এডিট করা 'পাখির কোরআন তেলাওয়াত' এর ভিডিও ফেসবুক ব্যবহারকারীদের বোকা বানাচ্ছে
- প্রকাশিত 29 এপ্রিল 2024, 15:43
- আপডেট করা হয়েছে 2 মে 2024, 15:51
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৫মার্চ ফেসবুকে আপলোড করা একটি পোস্টের ক্যাপশনে বলা হয়: "মাশাআল্লাহ, একটি পাখি মধুর কন্ঠে কোরআন পাঠ করে যাচ্ছে। শত শত সাংবাদিক ছবি তোলার জন্য হিড়িক পড়েছে।"
৫৭,০০০ বেশি ভিউ পাওয়া ভিডিওটিতে এক দল ফটোগ্রাফারকে গাছের একটি স্ট্যান্ডের সামনে জড়ো হতে দেখা গেছে এবং গাছের ডালে একটি পাখিকে গাইতে দেখা যায়।
বাংলাদেশ যখন ইসলামের পবিত্র মাস রমজান পালন করেছে, একই ধরনের পোস্টে ভিডিওটি ফেসবুকে এখানে ও এখানে শত শত ভিউ পেয়েছে।
কিছু কিছু ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি এডিটেড বলে মন্তব্য করলেও অনেককে এটিকে বাস্তব বলে বিশ্বাস করতে দেখা গেছে। কেউ কেউ 'আলহামদুলিল্লাহ' এবং 'সুবাহানআল্লাহ' মন্তব্য করছেন।
চীনের পাখি পর্যবেক্ষক
রিভার্স ইমেজ সার্চে ভিডিওটির মূল ভার্সন খুঁজে পাওয়া গেছে। কিন্তু সেখানে পাখির গান গাওয়ার কোনো দৃশ্য দেখা যায় নি।
২০২২ সালের ২১ নভেম্বর চীনের রাষ্ট্র পরিচালিত গণমাধ্যম আইসাংগির ভিডিও শেয়ারিংয়ের একাউন্ট 'বাইলু ভিডিও' থেকে ওয়েবো-তে ফুটজটি প্রথম শেয়ার করা হয় (আর্কাইভ লিংক)।
নিচে এডিটেড ভিডিও (বামে) এবং প্রকৃত ফুটেজটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
বাইলু ভিডিওর তথ্য মতে, চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের রাজধানী চেংদুতে ভিডিওটি ধারণ করা হয়।
চীনা ক্যাপশনের সরল অনুবাদ বলছে, "নভেম্বর ১১, সিচুয়ান, চেংদু। বয়স্ক চাচা এবং চাচীরা পাখির ছবি তোলার জন্য একটি পার্কে জড়ো হয়েছেন।"
ক্যাপশনটির অনুবাদে আরো বলা হয়: "পথচারী মি লি বলেন পাখিদের আকর্ষণ করার জন্য ফটোগ্রাফাররা গাছে একটি স্পিকারও ঝুঁলিয়েছিলো। দুপুর নাগাদ তারা তাদের এই অপেক্ষার ফল পেল। একটা পাখি আসার পর সব চাচা-চাচী চুপচাপ পাখির ছবি তোলার জন্য এক সঙ্গে ঘুরে গেল।"
ভিডিওটিতে বুকের নিচে হলুদ ও লাল রংয়ের একটি পাখির ক্যাপশনসহ দুটি ছবি দেখা যায়, যেখানে বলা হয়েছে যে, ওই পার্কে এই জাতের পাখির ছবি তোলা হয়েছে।
টিকটকের চীনা ওয়েবসাইট দোয়িন-এ অধিকতর কীওয়ার্ড সার্চে ২০২২ সালের ১৭ নভেম্বর আপলোড করা একই ধরনের ভিডিও পাওয়া যায়, যেখানে ওই পাখিটিকে ফায়ার-ব্রেস্টেড ফ্লাওয়ারপেকার পাখি হিসেবে পরিচয় দেয়া হয়েছে (আর্কাইভ লিংক এখানে ও এখানে)।
চীনা ক্যাপশনের অনুবাদ আরেও বলা হয়, দৃশ্যটি চেংদুর হুয়ানহুয়াক্সি পার্কে ধারণ করা হয়েছে।
ভিডিওটির সাথে গুগল ম্যাপের একটি ছবির তুলনা করে এএফপি নিশ্চিত হয়েছে যে, ভিডিওটি হুয়ানহুয়াক্সি পার্কে ধারণ করা হয়েছে।
সামাজিক মাধ্যমের পোস্টের ভিডিওটির সাথে পার্কের ইউটিউব ভিডিওটির এখানে ও এখানে দৃশ্যের মিল পাওয়া যায়।
দোয়িন-এ 'ফায়ার-ব্রেস্টেড ফ্লাওয়ারপিকার' এবং 'হুয়ানহুয়াক্সি পার্ক' লিখে কিওয়ার্ড সার্চে ২০২২ সালের নভেম্বরের একটি ভিডিও পাওয়া যায়, যেখানে পাখিটিকে এক পলক দেখার জন্য লোকজনকে জড়ো হতে দেখা যায় (আর্কাইভ লিংক)।
একটি ভিডিওতে পার্কের পাখিটির একটি দৃশ্য দেখা যায় (আর্কাইভ লিংক)৷
নিচে স্ক্রিনশটে দোয়িন এর অন্যান্য ভিডিওতে হুয়ানহুয়াক্সি পার্কে পাখি পর্যবেক্ষক এবং ফায়ার-ব্রেস্টেড ফ্লাওয়ারপিকার দেখা যাচ্ছে:
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ