বাংলাদেশের ক্ষমতাসীন দল নির্বাচনের আগে বানোয়াট সংবাদ প্রতিবেদন ছড়াচ্ছে

বাংলাদেশ যখন আসন্ন সাধারণ নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর ব্যাপকভাবে ধরপাকড় চালাচ্ছে তখন ক্ষমতাসীন আওয়ামী লীগের সদস্যরা তাদের বিরোধী রাজনৈতিক দলকে 'পাকিস্তানপন্থী' হিসেবে চিত্রিত করতে একটি বানোয়াট সংবাদ প্রতিবেদন প্রচার করছেন। ১৯৭১ সালে রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করা বাংলাদেশে 'পাকিস্তানপন্থী' পরিচয়টি রাজনৈতিকভাবে অত্যন্ত নিন্দাসূচক। প্রচারিত বানোয়াট সংবাদ প্রতিবেদনটি ১৯৭৮ ৫ সেপ্টেম্বর তারিখে পাকিস্তানের ডন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল বলে দাবি করা হয়েছে। যদিও পত্রিকাটির আর্কাইভ ঘেঁটে দেখা যায়, ওইদিন ডন-এ এমন কোন প্রতিবেদন প্রকাশিত হয়নি। ডন-এর নিউজ এডিটর এএফপিকে বলেছেন, প্রচারিত রিপোর্টটির আকার-আকৃতি পত্রিকাটির ওই সময়ের ডিজাইনের সাথে মিলে না।

আওয়ামী লীগের অঙ্গসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম গত ১ সেপ্টেম্বর বানোয়াট প্রতিবেদনটির একটি ছবি ফেসবুকে এখানে পোস্ট করেন।

ছবি দেখতে পাকিস্তানের ডন পত্রিকার ১৯৭৮ সালের ৫ সেপ্টেম্বরের প্রচ্ছদ পৃষ্ঠার মতো যেখানে একটি প্রতিবেদনের মাঝখানে জিয়াউর রহমানের ছবি যুক্ত রয়েছে।

জিয়া ১৯৭৭ থেকে ৮১ সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন এবং তখন তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন যেটি বর্তমানে দেশটির প্রধান বিরোধী দল।

ফেসবুকে পোস্ট করা ছবিতে ইংরেজিতে "পাকিস্তান যুগে ফেরা" শীর্ষক একটি প্রতিবেদন দেখা যাচ্ছে।

বাংলাদেশ-- যেটি আগে পূর্ব পাকিস্তান নামে পরিচিত ছিল-- ১৯৭১ সালের পাকিস্তান থেকে ভয়াবহ রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে স্বাধীনতা লাভ করে। বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয় ওই যুদ্ধে ৩০ লাখের মতো মানুষের প্রাণহানি ঘটেছে এবং এর থেকে অনেক বেশি মানুষ গৃহহীন হয়েছেন।

নাজমুল তার ফেসবুক পোস্টে লিখেছেন, "১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর খুনি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছেন। (তার দলের) আদর্শ ছিল বাংলাদেশকে ভাতৃপ্রতীম দেশ পাকিস্তানের কাছে ফিরিয়ে নেয়া। ডন পত্রিকা, পাকিস্তান, ৫ সেপ্টেম্বর ১৯৭৮, মঙ্গলবার।"

Image

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা-- যিনি আওয়ামী লীগেরও প্রধান-- দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, তার বাবা এবং দেশটির প্রতিষ্ঠাকালীন নেতা শেখ মুজিবুর রহমানকে হত্যার পেছনে জিয়াউর রহমানের হাত রয়েছে। মুজিবর রহমান ১৯৭৫ সালে দেশকে স্বাধীন করার ৪ বছর পর এক সামরিক অভ্যুত্থানে নিহত হন।

বানোয়াট সংবাদ প্রতিবেদনের ছবিটি আওয়ামী লীগের সমর্থকরা বিভিন্ন ফেসবুক পোস্টে শেয়ার করেছেন এবং অক্টোবর মাসে একটি সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান জনতার উদ্দেশে দেখিয়েছেন (আর্কাইভ লিংক)।

বিএনপি আগামী ৭ জানুয়ারির নির্বাচন বয়কটের আহ্বান জানিয়েছে যেটিতে ৭৬ বছর বয়সী হাসিনা পঞ্চমবারের মতো বিজয়ী হওয়ার ব্যাপারে অনেকটা নিশ্চিত। বিএনপি মনে করে, তার (হাসিনা) অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় (আর্কাইভ লিংক)।

গত অক্টোবরে রাজপথে গণপ্রতিবাদের সময় সহিংসতায় অন্তত ১১ জনের মৃত্যুর পর সরকার কয়েক হাজার বিরোধী নেতাকর্মীকে সহিংসতার অভিযোগে গ্রেফতার করে বলে সরকারি সূত্রের তথ্যে জানা গেছে।

ভৌতিক প্রতিবেদন

এএফপির কাছে ডন কর্তৃক সরবরাহকৃত পত্রিকাটির পুরনো সংখ্যা বিশ্লেষণ করে দেখা যায়, সামাজিক মাধ্যমে ছড়ানো 'রিটার্ন টু দ্যা পাক ইরা' বা "পাকিস্তান যুগে ফেরা" শিরোনামে কোনো প্রতিবেদন ১৯৭৮ সালে ৫ সেপ্টেম্বরের পত্রিকার প্রচ্ছদে ছাপানো হয়নি।

ওই দিনের ২৪ পৃষ্ঠার সংবাদপত্রের কোন পৃষ্ঠায় এমন কোনো শিরোনাম বা প্রতিবেদনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।

Image
( Qadaruddin SHISHIR)

ডন পত্রিকার সম্পাদক হাসান বেলাল জায়েদী জানান, ফেসবুকে শেয়ার করা প্রতিবেদনের ছবিটি বানোয়াট।

গত ২৫ অক্টোবর তিনি এএফপিকে বলেন, "সেই সময়ে ডনের স্টাইলের সাথে সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটির শিরোনাম বা টাইপফেস/ফন্ট কোন কিছুরই মিল নেই।"

অন্যদিকে, বানোয়াট প্রতিবেদনে জিয়াউর রহমানের ছবিতে পাকিস্তানি পতাকা ডিজিটাল পদ্ধতি বসানো হয়েছে বলে প্রতীয়মান হয়েছে।

চ্যানেল আই অনলাইনরোর মিডিয়ার প্রতিবেদনে এবং জিয়াউর রহমানের আত্মজীবনীতে ব্যবহৃত ছবির একটি ভার্সনের ব্যাকগ্রাউন্ডে একটি ডোরাকাটা দাগ দেখা যায়, যেখানে পাকিস্তানের অর্ধচন্দ্রাকার পতাকার কোন অস্তিত্ব নেই (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।

Image

২০১৬ সালে বাংলাদেশি সাংবাদিক মাহফুজ উল্লাহর লেখা "প্রেসিডেন্ট জিয়া অব বাংলাদেশ: অ্যা পলিটিকাল বায়োগ্রাফি" বইয়েও ছবিটি ব্যবহার করা হয়েছে। ছবিটির ক্যাপশনে বলা হয়: "১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠনের ঘোষণা দিচ্ছেন। তার ডানে মশিউর রহমান জাদু মিয়া।"

এএফপির হাতে কাছে পৌছঁনো বাংলাদেশি সংবাদপত্র দৈনিক ইত্তেফাকের ১৯৭৮ সালের ২ সেপ্টেম্বরের পত্রিকা অনুযায়ী, দল হিসেবে বিএনপি গঠনের ঘোষণা দিতে ১ লা সেপ্টেম্বর একটি সংবাদ সম্মেলন করেন জিয়াউর রহমান।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ