প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত স্মারক নোটকে বিভ্রান্তিকর দাবিতে প্রচার

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত একটি স্মারক নোট ফেসবুকে বারবার শেয়ার করে দাবি করা হয়েছে এটি একটি সত্যিকার ব্যাংক নোট। যদিও বাস্তবে স্মারক নোটটি বিনিময়যোগ্য নয়। দক্ষিণ এশিয়ার দেশটিতে প্রচলিত ব্যাংক নোটে কখনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী ছবি যুক্ত ছিল না।

গত ২৩ সেপ্টেম্বর ফেসবুকে এখানে ছবিটি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে, "নতুন ৫০ টাকার নোট। কেমন?"

Image

নোটটির এক পাশে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং অন্যপাশে ঢাকা মেট্রো ট্রেনের একটি ছবি রয়েছে।

নোটের গায়ে বড় অক্ষরে ইংরেজি এবং বাংলায় লেখা রয়েছে "বাংলাদেশ ব্যাংক: পঞ্চাশ টাকা"। আর অপেক্ষাকৃত ছোট অক্ষরে লেখা রয়েছে, "স্মারক নোট", যদিও কিছু ফেসবুক পোস্টে শেয়ার করা ছবিতে এই অংশটুকু পাঠযোগ্য নয়।

১৯৭১ সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে দক্ষিণ এশিয়ার দেশটিতে কখনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর ছবি ব্যাংক নোটে ছাপা হয়নি।

এখন পর্যন্ত শুধুমাত্র শেখ হাসিনার পিতা এবং স্বাধীনতার নায়ক শেখ মুজিবুর রহমানের ছবি বিভিন্ন ব্যাংক নোটে ছাপা হয়েছে।

গত জানুয়ারি মাসে বিরোধী দলগুলোর বর্জনের মুখে বিতর্কিত এক নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ দুই তৃতীয়াংশ সংসদীয় আসনে বিজয়ী হয়ে হাসিনা পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন।

অনেক ফেসবুক ব্যবহারকারীর মন্তব্য থেকে প্রতীয়মান হয় যে, তারা নোটটিকে প্রকৃত ব্যাংক নোট হিসেবে বিশ্বাস করেছেন।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "নোট তো ভালো কিন্তু পিকটা দেওয়া উচিত হয় নাই"।

আরেকজনের মন্তব্য, "যদি অন্য সরকার উঠে তাহলে নোট বাতিল হয়ে যাবে।"

একই ছবি চলতি বছরের মার্চ মাস পর্যন্ত বিভিন্নজন এখানে এবং এখানে শেয়ার করেছেন।

তবে প্রকৃতপক্ষে এটি সত্যিকারের ব্যাংক নোট নয়, বরং একটি স্মারক নোট যা বিনিময়যোগ্য নয়।

মেট্রো রেল উদ্বোধন

গুগলে রিভার্স ইমেজ সার্চ করে একই ছবি ডেইলি স্টার পত্রিকার "মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে ৫০ টাকার স্মারক নোট" শীর্ষক একটি প্রতিবেদনে পাওয়া গেছে যা ২০২২ সালের ২৭ ডিসেম্বর প্রকাশিত হয়েছে (আর্কাইভ এখানে)।

এই প্রতিবেদন মতে, বাংলাদেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক ৫০ টাকার একটি স্মারক নোট প্রকাশ করে।

নীচে ফেসবুক পোস্টে ছড়ানো ছবি (বামে) এবং ডেইলি স্টার এর প্রকাশিত ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

বাংলাদেশ ব্যাংক-- যেটি দেশটির কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক-- বিভিন্ন ঐতিহাসিক উপলক্ষ্যে স্মারক নোট প্রকাশ করে থাকে।


শেখ হাসিনার ছবি সম্বলিত স্মারক নোটটি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এখানে রয়েছে (আর্কাইভ লিংক):

Image

কেন্দ্রীয় ব্যাংক সর্বশেষ ২০১৯ সালের ১৫ ডিসেম্বর ৫০ টাকারা ব্যাংক নোট ছাপিয়েছে যাতে শেখ মুজিবের ছবি রয়েছে (আর্কাইভ লিংক)। নীচে সেটির ছবি দেখুন:

Image

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ