পুরনো ছবিকে অসত্যভাবে ইরানের হেলিকপ্টার দুর্ঘটনার সাথে যুক্ত করে প্রচার

ইরানের দুর্গম পাহাড়ি এলাকায় গত ২০ মে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। তবে এই ঘটনার প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া হেলিকপ্টার বিধ্বস্তের কিছু ছবি ভিন্ন একটি দুর্ঘটনার। ছবিগুলো ২০২০ সালে ইরান ভিত্তিক সংবাদমাধ্যমে দেশটির মাজানদারান প্রদেশে পুলিশের একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার খবরের সাথে প্রকাশিত হয়েছিল।

গত ২০ মে একটি ফেসবুক পোস্টে কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে যার মধ্যে দুটি ছবি রয়েছে যেখানে একটি হেলকপ্টারের বিধ্বস্ত অংশ দেখা যাচ্ছে।

পোস্টটিতে মূলত ইরানের প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবর দিয়ে লেখা হয়েছে, "ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুলাহিয়ান ও হেলিকপ্টারে থাকা সবাই হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছেন। আজারবাইজান এর প্রদেশের গতকাল একটা উদ্বোধন অনুষ্ঠান শেষে ফেরার পথে হেলিকপ্টার নিখোঁজ হয়ে সবাই মারা গেছেন আন্তর্জাতিক সব গণমাধ্যম খবর নিশ্চিত করেছেন।"

Image

পোস্টে দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের কয়েকজনের ছবির পাশাপাশি বিধ্বস্ত হেলিকপ্টারের দুটি ছবি শেয়ার করা হয়েছে। এর মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে জঙ্গলের মধ্যে উদ্ধারকর্মীরা কাজ করছেন এবং বিধ্বস্ত একটি পাখায় '১১৩৬' নম্বরটি লেখা।

ছবিগুলো বিশ্বের বিভিন্ন অঞ্চলে ইংরেজি, বাংলা, বার্মিজ, গ্রিক, হিন্দি এবং মালয়সহ অন্যান্য ভাষায় ছড়িয়েছে।

বাংলাদেশে কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনেও (এখানে এখানে) ছবিগুলো ইরানের প্রেসিডেন্টের মৃত্যুর খবরের সাথে প্রকাশ করা হয়েছে।

ইরান সমর্থিত ইসরায়েলের বিরুদ্ধে কথিত 'প্রতিরোধ সংস্থাগুলোর' সদস্যরা এবং দেশটির মিত্ররা প্রেসিডেন্ট রাইসির দুর্ঘটনায় মৃত্যুতে শোক প্রকাশ করেছে।

দুর্ঘটনায় মৃতদের মধ্যে রয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমি আব্দুল্লাহিয়ান, যিনি তার ইসরায়েল ও পশ্চিমা বিরোধী মনোভাবের জন্য পরিচিত ছিলেন।

পুরনো ছবি

গুগলে কীওয়ার্ড সার্চ করে ইরানের বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজান এর ইনস্টাগ্রাম পোস্টে ছবিগুলো পাওয়া গেছে যা ২০২০ সালের ২৩ এপ্রিলে প্রকাশিত (আর্কাইভ এখানে)।

সেই পোস্ট অনুসারে, বিধ্বস্ত যানটির ধ্বংসাবশেষ ইরানের উত্তাঞ্চলের প্রদেশ মাজানদারানে পাওয়া গেছে।

নীচে অসত্য ফেসবুক পোস্টের ছবি (বামে) এবং মিজান এর প্রকাশিত ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
Image

একইরকম আরেকটি ছবি ইরানের অফিসিয়াল বার্তা সংস্থা ইরনা-তে মাজানদারান প্রদেশে খারাপ আবহওয়ার কারণে পুলিশের একটি বিমান দুর্ঘটনায় বিধ্বস্ত হওয়ার খবরের সাথে প্রকাশিত হয়েছে (আর্কাইভ এখানে)।

ইরনার রিপোর্টের ছবিতে একটি বিমানের পাখায় ১১৩৬ নম্বরটি দৃশ্যমান, যা মিজান এর প্রকাশিত ছবি সাথে মিলে যায়।

Image

প্রেসিডেন্ট রাইসির মৃত্যুর খবরের সাথে ছড়ানো দ্বিতীয় ছবিটি মিজান এর ইনস্টাগ্রাম পোস্টে একটি ছবির সাথে হুবহু মিলে।

কিছু ফেসবুক পোস্টে নীল ও সাদা একটি হেলিকপ্টার ঘাষের ওপর পড়ে থাকার ছবি প্রচারিত হয়েছে।

ওই একই ছবি রাইসির মৃত্যুর খবরের সাথে ইউরোনিউজ, ইরানের মেহের নিউজ এজেন্সি এবং আজাদ নিউজ এজেন্সিতেও প্রকাশিত হয়েছে (আর্কাইভ এখানে, এখানে এখানে)।

যদিও ছবিটির সত্যতা তাতক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি, তবে এএফপি কাছাকাছি রকমের একটি ছবি হেলিকপ্টার বিধ্বস্তের জায়গার ছবি হিসেবে প্রকাশ করেছে।

Image

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ