ব্রাজিলের মহাসড়কের ছবিকে অসত্যভাবে আলজেরিয়ার দাবিতে অনলাইনে প্রচার

গত ১৩ মে ২০২৪ ফেসবুকে এখানে ছবিটি পোস্ট করে ক্যাপশনে বলা হয়, "তাকে বলে দিয়ো, উন্নয়ন করতে গাছ কাটতে হয় না। লোকেশন, আলজেরিয়া।"

৫৭ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ৫ হাজার ৬০০ বেশি শেয়ার হওয়া ছবিটিতে গাঢ় সবুজ পাহাড়ের মধ্য দিয়ে তৈরি একটি সড়কপথ দেখা যায়।

Image

ক্যাপশনটিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন মেগা প্রকল্পের প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে যেসব প্রকল্পের অনেকগুলো বাস্তবায়নের সময় বন উজাড় করার কারণে পরিবেশবাদীদের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে (আর্কাইভ লিংক এখানে এখানে)।

উন্নয়ন কাজের জন্য বাংলাদেশের বন বিভাগ উতরাঞ্চলের নওগাঁ জেলার আলতাদিঘী জাতীয় উদ্যানের কয়েক শত গাছ কাটার খবর গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর থেকে ছবিটি অনলাইনে ছড়াতে শুরু করে (আর্কাইভ লিংক)।

ছবিটি একই দাবিতে ফেসবুকে অন্যত্র এখানে এখানে শেয়ার করা হয়েছে।

তবে দাবিটি অসত্য। ছবিটি আলজেরিয়ার কোন মহাসড়কের নয়, বরং এটি ব্রাজিলের।

ব্রাজিলের মহাসড়ক

গুগল রিভার্স ইমেজ সার্চে ছবিটি ২০২১ সালের ৮ নভেম্বর ব্রাজিল ভিত্তিক একটি ইনস্টাগ্রাম একাউন্টের পোস্টে পাওয়া যায় (আর্কাইভ লিংক)।

টপঅবব্রাজিল এবং ভিজিটব্রাজিল হ্যাশট্যাগসহ পোস্টটির ক্যাপশনে বল হায়, "৭/১১/২০২১---কিউবাতাও -এসপি"।

Image

তিনি এএফপিকে বলেন, ছবিটি "২০২১ সালের নভেম্বরে ধারণ করা হয়েছে"।

গুগলে কিওয়ার্ড সার্চে ইতালি ভিত্তিক সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পরামর্শক প্রতিষ্ঠান জিওডাটার ওয়েবে সড়কটির বিস্তারিত তথ্য পাওয়া যায় (আর্কাইভ লিংক)।

এতে বলা হয়, ছবিটি ব্রাজিলের সাও পাওলো রাজ্যের রোডোভিয়া ডস ইমিগ্রেন্টেস'র, যা সাও পাওলো শহরকে আটলান্টিক উপকূলের সাথে এবং সমুদ্রতীরবর্তী সাও ভিসেন্টে এবং প্রিয়া গ্র্যান্ডের সাথে সংযুক্ত করে।

পর্তুগিজ ভাষায় 'রোডোভিয়া ডস ইমিগ্রেন্টস' এর অর্থ হচ্ছে "ইমিগ্রান্ট হাইওয়ে", যা ব্রাজিলের সাও পাওলো রাজ্যে অবস্থিত।

ব্রাজিলের পরিকল্পনা, বাজেট এবং ব্যবস্থাপনা মন্ত্রণালয় পরিচালিত ইনস্টিটিউট অফ জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স এর তথ্যে অনুসারে, হাইওয়েটি ১৯৭৪ সালে প্রথম চালু করা হয়েছে (আর্কাইভ লিংক)।

একই স্থানের গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউর সাথে অসত্য পোস্টে শেয়ার করা ছবিটির মিল পাওয়া গেছে।

নিচে অসত্য পোস্টে শেয়ার করা ছবি (বামে) এবং রোডোভিয়া ডস ইমিগ্রেন্টস'র গুগল স্যাটেলাইট ভিইউর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ