয়ের মাধ্যমে একটি নাটকীয় এবং আবেগময় ঢংয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জয়ের পর পোস্টটি অনলাইনে ছড়াতে থাকে।

ম্যাচটির পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর ঘোষণা করা এই অভিজ্ঞ ক্রিকেটারের জন্য শিরোপা জয় ছিল একটি সুখকর বিদায়।

অনেক ফেসবুক ব্যবহারকারীর মন্তব্য দেখে মনে হচ্ছে ছবিগুলোকে টাইম স্কায়ারে বিরাট কোহলির প্রকৃত প্রতিকৃতি হিসেবে বিশ্বাস করতে বিভ্রান্ত হয়েছেন।

একজন লিখেন, "বিরাট কোহলি এই জন্য সবার সেরা। বিশ্বে কিং নামে পরিচিত।"

অন্য একজন লিখনে, "আমি কোহলির ফেন। বাট মূর্তি বানানো কে সমর্থন করিনা।"

অনুরূপ পোস্টে ছবিগুলোকে একটি বাস্তব স্মৃতিস্তম্ভ হিসাবে অসত্যভাবে তুলে ধরে ফেসবুকে এখানে এবং টিকটকে এখানে এবং হিন্দি ভাষায় এখানে শেয়ার করা হয়েছে।

সিজিআই ভিডিও

তবে গুগলে রিভার্স ইমেজ সার্চে ভারতীয় সংস্থা ডুরোফ্লেক্সের ইনস্টাগ্রাম পেইজে ২৩ জুন ২০২৪ আপলোড করা একটি ভিডিওর ফ্রেইমের সাথে ছবিগুলোর মিল খুঁজে পাওয়া যায় (আর্কাইভ লিংক)।

ভারতীয় শপিং এবং রিটেইল ব্র্যান্ড ডুরোফ্লেক্স ম্যাট্রিসেস এবং বালিশ তৈরি করে থাকে।

ভারতীয় সংবাদমাধ্যম মিন্টের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের মে মাসে ডুরোফ্লেক্স বিরাট কোহলিকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করে (আর্কাইভ লিংক)।

ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশনের একটি অংশে বলা হয়, "জাস্ট আনভেইল্ড: এ্যা লারজার-দেন-লাইফ স্ট্যাচু অব বিরাট কোহলি এ্যাট দ্যা আইকনিক টাইমস স্কোয়ার।"

ডুরোফ্লেক্সের একজন প্রতিনিধি এএফপিকে জানিয়েছেন, "প্রতিষ্ঠানের ব্র্যান্ডকে প্রোমোট করার জন্য ভিডিওটি সিজিআই ব্যবহার করে তৈরি করা হয়েছে"।

নিচে অসত্য পোস্টের ছবিগুলো (বামে) এবং ডুরোফ্লেক্সের আপলোড করা ভিডিওর (ডানে) যেসব ফ্রেইমের মিল রয়েছে তার তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

অসত্য পোস্টটি অনলাইনে ছড়ানোর পর থেকে স্বয়ংক্রিয় সরাসরি লাইভ সম্প্রচার নেটওয়ার্ক আর্থক্যামে টাইমস স্কয়ারের ছবিতে এমন কোনো প্রতিকৃতি দেখা যায়নি (আর্কাইভ লিংক)।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ