ভিডিওটি ২০১১ সালের জাপানি সুনামির, দুবাইয়ের বন্যার নয়

মধ্য প্রাচ্যের অর্থনৈতিক কেন্দ্র দুবাইয়ে গত ১৬ এপ্রিল ২০২৪ রেকর্ড বৃষ্টিপাতের পর বন্যায় শহরের বিশাল মহাসড়ক তলিয়ে যায়। এতে অন্তত চারজন নিহত হয়েছেন। তবে গাড়ি ভেসে যাওয়ার একটি নাটকীয় ভিডিওকে সামাজিক মাধ্যমে অসত্যভাবে দুবাইয়ের বন্যা পরিস্থিতি বলে দাবি করা হলেও ভিডিওটি দুবাইয়ের সম্প্রতিক বন্যা পরবর্তী বিপর্যয়ের নয়। ফুটেজটি ২০১১ সালে জাপানে আঘাত হানা সুনামি পরবর্তী পরিস্থিতির।

গত ১৯ এপ্রিল ২০২৪ ফেসবুকে শেয়ার করা ভিডিওটির ক্যাপশনে বলা হয়, "দুবাই বন্যা ২০২৪।"

Image

ভিডিওটিতে বিশাল ঢেউয়ের সাথে গাড়ি এবং মালবাহী কন্টেইনার ভেসে যেতে দেখা গেছে।

একই ধরনের ফেসবুক পোস্টে ভিডিওটি এখানে এবং এখানে শেয়ার করা হয়।

সংযুক্ত আরব আমিরাতে প্রবল বন্যায় ফিলিপাইনের তিনজন শ্রমিকসহ অন্তত চারজন নিহত হয়েছেন।

ফিলিপাইনের অভিবাসী শ্রমিক বিভাগ জানায়, দুবাইয়ে বন্যার সময় দুইজন নারী তাদের যানবাহনের মধ্যে অবরুদ্ধ হয়ে এবং অন্যদিকে শারজাহ শহরে সিঙ্কহোলে গাড়ি পড়ে অপর একজনের মৃত্যু হয়েছে।

সাতটি আমিরাত নিয়ে গঠিত তেল সমৃদ্ধ উপসাগরীয় দেশের রাস আল-খাইমাতে ৭০ বছর বয়সী অপর এক ব্যক্তিও তার গাড়িতে ভেসে গেছেন।

তবে অসত্য দাবিযুক্ত পোস্টের ভিডিওটি ২০১১ সালে জাপানের ইওয়াতে উপকূলীয় শহরে আঘাত হানা সুনামির, পূর্ব এশিয়ার দেশটির এ যাবৎকালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ।

জাপানের সুনামি

গুগলে রিভার্স ইমেজ সার্চে জাপানের নিউজ নেটওয়ার্কের ইউটিউব চ্যানেলে ২০২১ সালের ২৫ ফেব্রুয়ারিতে আপলোড করা দেশটির ২০১১ সালের সুনামির একই ভিডিও পাওয়া গেছে (আর্কাইভ লিংক)।

ভিডিওটির ক্যাপশন অনুযায়ী, ভিডিওটিতে ২০১১ সালের ১১ মার্চ ' ইওয়াত উপকূলীয় অঞ্চলের মিয়াকো শহরের উপকূলে বিশাল সুনামির ঢেউয়ের সাথে গাড়ি এবং কন্টেইনার ভেসে যেতে দেখা যায়।"

নিচে অসত্য পোস্টের (বামে) এবং জাপান নিউজ নেটওয়ার্কের ভিডিওটির এক মিনিট ৫৭ সেকেন্ডের দৃশ্যের (ডানে) যেসব বস্তুর মিল রয়েছে তা হাইলাইট করে তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

জাপানের জাতীয় পুলিশ সংস্থার তথ্য মতে, ২০১১ সালে ভূমিকম্প থেকে জাপানে শক্তিশালী এক সুনামি উপচে পড়ে। এতে ১৫,৮৯৯ জন নিহত হয় এবং আরো ২,৫২৭ জন নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তিদের নিহত বলেই ধারণা করা হচ্ছে।

সুনামির ঢেউয়ের তীব্রতা এতটাই শক্তিশালী ছিলো যে, বিভিন্ন স্থানে অনেক ঘরবাড়ি মূলভিত্তি প্রস্তরের উপর বিধ্বস্ত হয়ে যায়। এতে জমকালো অনেক জনবসতি প্রায় সম্পূর্ণ বিবর্ণ ও বিধ্বস্ত হয়ে যায়।

এএফপি ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে দৃশ্যমান সাদা ভবনটির ভৌগলিক অবস্থান জাপানের ইওয়াত উপকূলীয় অঞ্চলের মিয়াকো শহরের রিনকোদোরিতে খুঁজে বের করেছে (আর্কাইভ লিংক)।

"২০১১ জাপান সুনামি আর্কাইভস' নামে একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত অন্য একটি ক্লিপে সুনামির ঢেউ কমে যাওয়ার পর মিয়াকো শহরের একই এলাকা দেখা গেছে (আর্কাইভ লিংক)।

একই ভিডিও এর আগেও সামাজিক মাধ্যমের পোস্টে ২০২৪ সালের নতুন বছরের প্রথম দিনে জাপানের ভূমিকম্পের সাথে অসত্যভাবে সম্পৃক্ত করে ছড়ানো হয়েছে।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ