নারীর হিন্দু বন্দনা গাওয়ার ভিডিও ক্লিপকে অসত্য দাবি সহকারে ফেসবুকে প্রচার

শাহবাজ শরীফ মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর বাংলাদেশ ও প্রতিবেশি হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করে অসত্যভাবে দাবি করা হয়েছে যে, ওই অনুষ্ঠানে একজন নারী হিন্দু বন্দনা গেয়েছেন। কিন্তু পোস্টের ভিডিওটি ইতোপূর্বে ২০১৭ সালের মার্চ মাসে পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে একটি উৎসব উদযাপনের খবরের সাথে প্রকাশিত হয়েছিল। ভিডিও ক্লিপটিতে দৃশ্যমান ওই শিল্পী এএফপিকে জানিয়েছেন, তিনি ২০২৪ সালের মার্চ মাসে শাহবাজ শরীফের শপথ অনুষ্ঠানে যোগ দেননি।

শাহবাজ শরীফের শপথ অনুষ্ঠানের কিছু দিন পর ১৫ মার্চ, ২০২৪ বাংলাদেশের একজন ফেসবুক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করেন।

পোস্টটির ক্যাপশনে বলা হয়: "পাকিস্তানের চেয়েও বাংলাদেশ যেখানে পিছিয়ে। পাকিস্তানে একটি অনুষ্ঠানে গায়ত্রী মন্ত্র জপ।"

ক্যাপশনের বাকি অংশে ইংরেজিতে বলা হয়: "শ্রীমতি নারোদা মালিনি মুখে গায়ত্রী মহা মন্ত্র পাঠের মাধ্যমে শুরু হয়েছে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান। পাকিস্তান এখন অনুষ্ঠানিকভাবে তাদের মূল ধর্মের গুরুত্বের স্বীকৃতি দিয়েছে এবং এটা এখন সব ধরনের অনুষ্ঠানে পাঠ করা হয়।"

Image

ভিডিওটি ৮,৭০০ বারের বেশি দেখা হয়েছে এবং ৯৭০ বারের বেশি লাইক রিয়েকশন পেয়েছে।

ভোট কারচুপির অভিযোগে বিতর্কিত একটি নির্বাচনের পর গত ৪ মার্চ প্রধানমন্ত্রী হিসেব শপথ নেন শাহবাজ শরীফ। কারাগারে বন্দী প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের অনুগত প্রার্থীদের ঠেকাতে তার সেনা সমর্থিত পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ চিরপ্রতিদ্বন্দ্বী এবং বেশ কয়েকটি ছোট দলের সাথে জোট করেন।

ইমরান খানের প্রার্থীরা পার্লামেন্টে অন্য যেকোনো দলের চেয়ে বেশি আসনে জয় লাভ করেন। তবে এটি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার চেয়ে তাদের মোট আসন অনেক ঘাটতি ছিলো।

ভিডিওটিতে অবশ্য বর্তমান প্রধানমন্ত্রীর পরিবর্তে তার বড় ভাই সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে দেখা গেছে।

ভিডিওটিসহ একই ধরনের পোস্ট ফেসবুকে অন্যত্র এখানে  শেয়ার করা হয়েছে।

একই দাবিতে ভিডিওটি ভারতে ফেসবুকে এখানে এখানে এবং এক্স'-এ এখানে এখানে শেয়ার করা হয়।

পাকিস্তানের স্থানীয় দুনিয়া নিউজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচার হওয়া শরীফের শপথ অনুষ্ঠান রিভিউ করে হিন্দু বন্দনা পরিবেশনের কোনো দৃশ্য দেখা যায়নি (আর্কাইভ লিংক)।

হোলি উৎসব

এদিকে গুগলে রিভার্স ইমেজ ও কিওয়ার্ড সার্চে দেখা যায় ভিডিওটি পুরনো।

২০১৭ সালের ২১ মার্চ বিবিসি নিউজ হিন্দি এর প্রকটি প্রতিবেদনে ভিডিওটির কয়েকটি অংশ প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয় ক্লিপটিতে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সামনে গায়িকা নরোধা মালনিকে গায়ত্রী মন্ত্র পরিবেশন করতে দেখা গেছে (আর্কাইভ লিংক)।

ঘটনাটি পাকিস্তানের করাচি শহরে হোলি উদযাপনের বলে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয় (আর্কাইভ লিংক)।

নিচে অসত্যভাবে অনলাইনে ছড়ানো ক্লিপ (বামে) এবং বিবিসি নিউজ হিন্দি'র প্রতিবেদনের (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

ইন্ডিয়া নিউজ ন্যাশনাল এবং এবিপি লাইভসহ ভারতের কয়েকটি গণমাধ্যমের ওয়েবসাইটে মালনির পরিবেশনা নিয়ে প্রতিবেদন এবং অনুষ্ঠানের একই ধরনের কিছু ক্লিপ প্রকাশ করেছে (আর্কাইভ লিংক এখানে এখানে)।

যোগাযোগ করা হলে ওই গায়িকা এএফপিকে বলেন, "ইসলামাবাদে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সম্প্রতি শপথ অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করিনি।"

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ