এআই দিয়ে তৈরি ছবিকে ইনানী সমুদ্র সৈকতে 'বিশাল আকৃতির অক্টোপাস' হিসাবে প্রচার  

এআই প্রযুক্তি দিয়ে তৈরি একটি বিশাল সেফালোপডের ছবি সামাজিক মাধ্যমের পোস্টে শতশতবার শেয়ার করে সেটিকে বাংলাদেশের জনপ্রিয় সমুদ্র সৈকত ইনানী বীচে 'বিশাল অক্টোপাসের" ছবি বলে অসত্যভাবে দাবি করা হয়েছে। তবে দৃশ্যগত নানা অসঙ্গতিতে ভরা ছবিটি একজন স্ব-ঘোষিত এআই কন্টেন্ট নির্মাতা প্রথম ইনস্টাগ্রামে শেয়ার করেছিল।

গত ১০ জুন ২০২৪ একটি ফেসবুক পোস্টের ক্যাপশনে বলা হয়, "ইনানী ঘাটের পাশে দেখা মিলল বিশাল আকৃতির অক্টোপাস"।

পোস্টটিতে একটি সমুদ্র সৈকতে বিশাল তাঁবু আকৃতির একটি প্রাণীর ছবি যুক্ত করে দেয়া হয়েছে।

Image

সত্যিকারের অক্টোপাস দাবিতে ছবিটি ফেসবুকে এখানে এবং তাগালগ-ভাষায় এখানে শেয়ার করা হয়েছে।

কিছু ফেসবুক ব্যবহারকারীর মন্তব্য দেখে মনে হচ্ছে যারা ছবিটিকে তারা সত্যিকার অক্টোপাস বলে বিশ্বাস করেছেন।

একজন কমেন্টে লিখেন, "এটা কি বাস্তবে পাওয়া গেছে নাকি ভাই"।

তবে কিছু ফেসবকু ব্যবহারকারী বিষয়টি নিয়ে সন্দেহও প্রকাশ করেছেন।

পোস্টগুলো যুক্তরাষ্ট্রের ফ্যাক্ট-চেক সংস্থা স্নোপস এখানে যাচাই করেছে।

গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ছবিটি ২ জুন, ২০২৪  'বেস্ট_অব_এআই' নামে একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী প্রথম শেয়ার করেছিল (আর্কাইভ লিংক)।

ইনস্টাগ্রাম ব্যবহারকারীর প্রোফাইলের বিবরণীতে বলা হয়েছে যে, তারা বিভিন্ন এআই কৌশল ব্যবহার করে 'এআই গল্প উপস্থাপনে' পারদর্শী একটি 'ডিজিটাল সৃজনশীল' দল।

একটি বিশাল সেপালোডের ছবিসহ দীর্ঘ একটি ক্যাপশনের পোস্টটির শিরোনামে বলা হয়, "অ্যাবিসাল টাইটানদের শোক"।   

ভিডিওটিতে মানুষ বেষ্টিত একই প্রাণীর আরও নয়টি এআই-তৈরি চিত্র প্রকাশিত করা হয়েছে।

নীচে অসত্য পোস্টের (বামে) এবং ইনস্টাগ্রাম ইউজারের শেয়ার করা ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

ইনস্টাগ্রাম একাউন্টটি অন্য়ান্য় এআই-তৈরি সামুদ্রিক জীবনের বিশাল আকারের ছবি এখানে, এখানে এখানেসহ প্রায় সময় অনলাইনে পোস্ট করে থাকে (আর্কাইভ এখানে, এখানে এখানে)।

"বিশাল অক্টোপাসের' ছবিটিতে অতিরিক্ত অঙ্গ এবং মাথাবিহীন শরীরসহ বেশ কিছু অসঙ্গতি রয়েছে, যেগুলো নির্দেশ করে ছবিটি এআই দিয়ে তৈরি। নিচে এসব অসঙ্গতির হাইলাইট করে একটি স্ক্রিনশট দেয়া হল।

Image

এআই দিয়ে তৈরি ছবিকে সত্যি দাবি করে সামাজিক মাধ্যমে ছড়ানো পোস্ট খণ্ডন করে এএফপি বারবার প্রতিবেদন করেছে এখানে, এখানে এখানে

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ