ল্যুভর মিউজিয়ামের প্রজনন দেবতার মূর্তির ছবিকে এডিট করে 'কাবায় আল্লাহর মূর্তি' বলে প্রচার
- প্রকাশিত 24 জুন 2024, 16:49
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ৯ জুন ফেসবুকে একটি এডিটেড ছবি শেয়ার করে ছবির মধ্যে লিখা হয়, "কাবা ঘরের ভিতরে আল্লাহর মূর্তি।"
দীর্ঘ ক্যাপশনের একটি অংশে আরো বলা হয়, "আর মুমিনদের সংগ্রহের সুবিধার্থে কাবাগৃহের কিছু ঐতিহাসিক ছবি জুড়ে দিলাম। শেষের ছবিটা বন্যায় ডুবে যাওয়া কাবা ঘরের ছবি।"
ফেসবুকে ছড়ানো ছবিটিতে দুটি ডান হাতসহ ও শিংযুক্ত একটি মূর্তি একটি ভিত্তির উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
একই দাবিতে ছবিটি ফেসবুক পোস্টে এখানে শেয়ার করা হয়েছে।
ইসলামের পাঁচটি ভিত্তির অন্যতম বার্ষিক পবিত্র হজ্ব মক্কায় অনুষ্ঠিত হওয়ার আগে ছবিটি ফেসবুকে ছড়ানো হয়েছে। এবছর ১৮ লাখ মুসলিম এই হজ্বে অংশগ্রহণ করেছে।
ল্যুভর মিউজিয়ামের মূর্তি
তবে ছবিটি কাবা ঘরের নয়, বরং প্যারিসের ল্যুভর যাদুঘরের প্রদর্শিত একটি মূর্তির ছবি থেকে এডিট করা হয়েছে বলে প্রতীয়মাণ হচ্ছে।
গুগলে রিভার্স ইমেজ এবং কিওয়ার্ড সার্চে ওয়ার্ল্ড হিস্টোরি এনসাইক্লোপিডিয়ায় উর্বারতা এবং আবহাওয়ার দেবতা 'বাল' সম্পর্কিত একটি প্রবন্ধে ছবিটি পাওয়া গেছে (আর্কাইভ লিংক)।
টায় পামার্ট এএফপিকে নিশ্চিত করেছেন যে, তিনি বাল মূর্তির ছবিটি ল্যুভর জাদুঘরে তুলেছিলেন।
তিনি ২০০৬ সালে উইকিপিডিয়া কমনস-এ ছবিটি পোস্ট করেছেন (আর্কাইভ লিংক)।
ল্যুভর জাদুঘরের ওয়েবসাইটে মূর্তিটি রয়েছে, যেখানে বলা হয়েছে ১৯৩৪ সালে সিরিয়ায় 'বাল' এর মূর্তিটি আবিষ্কৃত হয়েছিল (আর্কাইভ লিংক)।
নিচে এডিটেড ছবি (বামে) এবং টায় পামার্টের ছবির (ডানে) মধ্যে যেসব অমিল রয়েছে তার তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
এছাড়া কাবা ঘরের ভেতরকার ছবিতেও এমন কোন মূর্তির অস্তিত্ব পাওয়া যায় নি।
ইসলামিক কোটস নামে একটি ফেসবুক পেইজে পোস্ট করা কাবা ঘরের অভ্যন্তরের ৩৬০ ডিগ্রি ভিউতে একই ভিত্তিভূমি এবং পিলারের ছবি দেখা যায়। কিন্তু কোন মূর্তির ছবি দেখা যায়নি।
নিচে অসত্য ছবির (বামে) এবং কাবা ঘরের ৩৬০ ডিগ্রি ভিউ থেকে একই স্পটের একটি মিরর ভিউর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
এছাড়া ইসলামে আল্লাহর ছবি আঁকা কিংবা মূর্তি তৈরি করা নিষিদ্ধ।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ