আহমেদিনেজাদের ছবিকে 'রাখাল হিসেবে কাজ করার' অসত্য দাবিতে প্রচার

ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ ১৩ জুন ২০২৪ পর্যন্ত দেশটির শক্তিশালী এক্সপেডিয়েন্সি ডিসর্নমেন্ট কাউন্সিলের সদস্য হিসেবে কর্মরত রয়েছেন, যা সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টের সম্পূর্ণ বিপরীত যেখানে তাকে রাষ্ট্রপতির মেয়াদের পর একজন মেষপালক হিসাবে জীবনযাপন করছেন বলে বর্ণানা করা হয়েছে। সামাজিক মাধ্যমের পোস্টে একটি ছবিকে বিভ্রান্তিকরভাবে শেয়ার করা হয়েছে যা এর আগে আহমাদিনেজাদের ৬০তম জন্মদিন উপলক্ষ্যে ভ্রমনের ছবি বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

গত ২৪ মে ২০২৪ একটি ফেসবুক পোস্টে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "একজন প্রিয় কিংবদন্তি। দুই বার প্রেসিডেন্ট ছিলেন, বর্তমানে স্বেচ্ছায় মেষ পালন করেন।" 

ক্যাপশনে আরো বলা হয়, "বিশ্বের অন্যতম শক্তিধর এবং সম্পদশালী একটি দেশের দুই মেয়াদে প্রেসিডেন্ট ছিলেন! বর্তমানে তিনি স্বেচ্ছায় মেষ পালন করেন। সাবেক প্রেসিডেন্ট হিসেবে প্রাপ্য ভাতা (প্রতি মাসে) তিনি গ্রহণ না করে দান করে দিয়েছেন!"

Image

ফেসবুক পোস্টটি ৮০০ বারের বেশি শেয়ার হয়েছে এবং আহমাদিনেজাদকে তার কথিত জীবনধারা পরিবর্তনের জন্য প্রশংসা করে অনেকে মন্তব্য করেছেন।

২৯ মে ২০২৪ হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মৃত্যুর পর একই ধরনের ফেসবুক পোস্টে ছবিটি এখানে এখানে শেয়ার করা হয়েছে।

২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্বপালনকারী কট্টরপন্থী প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে রাইসির স্থলাভিষিক্ত হওয়ার জন্য রাষ্ট্রপতি পদে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে তা থেকে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাদ দিয়েছে।

জন্মদিনে পাহাড় ভ্রমণ

গুগলে রিভার্স ইমেজ সার্চ করে একই ছবির একটি বড় সংস্করণ ২০১৬ সালে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনে পাওয়া গেছে যেখানে বলা হয়েছে যে, ছবিতে আহমাদিনেজাদকে তার ৬০ তম জন্মবার্ষিকীতে হাঁটতে দেখা যাচ্ছে।

ইরানি সংবাদমাধ্যম কুদসঅনলাইনের ২০১৬ সালের ২৮ অক্টোবরের প্রতিবেদন মতে, ছবিতে দেখা যাচ্ছে সাবেক ইরানি প্রেসিডেন্ট দেশটির মাজদারান প্রদেশের কান্দলোসের এক গ্রামে একটি পাহাড়ে চুড়ায় তার সাবেক মন্ত্রী ড. আব্দুলরেজা শেইখুল ইসলাম এর সাথে হাঁটছিলেন (আর্কাইভ এখানে)।

ফারসি ভাষার সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এর সাংবাদিক পুজা জাহানদার ২০১৬ সালের ২৯ অক্টোর সোশাল মিডিয়া সাইট এক্স-এ ছবিটি পোস্ট করেছিলেন (আর্কাইভ এখানে)।

তিনিও লিখেছেন যে, ছবিতে আহমাদিনেজাদকে কান্দলোসে হাঁটতে দেখা যাচ্ছে।

সাধাসিধে জীবনযাপনের জন্য বেশ পরিচিত আহমাদিনেজাদ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শেষ করলেও সরকারি কাজ থেকে অব্যাহতি নেননি।

তিনি দেশটির সর্বোচ্চ নেতা কর্তৃক নিয়োগকৃত সরকারের সব শাখার দেখাশোনার দায়িত্বে থাকা এক্সপিডিয়েন্সি ডিসার্নমেন্ট কাউন্সিলের একজন বর্তমান সদস্য (আর্কাইভ এখানে)।

এছাড়া আহমাদিনেজাদ ইরান ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলোজির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ