ম্যান সিটি ম্যানেজারের ভিডিওকে বিভ্রান্তিকরভাবে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট করে প্রচার

সামাজিক মাধ্যমের পোস্টে একটি ভিডিও শেয়ার করে দাবি করা হয়েছে যে, গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতিবাদে একটি ম্যাচের পর ম্যানচেস্টার সিটি ফুটবল দলের ম্যানেজার পেপ গার্দিওলা একজন ইসরায়েলি কর্মকর্তার সাথে হাত মেলানো থেকে নিজেকে বিরত রেখেছেন। তবে দাবিটি অসত্য; ভিডিও ক্লিপটি ২০২৩ সালের আগস্টের। স্ট্যান্ড থাকা লোকটি হচ্ছেন প্রাক্তন ক্রিস্টাল প্যালেসের ম্যানেজার অ্যালান স্মিথ।

গত ২৭ মে ফেসবুকে এখানে প্রকাশিত একটি পোস্টের ক্যাপশনে বলা হয়, "স্প্যানিশ জনপ্রিয় কোচ পেপে গার্ডিওলা ইসরায়েলের এক প্রতিনিধির সাথে হাত না মিলিয়ে অতি ছোট পরিসরে হলেও তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। ধন্যবাদ পেপ।"

ভিডিওটিতে ম্যানচেস্টার সিটির ম্যানেজার এবং তার ক্লাবের খেলোয়াড়রা লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে পদক গ্রহণের আগে অতিথিদের সাথে করমর্দন করার সময় গার্দিওলাকে একজন অতিথির থেকে নজর দূরে অন্যদিকে ফিরিয়ে নিতে এবং দ্রুত ওই ব্যক্তিকে অতিক্রম করতে দেখা যায়। সামাজিক মাধ্যমের পোস্টে ওই ব্যক্তির মুখমণ্ডলকে গোল চিহ্ন এং ইসরায়েলি পতাকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।

Image

একই দাবিতে ভিডিওটি ফেসবুকে অন্যত্র এখানে এখানে শেয়ার করা হয়েছে।

গাজা উপত্যকায় আক্রমণের কারণে ইসরায়েলের বিরুদ্ধে গার্দিওলার অবস্থান নেয়ার দৃশ্য মিডিয়া ধারণ করেছে এমন দাবিতে একই ধরনের পোস্ট বিভিন্ন ভাষায় এক্সসহ অন্যান্য সামাজিক মাধ্যমের মধ্যে ফেসবুক, টিকটক এবং ইউটিউবে ছড়ানো হয়েছে

২৫ মে এফএ কাপের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে ম্যানচেস্টার সিটির ২-১ গোল পরাজয়ের ধাক্কার পর পোস্টি ছড়ানো হয়। তবে এক দিন আগে ক্লাবটি একটি শোভাযাত্রার মাধ্যমে তাদের টানা চতুর্থ প্রিমিয়ার লিগের শিরোপা জয় উদযাপন করেছিল।

ক্লিপটি শেয়ার করে একজন ফেসবুক ব্যবহারকারী বলেন, "সিটি এফএ কাপ ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পরাজয়ের পর ম্যানসেস্টার সিটির ম্যানেজার পেপ গার্দিওলা ইসরায়েলি প্রতিনিধির সাথে কর্মদন করতে ব্যর্থ হন।"

তবে ভিডিওটি এফএ কাফের ফাইনালের নয়। এমনকি এটা ইসরায়েল-হামাস যুদ্ধের সাথে জড়িত নয়।

রিভার্স ইমেজ সার্চ এবং কিওয়ার্ড সার্চে দেখা যায়, ফুটেজটি ২০২৩ সালের ৬ আগস্ট এফএ কমিউনিটি সিল্ড ফুটবল ম্যাচের পর ধারণ করা হয় (আর্কাইভ এখানে)। গার্দিওলার দল আর্সেনালের বিপক্ষে মুখোমুখি হয়ে পেনাল্টিতে হেরে যায়।

গার্দিওয়ালা যে ব্যক্তিকে এড়িয়ে গেছেন, গণমাধ্যমের প্রতিবেদন এবং সামাজিক মাধ্যমের ব্যবহারকারীরা ওই ব্যক্তিকে ক্রিস্টাল প্যালেসের সাবেক ম্যানেজার এলান স্মিথ বলে শনাক্ত করেছেন (আর্কাইভ এখানে, এখানে এখানে)।

একজন এক্স ব্যবহারকারী জানতে চাইলে প্রতিউত্তরে স্মিথ বলেন, ম্যানসেস্টার সিটির ম্যানেজার বিষয়টা ইচ্ছাকৃত তাকে এড়িয়ে গেছেন কিনা ওই সময় তিনি বিষয়টি নিয়ে নিশ্চিত ছিলেন না। যদিও তিনি বিষয়টিক কোন অপরাধ মনে করেন নি (আর্কাইভ এখানে এখানে)।

২০২৩ সালের ৭ আগস্টের দেয়া উত্তরে মজা করে বলেন, "মনে হয় তিনি আমাকে আর্সেনাল সমর্থক মনে করেছেন?"

অন্য একটি পোস্টে স্মিথ বলেন গার্দিওলা হয়তো তাকে ইংলিশ ফুটবলের গভর্নিং বডির সাথে যুক্ত বলে মনে করেছেন এবং "ইনজুরির সময় এবং নতুন নিয়ম নিয়ে খুশি ছিলেন না" (আর্কাইভ এখানে)।

এখানে স্মিথের ছবি দেখলে স্পষ্ট বুঝা যায় যে, ভিডিওর ব্যক্তিটি তিনি ছিলেন।

২০২৪ সালে সামাজিক মাধ্যমে ক্লিপটি বিভ্রান্তিকর দাবিতে ছড়াতে দেখে, বিষয়টি নিয়ে ক্রিস্টাল প্যালেসের কিছু ভক্তের পোস্টে হাসির ইমোজি দিয়ে সাড়া দিয়েছেন। একটি পোস্টের বিপরীতে তিনি বলেন, এটি "গত মৌসুমের" এবং অন্য একটি পোস্টে তার "ভুল পরিচয়" সম্পর্কে ব্যঙ্গ করেছেন (আর্কাইভ এখানে, এখানে এখানে)।

স্মিথ ২৫ মে, ২০২৫ এফএ কাপ ফাইনালেও অংশ নিয়েছিলেন। এবার  খেলার ফুটেজে গার্দিওয়ালাকে তার সাথে কর্মদন করতে দেখা যায় (আর্কাইভ এখানে)।

এ বিষয়ে মন্তব্যের জন্য এএফপি ম্যানসেস্টার সিটির সাথে যোগাযোগ করেছিল, তবে কোন সাড়া পাওয়া যায় নি।

হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ ঘিরে যেসব তারকাকে বিভ্রান্তিকর তথ্য দিয়ে টার্গেট করা হয়েছিল, গার্দিওয়ালা তাদের মধ্যে সর্বশেষ একজন। উদাহরণ স্বরূপ, অভিনেতা রবার্ট ডি নিরোর একটি ফিল্ম সেটে দৃশ্যের মহড়ার ভিডিওকে তিনি ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীদের প্রতিহত করছেন এমন অসত্য দাবি খণ্ডন করে প্রতিবেদন করেছে এএফপি

এই সংঘাত নিয়ে বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করে এএফপি আরো প্রতিবেদন প্রকাশ করেছে এখানে

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ