এটি ১৯ শতাব্দীর ভারতীয় এক নারী শাসকের ছবি, সম্রাট শাহজাহানের স্ত্রীর নয়

উনিশ শতাব্দীর ভারতীয় এক শাসকের একটি ছবি সামাজিক মাধ্যমে বারবার শেয়ার করে অসত্যভাবে সেটিকে ১৬২৮ থেকে ১৬৫৮ সাল পর্যন্ত শাসন করা মুঘল সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের ছবি বলে দাবি করা হয়েছে। প্রকৃতপক্ষে, ছবিটি নবাব শাহ জাহান বেগম নামে ভুপালের এক নারী শাসকের, যিনি মধ্য-ভুপালের তৎকালীন ইসলামী রাজত্বের অধিপতি ছিলেন। এএফপি ছবিটি যুক্তরাজ্যের রয়াল কালেকশন ট্রাস্টের আর্কাইেভ খুঁজে পেয়েছে।

গত ২০ ফেব্রুয়ারি ফেসবুকে এখানে রাজকীয় পোশাক পরিহিত একজন নারীর ছবি আপলোড করে ক্যাপশনে বলা হয়, "শাহজাহান এর মমতাজ। উনার জন্যই শাহজাহান তাজমহল বানিয়েছিলো।"

Image

মমতাজ মহল উপাধিতে ভূষিত আরজুমান্দ বানু বেগম ১৬১২ সালে মোঘল সম্রাট শাহজাহানের তৃতীয় স্ত্রী হিসেবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তবে ১৬৩১ সালে প্রসবোত্তর অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান (আর্কাইভ লিংক)।

তার স্মরণে সম্রাট শাহজাহান ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে যমুনা নদীর তীরে ১৬৩২ সালে একটি সমাধি কমপ্লেক্স হিসেবে তাজ মহল নির্মাণ কাজ শুরু করেন।

তাজ মহলের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে, মমতাজ মহলকে কার্যত এই সমাধিতেই শায়িত করা হয়। ১৬৬৬ সালে মৃত্যুর পর সম্রাট শাহজাহানকেও সেখানেই সমাহিত করা হয় (আর্কাইভ লিংক)।

ছবিটি একই ধরনের অসত্য দাবিতে ফেসবুকে এখানে এখানে; এবং সামাজিক মাধ্যম 'এক্স' এ এখানে শেয়ার করা হয়েছে।

প্রতিবেশী দেশ ভারতেও অনুরুপ অসত্য দাবিতে ছবিটি হিন্দি-ভাষার পোস্টে ফেসবুকে এখানে এবং এখানে শেয়ার করা হয়েছে।

ভারতীয় নেতা

গুগলে রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ছবিটি যুক্তরাজ্যের রয়াল কালেকশন ট্রাস্ট প্রকাশ করেছিলো (আর্কাইভ লিংক)।

ক্যাপশনে বলা হয়েছে, ছবিটি মধ্য ভারতের ভুপালের তৎকালীন ইসলামী রাজত্বের শাসক সুলতান শাহজাহান বেগমের (১৮৩৮-১৯০১)।

রানী ভিক্টোরিয়ার বড় ছেলে প্রিন্স অব অয়েলসের ভারতীয় উপমহাদেশ ভ্রমণকালে ১৮৭৫-৭৬ সালের দিকে ছবিটি তোলা হয়। রাজকীয় ওই সফরে প্রিন্স অব অয়েলস আধুনিককালের ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেপাল ভ্রমণ করেন।

রয়াল কালেকশন ট্রাস্টের ওয়েবসাইট অনুযায়ী, "ভারতীয় শাসক ও ব্রিটিশ ক্রাউনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক জোরদার করা" ছিল ওই সফরের উদ্দেশ্য।

নিচে অসত্য দাবিতে ছড়ানো পোস্টের (বামে) এবং ট্রাস্টের ওয়েবসাইটের প্রতিকৃতিটির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

ভারতীয় শাসকের একই ছবিটি দেশটির গণমাধ্যম প্রতিষ্ঠানে এখানে এখানে প্রকাশিত হয়। এছাড়া যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান আলামিও ছবিটি প্রকাশ করে (আর্কাইভ লিংক এখানে, এখানে এখানে)।

শাহজাহান বেগম ১৮৬৮ থেকে ১৯০১ সময়কালের মধ্যে ভুপাল শাসন করেন। এর আগে তিনি ১৮৪৪ থেকে ১৮৬০ পর্যন্ত তার মায়ের সাথে রাজশাসনের প্রতিনিধি হিসেবে রাজ্য প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন (আর্কাইভ লিংক)।

ভুপাল ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে, তিনি এশিয়ার অন্যতম বৃহৎ তাজ-উল-মাসজিদ নির্মাণের সূচনা করেন।

ভুপালের সাইফিয়া কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক আশার কিদওয়াই এএফপিকে জানিয়েছনে যে, ছবিটি শাহজাহান বেগমের।

তিনি বলেন, "মুঘল শাসক শাহজাহানের মতো শাহ জাহান বেগমও অবকাঠামোর অনেক অনুরাগী ছিলেন। তিনি ভুপালে অনেক ঐতিহাসিক ভবন নির্মাণ করেছেন, যেগুলো এখনো বিদ্যমান।"

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ