গাঁজা চাষের জমিতে পুলিশি অভিযানের পুরানো ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ার
- প্রকাশিত 13 ফেব্রুয়ারি 2024, 15:32
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: Eyamin SAJID, এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
চলতি বছরের ২০ জানুয়ারি ফেসবুকে এখানে পোস্ট করা বিকৃত একটি ছবির ক্যাপশনে বলা হয়: "কৃষিতে বিপ্লব ঘটিয়েছে সোনার ছেলেরা। বঙ্গবন্ধু গাঞ্জা খামার।" আপলোড করার পর থেকে ছবিটি ১২০ বারের বেশি শেয়ার হয়েছে।
ছবিটিতে একটি বাগানে তিনজন লোক দাড়াঁনো অবস্থায় একটি সাইনবোর্ডের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়, যেখানে লেখা ছিলো: "এখানে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের সকল নেতা কর্মীদের জন্য বৈধ গাজা চাষ করা হয়।"
এছাড়া ছবিটির ওপর বাংলা লেখা রয়েছে, "সফল খামারি, গাঁন্জা খাবার।"
রাজনৈতিক বিরোধীরা বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদেরকে তিরস্কারমূলক সম্বোধন হিসেবে 'সোনার ছেলে' বলে অভিহিত করে থাকেন।
আর 'বঙ্গবন্ধু' শব্দটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা এবং বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের প্রতি অনুরাগ ও ভালবাসার অংশ হিসেবে ব্যবহার করা হয়। শেখ হাসিনা গত ৭ জানুয়ারি পঞ্চম বারের মতো দেশটির নেতৃত্ব দেয়ার জন্য নির্বাচিত হন (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এখানে, এখানে এবং এখানে বলা হয় যে, ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়ের আসাবিক হলে বাংলাদেশে নিষিদ্ধ গাঁজা উৎপাদন ও বিক্রির অভিযোগে আওয়ামী লীগে অঙ্গসংগঠনের বেশ কয়েকজন নেতা ও সদস্যকে গ্রেপ্তার হয়েছেন (আর্কাইভ লিংক এখানে, এখানে, এখানে এবং এখানে)।
এই ধরনের একটি ঘটনায় ছাত্রলীগের দুই নেতাকে তাদের পদ থেকে বহিষ্কার করা হয় (আর্কাইভ লিংক)।
একই দাবিতে বিকৃত ছবিটি ফেসবুকে অন্যত্র এখানে এবং এখানে শেয়ার করা হয়।
কিছু ফেসবুক ব্যবহারকারী ছবিটিকে বিকৃত বলে চিহ্নিত করলেও, অনেককে আবার ছবিটিকে বাস্তব মনে করে মন্তব্য করতে দেখা যায়।
একজন মন্তব্য করেন, "সে (বঙ্গবন্ধু) যে স্বপ্ন দেখেছে, সোনার ছেলেরা সেটা বাস্তবায়ন করছে।"
আরেকজন বলেন, "চালিয়ে যাও বাচ্ছারা।"
২০২০ সালের পুলিশ অভিযান
গুগলে রিভার্স ইমেজ সার্চে ২০২০ সালের ৩০ জুলাই বাংলা বাণিজ্যিক পত্রিকা বণিক বার্তার প্রকাশিত একটি প্রতিবেদনে সাইনবোর্ড ছাড়া ছবিটি খুঁজে পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
প্রতিবেদনটিতে বলা হয়, "মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে একটি বাগানে ২০০ শতাধিক গাঁজা গাছ ধ্বংস করেছে পুলিশ।"
এতে আরো বলা হয়, "মটমুড়া গ্রামের কাশেমের ছেলে দুলাল তার বসত বাড়ি সংলগ্ন এক বিঘা জমিতে গাঁজা চাষ করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গাংনী থানা পুলিশের একটি টিম রাত থেকে ওই বাড়ি বাগান ঘিরে রাখে। টের পেয়ে বাগান মালিক দুলাল পালিয়ে যায়।"
নিচে বিকৃত ছবিটার (বামে) এবং বণিক বার্তার (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
বণিক বার্তার ইউটিউব চ্যানেলে গাঁজা বাগানে পুলিশের অভিযানের একটি ভিডিও প্রকাশ করে, ভিডিও ফুটেজেও কোন সাইনবোর্ড দেখা যায়নি (আর্কাইভ লিংক)।
মেহেরপুরের গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী এএফপিকে জানান যে, ২০২০ সালের অভিযানে মটমুড়া গ্রামের বাগানটিতে প্রায় ২০০ গাঁজা গাছ কেটে ধ্বাংস করা হয়।
গত ১৩ ফেব্রুয়ারি তিনি জানান, এ বিষয়ে একটি মামলা হলেও মামলার নথিতে 'বঙ্গবন্ধু গাঁজা খামার" নামে কোনো তথ্য পাওয়া যায়নি।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ