ধর্মীয় শোভাযাত্রার পুরনো ভিডিওকে অযোধ্যার বিতর্কিত মন্দিরের উদ্দেশ্যে নেপালীদের তীর্থযাত্রা বলে প্রচার

জাফরান রঙের পোশাক পরিহিত লোকজনের বিশাল একটি সমাবেশের ভিডিওকে ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় গত ২২ জানুয়ারি উদ্বোধন হওয়া বিতর্কিত রাম মন্দিরের জন্য নেপাল থেকে ভক্তরা উপহার নিয়ে যাচ্ছেন বলে সামাজিক মাধ্যমে বিভ্রান্তিকর দাবিতে প্রচার করা হয়েছে। ভিডিওটি কয়েক হাজারবার দেখা হয়েছে। তবে মন্দিরটি উদ্বোধনের আগে নেপাল থেকে কিছু হিন্দু ধর্মানুসারী ভারতে গেলেও, প্রকৃতপক্ষ্যে ভিডিওটি ২০২৩ সালের জুলাইয়ে একজন হিন্দু ধর্মযাজকের অনুষ্ঠানে গমনকারী তার অনুসারীদের।

গত ১৫ জানুয়ারি ভিডিওটি পোস্ট করে সেটিকে রাম মন্দির উদ্বোধনের আগে নেপালী ভক্তদের শোভাযাত্রা বলে দাবি করা হয়।

ফেসবুকের এখানে শেয়ার করা পোস্টির ক্যাপশনে বলা হয়: "তাই শুধু ভারত নয় নেপালও রাম মন্দিরের জন্য পূর্ণ জোশে।"

Image

বিভ্রান্তিকর পোস্টের সাথে সংযুক্ত ভিডিওটি ১০,০০০ বারের বেশি দেখা হয়েছে, যেখানে একটি বিশাল মিছিলে হলুদ এবং জাফরান পোশাক পরিহিত লোকজনকে ভক্তিমূলক গান গাইতে দেখা যায়।  মিছিলে নারীদেরকে মাথায় কলস নিয়ে হাঁটতে দেখা যায়।

২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে বিভ্রান্তিকর দাবিটি ছড়াতে শুরু করে। মন্দিরটি উদ্বোধন উপলক্ষে একটি অনুষ্ঠানে বক্তব্যকালে ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যে, এটি ভারতের জন্য একটি "নতুন যুগের" সূচনা করেছে৷

তবে মন্দিরটি এমন একটি জায়গায় নির্মাণ করা হয়েছে যেখানে কয়েক শতাব্দী ধরে ঐতিহাসিক বাবরি মসজিদ দৃশ্যমান ছিল। ১৯৯২ সালে মোদির দল সমর্থিত হিন্দু উগ্রবাদীরা মসজিদটি ভেঙ্গে ফেলে। ওই ঘটনায় সারা দেশে ব্যাপক দাঙ্গা ছড়িয়ে পড়ে ২,০০০ মানুষ নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম।

একই দাবিতে ভিডিওটি ফেসবুকে অন্যত্র এখানে এবং এখানে শেয়ার করা হয়েছে৷

তবে দাবিটি বিভ্রান্তিকর। উদ্বোধনের আগে নেপাল থেকে কিছু ভক্ত রাম মন্দিরে গেলেও, সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি প্রকৃতপক্ষ্যে একজন হিন্দু ধর্মযাজকের অনুসারীদের যারা ৯ জুলাই, ২০২৩ সালে উত্তর প্রদেশ রাজ্যের গ্রেটার নয়ডা শহরে একটি অনুষ্ঠানে সমাবেশ করছেন।

২০২৩ সালের অপ্রাসঙ্গিক ভিডিও

প্রাসঙ্গিক কীওয়ার্ড দিয়ে গুগলে রিভার্স ইমেজ করে গত ৯ জুলাই ২০২৩ সালে হিন্দু ধর্মযাজক ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা একই ভিডিও পাওয়া গেছে (আর্কাইভ এখানে)।

ভিডিওটির হিন্দি ভাষার শিরোনামে বলা হয়: "জৈতপুর গ্রেটার নয়ডা মিছিল এবং কালাশ যাত্রা।"

শাস্ত্রী একজন হিন্দু জাতীয়তাবাদী ধর্মযাজক এবং ভারতের কেন্দ্রীয় রাজ্য মধ্যপ্রদেশে অবস্থিত বাগেশ্বর ধাম মন্দিরের প্রধান পুরোহিত (আর্কাইভ এখানে)।

একই মিছিলের একাধিক স্ক্রিনশট ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এখানে, এখানে এবং এখানে প্রকাশিত হয়েছিল (আর্কাইভ এখানে, এখানে এবং এখানে)।

সংবাদ প্রতিবেদন অনুসারে, ১০ থেকে ১৬ জুলাই পর্যন্ত রাজ্যের একটি গ্রামে শাস্ত্রীর হিন্দু ধর্মীয় শাস্ত্র আবৃত্তির অনুষ্ঠান "ভাগবত কথা" উপলক্ষ্যে ৯ জুলাই ২০২৩ তিন কিলোমিটার দীর্ঘ একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।

নীচে বিভ্রান্তিকর দাবিতে শেয়ার করা পোস্টের ফুটেজ(বামে) এবং হিন্দু ধর্মযাজকের ইউটিউব চ্যানেলে (ডানে) আপলোড করা ভিডিওর একটি তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

এদিকে ভারতীয় বার্তা সংস্থা এএনআই ২১ জানুয়ারি জানিয়েছে, উদ্বোধনের আগে নেপালের ভক্তরা রাম মন্দিরে গেছেন (আর্কাইভ লিংক)।

নেপাল থেকে মন্দিরে আসা একজন ভক্ত এএনআই-কে বলেন যে মন্দিরটি দেখতে পেয়ে তিনি "অত্যন্ত খুশি"।

মন্দিরটি পরিদর্শন নিয়ে অন্যান্য গণমাধ্যমের প্রতিবেদন পড়ুন এখানে এবং এখানে (আর্কাইভ এখানে এবং এখানে)।

অযোধ্যায় রাম মন্দির নির্মাণ ঘিরে বিভ্রান্তিকর তথ্য খণ্ডন করে বার বার এএফপির প্রকাশিত প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ