জর্জিয়ার মার্কেটের পুরানো ভিডিওকে দুবাইয়ের বন্যার ঘটনা বলে প্রচার
- প্রকাশিত 30 এপ্রিল 2024, 13:23
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ১৮ এপ্রিল ২০২৪ ফেসবুক পোস্টে শেয়ার করা ফুটেজটির ক্যাপশনে বলা হয়: "দুবাই মার্কেটে শিলা বৃষ্টি। ডুকেছে পানি সাথে মাছ।"
কয়েক হাজার ভিউ হওয়া ভিডিওটিকে দুবাইয়ে ধারণ করা হয়েছে এমন দাবিতে ফেসবুক পোস্টে এখানে ও এখানে শেয়ার করা হয়।
প্রবল বন্যায় সংযুক্ত আরব আমিরাতে চার ব্যক্তি নিহত হয়েছেন। গত ৭৫ বছরের ইতিহাসে সর্বোচ্চ বৃষ্টিপাতে বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয় দেশটি।
তবে সর্বোচ্চ বৃষ্টিপাতের ক্ষয়ক্ষতি কাটিয়ে স্বাভাবিক কর্মকাণ্ডে ফেরার চেষ্টা করছে মরু অঞ্চলের দেশটি।
জর্জিয়ার সুপারমার্কেট
রিভার্স ইমেজ সার্চ এবং কীওয়ার্ড সার্চে একটি প্রতিবেদনের সাথে প্রকাশিত ভিডিওটি পাওয়া যায়, যেখানে বলা হয়েছে যে, ভিডিওটি ২০১৮ সালে জর্জিয়ায় ধারণ করা হয়।
ভিডিওটি ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি জর্জিয়ার রাজধানী তিবিলিসির একটি গ্রোসারি দোকানে ধারণ করা হয়েছে বলে ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল এর একটি প্রতিবেদনে জানানো হয়েছে (আর্কাইভ লিংক)।
যেই ক্রেতা ক্লিপটি ধারণ করেছিলো তাকে উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনটিতে বলা হয়েছে, মাছ রাখা ট্যাঙ্কটি একটি করিডোর মধ্যে ভেঙ্গে যায়।
২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি একটি ইউটিউব চ্যানেলে ফুটেজটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, এটি তিবিলিসির ক্যারেফোর সুপার মার্কেটে ধারণ করা (আর্কাইভ লিংক)।
ভিডিওটি তিবিলিসির ইলিয়া চাভচাভাদজে এ্যাভিনিউতে ক্যারেফোর শাখায় ধারণ করা হয়েছে বলে বোঝা যাচ্ছে।
ভিডিওটির দৃশ্যের সাথে গুগল ম্যাপে পোস্ট করা সুপারশপটিতে তোলা একটি ছবির মিল রয়েছে (আর্কাইভ লিংক এখানে ও এখানে)।
নিচে সামাজিক মাধ্যমে অসত্য দাবিতে পোস্ট করা ভিডিওটি (বামে ও মাঝে) এবং ইলিয়া চাভচাভাদজ এ্যাভিনিউর ক্যারেফোরের ছবির (ডানে) তুলনামুলক স্ক্রিনশট দেয়া হল:
জর্জিয়ান ভাষার সংকেতও ভিডিওটিতে দৃশ্যমান।
সংযুক্ত আরব আমিরাতের বন্যা নিয়ে আরো ফ্যাক্ট চেক প্রতিবেদন পড়ুন এখানে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ