হেলিকপ্টারে ইরানের প্রায়ত প্রেসিডেন্টের ভিডিওটি তার 'শেষ মুর্হুতের' নয়

১৯ মে ২০২৪ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার প্রতিনিধিদল নিহত হওয়ার পরপরই বিশ্বব্যাপী সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা একটি ফুটেজ শেয়ার করে সেটিকে ধ্বংসপ্রাপ্ত বিমানে রাইসির শেষ মুহূর্তের বলে দাবি করা হয়েছে। তবে জানুয়ারি ২০২৪-এ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, হেলিকপ্টারের জানালা দিয়ে একটি তুষারময় ল্যান্ডস্কেপের দিকে প্রয়াত রাষ্ট্রপতির তাকিয়ে থাকার ভিডিওটি দুর্ঘটনার আগের।

গত ২০ মে ২০২৪ ইনস্টাগ্রামে একটি পোস্টে দাবি করা হয়, "ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর আগ মূহুর্তের ভিডিও"।

পোস্টে শেয়ার করা একটি ক্লিপে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে হেলিকপ্টারে ভ্রমণের সময় একজন সঙ্গীর সাথে আলাপকালে হেলিকপ্টারের জানালা দিয়ে তুষারময় ল্যান্ডস্কেপের দিকে তাকাতে দেখা যায়।

Image

একই দাবিতে ভিডিওটি থাই, ইংরেজি, চাইনিজ এবং আরবিসহ বহু ভাষায় শেয়ার করা হয়েছে।

উত্তেজনাপূর্ণ আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং অভ্যন্তরে বিক্ষোভের মধ্যে অতি-রক্ষণশীল হিসেবে বিবেচিত রাইসি ২০২১ সাল থেকে ইরানের নেতৃত্ব দিয়েছিলেন।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য মতে, ইরানের রাষ্ট্রপ্রধান আজারবাইজানের সাথে লাগোয়া সীমান্তে একটি বাঁধ প্রকল্পের উদ্বোধন করে দেশটির উত্তরের শহর তাবরিজ ভ্রমণের সময় তাকে বহনকারী হেলিকপ্টার ঘন কুয়াশা আচ্ছন্ন দুর্গম পাহাড়ে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে অন্যতম ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান, যিনি তার উগ্র ইসরায়েল-বিরোধী মনোভাব এবং পশ্চিমাদের সন্দেহের জন্য অতি পরিচিত ছিলেন।

ইসরাইল এবং তার মিত্রদের বিরুদ্ধে ইরান-সমর্থিত তথাকথিত "প্রতিরোধ অক্ষ" জোটের সদস্যরা ২০ মে তাদের সমবেদনা প্রকাশ করেছে।

তবে ক্লিপটি রাইসি এবং তার ভ্রমণসঙ্গীদের মৃত্যুর আগ মুর্হূতের নয়। বরং ভিডিওটি হেলিকপ্টার বিধ্বস্তের অন্তত চার মাস আগের।

পুরনো ক্লিপ

ভিডিওটির কীফ্রেইম ব্যবহার করে গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ক্লিপটি ১৮ জানুয়ারি ২০২৪ ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ) প্রথম এক্স-এ শেয়ার করেছে (আর্কাইভ লিংক)।

ফারসি ভাষার পোস্টটির অনুবাদ হচ্ছে, "আজ সকালে রাষ্ট্রপতি বিমানে ফিরোজকোহ শহরের নেমরুদ বাঁধে পরিদর্শন করেন"।

নীচে ইনস্টাগ্রামের অসত্য পোস্ট (বামে) এবং ১৮ জানুয়ারি, ২০২৪ আইআরএনএ-র এক্স পোস্টের (বামে) মধ্যে সাদৃশ্যপূর্ণ উপাদানগুলোকে লাল রংয়ে হাইলাইট করে একটি স্ক্রিনশট দেয়া হল:

Image

জ্বালানি মন্ত্রী এবং তেহরানের গভর্নরের সাথে রাইসির ফিরোজকোহতে নেমরুদ বাঁধের জাতীয় প্রকল্প পরিদর্শনের বিষয়ে ১৮ জানুয়ারি ২০২৪ খাতাম আল-আম্বিয়া কনস্ট্রাকশন বেসের জনসংযোগ অফিস একটি প্রতিবেদন প্রকাশ করেছে (আর্কাইভ লিংক)।

হেলিকপ্টার বিধ্বস্ত

আইআরএনএ-র টেলিগ্রাম একাউন্টে সার্চ করে ১৯ মে ২০২৪ হেলিকপ্টারের মধ্যে ধারণ করা ইরানের প্রেসিডেন্টের আরেকটি ক্লিপ পাওয়া যায়, যেদিন তিনি নিহত হয়েছিলেন (আর্কাইভ লিংক)।

Image

এই ক্লিপটিতে হেলিকপ্টারের ভেতরে রাইসির উল্টোপাশের সিটে ভিন্ন এক ব্যক্তিকে দেখা যায়, এএফপি যাকে ইরানের পররাষ্ট্র মন্ত্রী হোসেইন আমির-আব্দুলাহিয়ান হিসেবে চিহ্নিত করেছে। ১৯ মে তিনিও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত হয়েছেন।

নীচে আইআরএনএ-র টেলিগ্রামে শেয়ার করা ক্লিপের (বামে) এবং আমির-আব্দুল্লাহিয়ানের একটি সরকারি ছবির (ডানে)  মধ্যে একটি তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

এএফপি ভিডিওটির একটি স্ন্যাপশট ১৯ মে ২০২৪ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক আইআরআইএনএস-এ প্রকাশিত একটি ভিডিও থেকে নেওয়া হয়েছে বলে ক্যাপশন দিয়ে শেয়ার করেছে।

ক্যাপশনের একটি অংশে বলা হয়, "স্ক্রিনশটে পূর্ব আজারবাইজানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশের জোলফা অঞ্চলে হেলিকপ্টার ভ্রমণে প্রতিনিধি দলের একজন অজ্ঞাত সদস্যের সাথে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে (বামে) দেখা যাচ্ছে"।

১৯ মে ২০২৪ ইরানের হেলিকপ্টার বিধ্বস্তকে কেন্দ্র করে এএফপি আরো বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করে এখানে, এখানে এখানে প্রতিবেদন প্রকাশ করেছে।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ