আরবিকে দাপ্তরিক ভাষা হিসেবে গ্রহণ করে সেনেগাল ফ্রেঞ্চ ভাষাকে ত্যাগের অসত্য দাবি প্রচার

ফ্রান্স এবং তার প্রাক্তন উপনিবেশ সাহেল অঞ্চলের মধ্যে কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনকে কেন্দ্র করে অসত্য তথ্যের জোয়ার বইছে। আরবিকে নিজেদের দাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহারের জন্য সেনেগাল ফ্রেঞ্চ ভাষাকে ত্যাগ করেছে বলে সম্প্রতি বেশ কিছু ফেসবুক পোস্টে দাবি করা হয়েছে। তবে দাবিটি অসত্য। সেনেগালের কর্তৃপক্ষ এএফপিকে জানিয়েছে, ফ্রেঞ্চ এখনো দেশটির দাপ্তরিক ভাষা এবং ভাষাটি দেশটির সংবিধানস্বীকৃত।

গত ২ মে ২০২৪ তারিখে ফেসবুকে একটি পোস্টের ক্যাপশনে বলা হয় "সেনেগাল ঘোষণা করেছে যে তারা ফরাসী ভাষা ত্যাগ করে আরবি ভাষাকে তার সরকারী ভাষা হিসেবে গ্রহণ করছে। সংগ্রহ টুইটার একাউন্ট।"

পোস্টের সাথে সেনেগালের প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ের একটি ছবি সংযুক্ত করা হয়েছে।

Image

একই দাবি ফেসবুকে অন্যত্র এখানে এবং এক্স-এ এখানে শেয়ার করা হয়েছে।

আরো কিছু পোস্টে ফরাসি ভাষায় একই দাবি করা হয়, যা এএফপি ফ্যাক্ট চেক এখানে খণ্ডন করেছে।

পশ্চিম আফ্রিকায় সাবেক উপনিবেশ দেশগুলোর সাথে সম্প্রতি বছরগুলিতে ফ্রান্সের দূরত্ব তৈরি হয়েছে, যার ফলে এসব দেশের সাথে কূটনৈতিক টানাপোড়েন দেখা দিয়েছে।

রুরকিনা ফাসো, মালি এবং নাইজার সহ বেশ কিছু দেশে ফ্রান্সবিরোধী মনোভাব বেড়েছে (আর্কাইভ এখানে)।

গত মার্চে দেশটির কায়েমী স্বার্থের বিরোধী ব্যক্তিত্ব বাসিরু দিওমায়ে ফায়ে সেনেগালের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে দেশটির সাথে সম্পর্ক শক্তিশালী করার বিষয়ে চাপে রয়েছে ফ্রান্স।

শাসন ব্যবস্থায় আমূল সংস্কার এবং প্রধান শিল্প প্রতিষ্ঠানের উপর জাতীয় "সার্বভৌমত্ব" পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে জয় পেয়েছেন ফায়ে (আর্কাইভ এখানে)।

তবে দাপ্তরিক ভাষা হিসেবে ফরাসি ভাষাকে ত্যাগ করে সেনেগাল আরবি ভাষাকে গ্রহণ করার দাবিটি অসত্য।

ফরাসি ভাষা বিদ্যমান

দাবিটি যাচাইয়ের জন্য আমরা ফরাসি এবং ইংরেজিতে "দাপ্তরিক ভাষা সেনেগাল" এবং "আরবি" লিখে কিওয়ার্ড সার্চ করি।

সার্চের ফলাফলে দেখা যায় মিডল ইস্ট মনিটর গ্রুপসহ বেশ কিছু গণমাধ্যমের ওয়েবসাইটে একই দাবিসহ সংবাদ প্রকাশ করে (আর্কাইভ এখানে)। যদিও মিডল ইস্ট মিনটর তাদের প্রতিবেদন তুলে নেয়।

গত ৩ মে ২০২৪ যোগাযোগ করা হলে সেনেগাল কর্তৃপক্ষ এএফপিকে নিশ্চিত করেছেন যে, "সেনেগালের দাপ্তরিক ভাষার কোন পরিবর্তন হয়নি"।

সেনেগাল প্রশাসন কর্তৃক শিক্ষা এবং ব্যবসায়িক কাজে ব্যবহৃত দেশটির দাপ্তরিক ভাষা ফ্রেঞ্চ। তবে দেশটির অনেক নাগরিক ওলোফ, পুলার এবং সেরে ভাষায় কথা বলে।

বিশ্বব্যাপী ফরাসি ভাষাকে ছড়িয়ে দিতে ৮৮টি দেশ কিংবা সরকারকে নিয়ে কাজ করা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ লা ফ্রাঙ্কোফোনির (ওআইএফ) তথ্য অনুসারে, ২০২২ সাল পর্যন্ত সেনেগালের মোট জনসংখ্যার ২৬ শতাংশ ফরাসি ভাষায় কথা বলেছেন (আর্কাইভ এখানে)।  

সেনেগালের সংবিধান এখনো ফরাসি ভাষাকে পশ্চিম আফ্রিকার দেশটির দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিচ্ছে (আর্কাইভ এখানে)।

সংবাধানের প্রথম পরিচ্ছদে বলা হয়, "সেনেগাল প্রজাতন্ত্রের সরকারী ভাষা ফরাসি। জাতীয় ভাষাগুলি হল দিওলা, মালিনকে, পুলার, সেরে, সোনিনকে ও উলুফ এবং অন্য যেকোন জাতীয় ভাষা এখানে কোডিফাইড করা হবে" (আর্কাইভ এখানে)।

তবে ৯০ শতাংশের বেশি মুসলিম জনসংখ্যার দেশটিতে আরবি ভাষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ