
'নির্মাণাধীন তাজ মহলের' ছবিটি এআই দিয়ে তৈরি
- প্রকাশিত 8 জুলাই 2024, 16:01
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ১১ জুলাই ২০২৪ একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, "পৃথিবীর সপ্তম আচার্যের একটি তাজ মহল। ১৬৩২ সালে তাজ মহল নির্মাণ কাজ চলা কালীন সময়ের ছবি।"

পোস্টের সাথে যুক্ত সাদা-কালো ছবিতে নির্মাণ সামগ্রীতে ঘেরা ভারতের আইকনিক স্থাপত্যের মতো একটি অবকাঠামোকে দেখা যায়।
ভারতের উত্তরাঞ্চলের আগ্রা শহরের যমুনা নদীর তীরে সাদা মার্বেলের তৈরি তাজ মহল পঞ্চম মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের সমাধি স্থাপনের জন্য নির্মাণ করেছেন (আর্কাইভ লিংক)।
তাজ কমপ্লেক্সের প্রধান সমাধি নির্মাণের কাজ ১৬৩১ সালে শুরু হয়ে ১৬৪৮ সালে সম্পন্ন হয়েছিল।
একই ধরনের ফেসবুক পোস্টে ছবিটি এখানে ও এখানে শেয়ার করা হয়েছে।
এআই নির্মিত ছবি
অসত্য পোস্টের ছবিটিতে 'জয়জনমুল্লুর" নামে একটি জলছাপ খুঁজে পাওয়া যায়।
এ বিষয় কীওয়ার্ড সার্চে ২০২৩ সালের ৪ এপ্রিলে প্রকাশিত একটি ইনস্টাগ্রাম পোস্ট পাওয়া যায়। এতে নির্মাণাধীন একটি গম্বুজ কাঠামোর বেশ কয়েকটি অনুরূপ ছবিসহ অসত্য পোস্টে শেয়ার করা ছবিটি দেখা যায় (আর্কাইভ লিংক)।
ইনস্টাগ্রাম পোস্টে বলা হয়েছে, "অতীতের দিকে এক পলক! শাহজাহানের অবিশ্বাস্য সম্পদ তাজ মহল নির্মাণকালে ধারণ করা। এই দুর্লভ ছবি এবং আপনাদের সাথে এটি শেয়ার করতে তার অনুমতিপত্র পেয়ে কৃতজ্ঞ।"
তবে ছবিটি ভাষা ব্যবহার করে ছবি তৈরির ট্যুল মিডজার্নি দিয়ে তৈরি করা হয়েছিল বলে পোস্টটিতে একটি ডিসক্লেইমার দেয়া হয়।
নীচে অসত্য পোস্টে শেয়ার করা ছবির (বামে) এবং ইনস্টাগ্রাম পোস্টের ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর প্রোফাইল ডেসক্রিপশনে বলা হয়েছে যে, পেইজের সবগুলো 'আর্টওয়ার্কস' এআই দিয়ে তৈরি।
এআই সনাক্তকারী ট্যুল হাইভ মডারেশনও ছবিটি এআই দিয়ে তৈরির আলামত পেয়েছে।
এছাড়া, তাজ মহলের নির্মাণ কাজ শুরু হয়েছিল ১৬৩১ সালে, যা ১৮১৬ সালে প্রথম ক্যামেরা আবিষ্কারের এক শতাব্দীরও বেশি আগে (আর্কাইভ লিংক)।
সত্যিকারের ছবি বলে আরো যেসব এআই-নির্মিত ছবি ছড়ানো হয়েছে, সেসব বিষয়ে এএফপি'র প্রতিবেদন দেখুন এখানে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ