ভিডিওটি ২০১৬ সালে সিরিয়ায় শিশুদের জন্য ক্রিশ্চিয়ানো রোনালদোর শুভেচ্ছা বার্তার

৩১ মে ২০২৪ তারিখে ফেসবুকে এখানে আপলোড করা ভিডিও পোস্টটি ৭৪০০০ হাজার বারের বেশি ভিউ হয়েছে এবং ১,০০০ বারের বেশি রিঅ্যাক্ট পেয়েছে।  
Image

পোস্টটির ক্যাপশনে বলা হয়েছে, "হে গাজাবাসী, সারাবিশ্ব তোমাদের সাথে আছে। আমি তোমাদের সাথে আছি : রোনালদো।"

ভিডিওটিতে রোনালদোকে বলতে শোনা যায়, "হ্যালো, এটা গাজার শিশুদের জন্য। আমরা জানি তোমরা অনেক দুর্ভোগের মধ্যে আছ। আমি অনেক বিখ্যাত খেলোয়াড়, কিন্তু তোমরা প্রকৃত নায়ক। তোমরা তোমাদের আশা হারিয়ো না, বিশ্ব তোমাদের সাথে আছে, আমি তোমাদের সাথে আছি।"

একই দাবিতে ভিডিওটি ফেসবুকে বাংলায় এখানে এবং ইংরেজিতে এখানে শেয়ার করা হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণ সীমান্তে হামাস মিলিট্যান্টদের আকষ্মিক হামলায় ১,১৯৪ জন নিহত হয়েছেন। ইসরায়েলের সরকারি পরিসংখ্যানের উপর ভিত্তি করে এএফপির সমীক্ষা মতে নিহতের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

প্রতিশোধ নিতে গাজায় পাল্টা মরণঘাতি হামলা চালায় ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলের প্রতিশোধমূলক আক্রমণে কমপক্ষে ৩৭,৬২৬ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

বিভ্রান্তিকর প্রেক্ষাপটে ছড়ানো ভিডিও

কিন্তু ভিডিওটি বিভ্রান্তিকর প্রেক্ষাপটে ফেসবুকে শেয়ার করা হয়েছে। মূল ভিডিওটিতে রোনালদোকে সিরিয়ার শিশুদের জন্য আশার বার্তা পাঠাতে দেখা যায়।

ভিডিও ক্লিপটিতে রোনালদো বলেন, "এটা সিরিয়ার শিশুদের জন্য। আমরা জানি তোমরা অনেক দুর্ভোগের মধ্যে আছ। আমি অনেক বিখ্যাত খেলোয়াড়, কিন্তু তোমরা প্রকৃত নায়ক। তোমরা তোমাদের আশা হারিয়ো না, বিশ্ব তোমাদের সাথে আছে, আমরা তোমাদের বিষয়ে যত্নশীল, আমি তোমাদের সাথে আছি।"

ভিডিওটি রোনালদোর ফেসবুক, এক্স এবং ইনস্টাগ্রামে ২০১৬ সালের ২৩ ডিসেম্বর পোস্ট করা হয়েছে বলে খুঁজে পেয়েছে এএফপি ফ্যাক্ট চেক। রোনালদোর ভিডিওটি নিয়ে সেভ দ্য চিলড্রেনও একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

মূল ভিডিওর "এটা সিরিয়ার শিশুদের জন্য" এর 'সিরিয়া' শব্দটি এডিট করে ভিন্ন একটি কণ্ঠে 'গাজা' শব্দটি উচ্চারণ করা হয়েছে অসত্য ফেসবুক পোস্টের ভিডিওতে।

এক যুগেরও বেশি সময় ধরে চলা সিরিয়ার যুদ্ধে দেশে এবং দেশের বাহিরে ১ কোটি ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এছাড়া সংঘাত শুরুর পর থেকে চার লাখের মতো মানুষ নিহত হয়েছেন।

২০১৬ সালে রোনালদো যখন এই বার্তাটি রেকর্ড করেছেন, তখন সিরিয়ার সংঘাতে অন্য যে কোন বছরের চেয়ে বেশি শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। জাতিসংঘের শিশু বিষয়ক জরুরি তহবিল (ইউনিসেফ) প্রতিবেদন অনুযায়ী শুধু ২০১৬ সালেই দেশটিতে ৬৫২জন শিশু নিহত হয়েছেন। যা ছিল বিগত বছরের চেয়ে ২০ শতাংশ বেশি।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ