মুকেশ আম্বানি দম্পতির ছবি বিকৃত করে 'স্বর্ণের পোশাক' পরিহিত দাবিতে প্রচার
- প্রকাশিত 19 জুন 2024, 14:18
- আপডেট করা হয়েছে 19 জুন 2024, 14:28
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৮ মে ২০২৪ তারিখে ফেসবুকে এখানে একটি পোস্টে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "একদিকে দেশের ৮০ কোটি মানুষ সরকার প্রদত্ত মাসিক ৫ কেজি রেশনের উপর নির্ভরশীল হয়ে জীবন অতিবাহিত করে চলেছে।। অন্যদিকে চৌকিদারের মালিক ১৬০০ কোটি দামের সোনার তৈরি কাপড় পরিধান করে বিভিন্ন এ্যঙ্গেলে পোজ দিয়ে চলেছে।"
ছবিতে দেখা যাচ্ছে, মুকেশ আম্বানি এবং তার স্ত্রী নিতা আম্বানি সোনালি রঙে পোশাক পরে আছেন।
৬৭ বছর বয়সী আম্বানি মূলধনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় কোম্পানি রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজের চেয়ারম্যান।
সম্প্রতি এই দম্পতি তাদের ছেলে অনন্ত আম্বানির সাথে রাধিকা মার্চেন্টের আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য বিয়ে উপলক্ষ্যে ইতালিতে ৪ দিনব্যাপী বিলাসবহুল অনুষ্ঠান আয়োজন করার পর
ছবিটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় (আর্কাইভ এখানে)।
এর আগে গত মার্চ মাসে ভারতেও বিবাহপূর্ব আরেকটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল যেখানে মার্কিন পপ তারকা রিহান্না, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবং ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা উপস্থিত ছিলেন।
বিকৃত ছবিটি ভারতেও এখানে এবং এখানে শেয়ার করা হয়েছে।
আম্বানির ছেলে এবং তার হবু স্ত্রীও একই ধরনের বিকৃত ছবির মাধ্যমে ভুয়া খবরের শিকার হয়েছেন যা ভারতীয় ফ্যাক্ট চেকিং সংস্থা দ্য কুইন্ট এবং নিউজচেকার ইতোমধ্যে খণ্ডন করেছে (আর্কাইভ এখানে ও এখানে)।
দিওয়ালি উদযাপন
গুগলে রিভার্স ইমেজ সার্চ করে ছবিটির মূল সংস্করণ পাওয়া গেছে একটি ইনস্টাগ্রাম একাউন্টে যা ২০১৯ সালে হিন্দু ধর্মীয় দিওয়ালি উৎসবের সময় তোলা এবং সেখানে তাদেরকে প্রকৃতপক্ষে গোলাপি এবং কমলা রঙের কাপড়ে দেখা যাচ্ছে।
২০২৩ সালের ১২ নভেম্বর ইনস্টাগ্রামে এক ভক্ত ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "ফিরে দেখা ২০১৯ সালের দিওয়ালি অনুষ্ঠান (আর্কাইভ এখানে।
উভয় ছবিতে এই দম্পতির মুখের ভাব এবং নিতার পরনের অলঙ্কারগুলো একই রকমের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ২০১৯ সালের দিওয়ালিতে তাদের মুম্বাইয়ের বাড়িতে আম্বানি দম্পতির তোলা একই রকম ছবি প্রকাশ করেছিল (আর্কাইভ এখানে)।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ