বাংলাদেশি ধর্মীয় সংগঠনের নামে ভুয়া নোটিশ তৈরি করে অসত্য দাবি সহকারে প্রচার

বহু ফেসবুক পোস্টে একটি বানোয়াট বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে দাবি করা হয়েছে, বাংলাদেশের একটি ইসলামী সংগঠন হিন্দু মেয়েদেরকে ইসলামে ধর্মান্তরিত করার জন্য তাদের সদস্যদের নগদ অর্থ প্রদানের বিজ্ঞাপন দিয়েছে।

এএফপি ওই বিজ্ঞপ্তির বার্তাটিতে বেশ কিছু অসঙ্গতি খুঁজে পেয়েছে যা থেকে বোঝা যায় যে, এটি ভিন্ন একটি নোটিশকে বিকৃত করে তৈরি করা হয়েছে। একই সঙ্গে ধর্মান্তরিত করার জন্য নগদ টাকা দেয়ার দাবিটি অস্বীকার করেছে ওই ইসলামী সংগঠনটি।

গত ৪ এপ্রিল অরাজনৈতিক ইসলামী সংগঠন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস এর কথিত বার্তাটি ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "আমাদের সনাতনী বোনেরা নিজেদের রেট দেখে যান।"

পোস্টটিতে শেয়ার করা কথিত নোটিশে বলা হয়েছে, "বিশেষ বিজ্ঞপ্তি: প্রাপক, সভাপতি/সেক্রেটারী ----------জেলা/মহানগর জমঈয়তে আহলে হাদিস। আপনারা যারা দাওয়াতী কাজে অংশগ্রহণ করছেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের উপর আল্লাহতালার রহমত বর্ষিত হোক। আমাদের দলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী সকল শিবিরদের জন্য নতুন পুরষ্কার ধার্য করা হয়েছে। তা নিম্নরুপ:।"

কথিত ওই নোটিশে আরো বলা হয়েছে: "ব্রাহ্মণ মেয়ে:৩০০,০০০টাকা, ভারতীয় বাঙালী মেয়ে: ২০০,০০০টাকা, নমশুদ্র: ৫০,০০০টাকা এবং পুরো পরিবার: ৫০০,০০০টাকা।"

Image

নোটিশটিতে ব্যবহৃত লোগো, প্যাড এবং স্টাম্প দেখে মনে হতে পারে এটি জমঈয়তে আহলে হাদিসের অফিসিয়াল নোটিশ।

একই দাবিতে নোটিশের ছবিটি ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়েছে।

বাংলাদেশের পাশাপাশি নোটিশটি হিন্দি ক্যাপশনে প্রতিবেশি হিন্দু অধ্যুষিত ভারতে 'এক্স-এ এখানে এবং ফেসবুকে এখানে শেয়ার করা হয়।

বিকৃত নোটিশ

অসত্য দাবিতে শেয়ার করা পোস্টের নোটিশটির উপরের বাম কোনায় ইসলামিক গ্রুপ "বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস'র সম্পূর্ণ নাম দেখা যায়।

এর নিচে নোটিশের যে অংশে বাংলা ও আরবি ভাষা ব্যবহার করে ধর্মান্তরিত করার জন্য নগদ পুরস্কারের বিষয়টি উল্লেখ রয়েছে সেটি এএফপি নীল রঙে হাইলাইট করে দিয়েছে।

Image

অসত্য পোস্টের জবাবে গত ৪ এপ্রিল ইসলামী সংগঠনটি তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি বার্তা প্রকাশ করেছে ।

পোস্টটির একটি অংশে বলা হয়েছে: "আমরা জানতে পেরেছি যে, একটি জাল নোটিশ অসত্য দাবিতে সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়েছে।"

এতে আরও বলা হয়, "বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস উক্ত মিথ্যা, ভিত্তিহীন, ষড়যন্ত্রমুলক ও ভুয়া বিজ্ঞপ্তির তীব্র প্রতিবাদ করছে এবং যে বা যারা উক্ত ভুয়া বিজ্ঞপ্তি তৈরি এবং প্রচার প্রসার করে মানুষকে বিভ্রান্ত করছে তাদের সবাইকে আইনের আওতায় আনার জন্য দেশের আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান জানাচ্ছে।"

মূল বিজ্ঞপ্তিটি ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি সংস্থাটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল (আর্কাইভ লিংক)।

নিচে অসত্য পোস্টের নোটিশের সাথে (বামে) সংস্থাটির ওয়েবসাইটে মূল বিজ্ঞপ্তিটির (ডানে) যেসব সদৃশ্য রয়েছে তা হাইলাইট করে তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

এএফপি মূল নোটিশের সাথে জাল নোটিশটির তুলনামূলক বিশ্লেষণ করে দেখেছে, দুটি নোটিশেই অভিন্ন রেফারেন্স নম্বর, তারিখ, অফিসিয়াল স্টাম্প এবং লেটারহেড রয়েছে।

কিন্তু মূল নোটিশে ধর্মান্তরিত করার জন্য অর্থ পুরস্কারের কোনো কথা নেই।

মূল নথিটি ডিজিটালি পরিবর্তন করে অসত্য দাবিতে অনলাইনে শেয়ার করা হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন আহলে হাদিসের একজন মূখপাত্র।

তিনি বলেন, "২০২২ সালে আমাদের প্রতিটি স্থানীয় কমিটিকে কোরআন হাদিস শেখার বিষয়ে সেশন আয়োজনের জন্য জারি করা একটি নোটিশকে ডিজিটালি পরিবর্তন করে অনলাইনে শেয়ার করা হয়েছে৷ কিন্তু মূল নোটিশের কোথাও হিন্দুদের ধর্মান্তরিত করা অথবা অর্থ প্রদানের কোনো উল্লেখ নেই।"

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ