সংগীতশিল্পী মমতাজকে টার্গেট করে 'এইডস রোগে আক্রান্ত' শীর্ষক বানোয়াট স্ক্রিনশট প্রচার
- প্রকাশিত 2 জুলাই 2024, 15:26
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ৫ জুন ফেসবুকে এখানে শেয়ার করা একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, "আগামীতে সংসদে গান গাইবো কেডা!"
জনপ্রিয় লোকসংগীত শিল্পী এবং তিনবারের সংসদ সদস্য মমতাজ বেগম ২০২৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থীর কাছে তিনি পরাজিত হন (আর্কাইভ লিংক)।
ফেসবুক পোস্টে বেসরকারী টেলিভশন চ্যানেল আই-র লোগোসহ একটি গ্রাফিক্স কার্ড দেখা যায়।
ছবির উপর জুড়ে দেয়া লেখায় আরো বলা হয়, "কন্ঠশিল্পী মমতজ এইডস রোগে আক্রান্ত।"
বিনামূল্যে চিকিৎসা দেয়া সত্ত্বেও দক্ষিণ এশিয়ার দেশটিতে এইচআইভি ভাইরাস সংক্রমণের সবচেয়ে মারাত্মক ধরণ এইডস নিয়ন্ত্রণ স্থবির হয়ে পড়েছে বলে জানিয়েছে বাংলাদেশের স্বাস্থ্যখাত কর্তৃপক্ষ (আর্কাইভ লিংক)।
বিশেষজ্ঞদের মতে, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে রক্ষণশীল মনোভাব রোগীদের মধ্যে উচ্চ মাত্রার সহিংসতা, বৈষম্য এবং বিভ্রান্তি সৃষ্টি করছে।
একই ধরনের ক্যাপশনসহ ছবিটি অন্যত্র ফেসবুকে এখানে ও এখানে দেখা গেছে।
কিছু ফেসবুক ব্যবহারকারী পোস্টটিকে অসত্য দাবি বলে মনে করলেও অন্যদের মন্তব্য দেখে মনে হচ্ছে তারা বিষয়টিকে সত্য বলে বিশ্বাস করেছেন।
একজন মন্তব্য করেছেন, "এমনই হওয়ার কথা।"
আরেকজন লিখেন, "আল্লাহ তাকে হেদায়েত ও আরোগ্য দান করুন।"
কিন্তু মমতাজ বলেছেন দাবিটি, "ভিত্তিহীন এবং অসত্য"।
গত ৩০ জুন এএফপিকে তিনি বলেন, "আল্লাহর রহমতে আমি ভাল এবং সুস্থ আছি"।
গত ৪ জুন নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে একটি পোস্ট করে চ্যানেল আই জানিয়েছে যে, তারা মমতাজকে নিয়ে এই ধরনের কোন প্রতিবেদন প্রকাশ করেনি (আর্কাইভ লিংক)।
তাদের পোস্টে বলা হয়, "চ্যানেল আই অনলাইনের কার্ড ব্যবহার করে প্রকাশিত সংবাদটি সত্য নয়। এ ধরনের কোনো সংবাদ চ্যানেল আই অনলাইনে প্রকাশিত হয়নি এবং সংবাদটি পুরোপুরি মিথ্যা।"
অসত্য পোস্টটিতে শেয়ার করা গ্রাফিক কার্ডটির বাংলা অক্ষরগুলো চ্যানেল আই'র নিয়মিত গ্রাফিক্স কার্ডে ব্যবহৃত অক্ষর থেকে আলাদা।
নীচে অসত্য পোস্টে শেয়ার করা ছবির (বামে) এবং ফেসবুক পেইজে চ্যানেল আই'র নিয়মিত ব্যবহৃত একটি গ্রাফিক্স কার্ডের (ডানে) মধ্যে যেসব ভিজ্যুয়াল অসঙ্গতি রয়েছে সেগুলো হাইলাইট করে একটি স্ক্রিনশট দেয়া হল:
গুগলে রিভার্স ইমেজ সার্চসহ ফেসবুকে কীওয়ার্ড সার্চে মমতাজের প্রকৃত ছবিটি পাওয়া যায়, যা ২৯ জানুয়ারি ২০২৪ তার ভেরিফাইড ফেসবুক পেইজে শেয়ার করা হয়েছে।
পোস্টটির ক্যাপশনে বলা হয়, "মুন্সিগঞ্জের শ্রীনগরে পৌষ মেলা ও মাদকবিরোধী লোকজ সংগীতের অনুষ্ঠান। তারিখ: ২৮ জানুয়ারি ২০২৪।"
পৌষ মেলা হচ্ছে জানুয়ারি মাসে উদযাপিত একটি বার্ষিক মেলা ও উৎসব।
২০২৪ সালের ১ জুলাই পর্যন্ত মমতাজ এইডস আক্রান্ত হয়েছেন বলে কোন অফিসিয়াল প্রতিবেদন পাওয়া যায়নি।
এএফপি এর আগে জাতীয় নির্বাচনের সময় তার সর্ম্পকে ছড়ানো বিভ্রান্তিমূলক তথ্য খণ্ডন করে প্রতিবেদন প্রকাশ করেছে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ