তরুণ আলেমের দুর্ঘটনার পুরনো ছবিকে 'পাকিস্তানি ইসলামিক স্কলার তারিক জামিলের' ছবি হিসেবে প্রচার
- প্রকাশিত 17 এপ্রিল 2024, 15:19
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২০ মার্চ ২০২৪, ফেসবুকে প্রকাশিত একটি পোস্টের ক্যাপশনে বলা হয়: "ইন্না লিল্লাহ..পাকিস্তানের অন্যতম জনপ্রিয় লেখক ও বক্তা মাওলানা তারিক জামিল সাহেব সড়ক দুর্ঘটনায় আহত। দোয়া করি আল্লাহ তা'আলা প্রিয় কোরআনের দায়ীকে দ্রুত সুস্থতা দান করুন।"
দুই শতাধিক রিয়েকশন পাওয়া পোস্টটিতে দুটি ছবি শেয়ার করা হয়েছে।
প্রথম ছবিটি পাকিস্তানের অন্যতম প্রধান ধর্মীয় বক্তা মাওলানা তারিক জামিলের (৭১), নিজ দেশের পাশাপাশি প্রতিবেশী বাংলাদেশ এবং ভারতে যার বিশাল সংখ্যক অনুসারী রয়েছেন (আর্কাইভ লিংক)। তার ধর্মীয় বক্তব্য পাকিস্তানি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হয়। এছাড়া তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছেন।
দ্বিতীয় ছবিটিতে রক্তে ভেজা সাদা পোশাকে দাড়িওয়ালা একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে।
একই ধরনের পোস্ট ফেসবুকে অন্যত্র এখানে, এখানে, এখানে এবং এখানে শেয়ার করা হয়, যেগুলো সর্বমোট চারশ'র বেশি রিয়েকশন পেয়েছে।
একই দাবিতে আহত ব্যক্তির ছবিটি উর্দু ভাষায় ফেসবুকে এবং 'এক্স'-এ শেয়ার করা হয়েছে।
এসব পোস্টের মন্তব্য পর্যবেক্ষণে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদেরকে দাবিটি বিশ্বাস করতে দেখা যায়। অনেকে সত্তরোর্ধ ইসলামিক বক্তার দ্রুত আরোগ্য কামনা করেছেন।
পুরাতন ছবি
গুগলে রিভার্স ইমেজ সার্চে একই ছবিটি পাওয়া যায়, যা ২০১৯ সালের ৩০ মে পাকিস্তানি মুসলিম আলেম মাওলানা আজাদ জামিলের ফেসবুক পেইজে আপলোড করা হয়েছিলো (আর্কাইভ লিংক এখানে ও এখানে)।
পোস্টটির ক্যাপশনে বলা হয়েছে: "বিশিষ্ট তরুণ আলেম মাওলানা আজাদ জামিল সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে মাওলানা গুরুতর আহত হন।"
ফেসবুক পোস্টে আজাদ জামিল চিকিৎসা নিচ্ছেন এমন আরো দুটি ছবি আপলোড করা হয়েছে।
তারেক জামিলের সাথে সম্পৃক্ত না হলেও পাকিস্তানের টেলিভিশনে ধর্মীয় উপদেশমূলক বক্তব্যের জন্য সুপরিচিত আজাদ জামিল (আর্কাইভ লিংক এখানে ও এখানে)।
গত ২৬ মার্চ ২০২৪, ২৮ বছর বয়সী এই আলেম এএফপিকে জানান যে, ছবির ব্যক্তিটি তিনি ছাড়া আর কেউ নয়।
নিচে অসত্য দাবির পোস্টের ছবি (বামে) এবং আজাদ জামিলের ফেসবুক পেইজের আসল ছবি(ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
এদিকে গত ২১ মার্চ ২০২৪, প্রবীণ ধর্মীয় বক্তা তারেক জামিল তার ফেসবুক পেইজে অসত্য দাবিটি খণ্ডন করে একটি বিবৃতি প্রকাশ করেন (আর্কাইভ এখানে)।
বিবৃতিতে বলা হয়: "আলহামদুলিল্লাহ! মাওলানা সাহেব সুস্থ্য আছেন। তবে সামাজিক মাধ্যমে যে সংবাদ ছড়াচ্ছে তা অসত্য।"
একই দিন ফেসবুকে সম্প্রচারিত একটি ভিডিওতে তার ছেলে মাওলানা ইউসূফ জামিল জানান, তার 'বাবা সম্পূর্ণ সুস্থ্য' (আর্কাইভ লিংক)।
সামাজিক মাধ্যমে প্রচারিত দাবির নিন্দা জানিয়ে তিনি বলেন "এটি পুরোপুরি ভুল, ভিত্তিহীন এবং অসত্য"।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ