প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লক্ষ্য করে 'ভুয়া ভুয়া' স্লোগানের ভিডিওটি বিকৃত
- প্রকাশিত 17 ডিসেম্বর 2023, 13:40
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ৬ নভেম্বর ফেসবুকে এখানে আপলোড করা ভিডিওটি ৯৪,০০০ বারের বেশি দেখা হয়, যার শিরোনামে লেখা হয়: "মদিনায় শেখ হাসিনাকে দেখে জনতার ভুয়া শ্লোগান।"
ফুটেজে বাংলাদেশি প্রধানমন্ত্রীকে একটি হোটেলের লবিতে নিরাপত্তা কর্মী ও তার সফরসঙ্গী বেষ্ঠিত অবস্থায় দেখা যায়। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে জনতার মুখে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে শোনা যায়।
নবী মুহাম্মদের সমাধিশহর হিসেবে পরিচিত সৌদি আরবের মদিনায় শেখ হাসিনার সাম্প্রতিক একটি সফরকে কেন্দ্র করে ভিডিওটি ছড়ানো হয় (আর্কাইভ লিংক)।
এদিকে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে হাজার হাজার মানুষ শেখ হাসিনার পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবিতে বিক্ষোভ করছে।
গত নভেম্বরে এক প্রতিবেদনে হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, অক্টোবরে সরকার বিরোধী বিক্ষোভ তীব্র হওয়ার পর থেকে অন্তত ১০,০০০ বিরোধী নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে।
তবে সরকার বলছে, তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর।
বিকৃত ভিডিওটি একই দাবিতে ফেসবুকে এখানে এবং এখানে শেয়ার করা হয়।
বিকৃত ভিডিও
গুগল রিভাস ইমেজ সার্চে বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪ এর ইউটিউবে পোস্ট করা অনুরূপ একটি ভিডিও পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
ফেসবুকে ছড়ানো ভিডিওর দৃশ্যের অনুরূপ দৃশ্য ক্লিপটিতে দেখা যায়, যদিও ভিডিওটি ভিন্ন এঙ্গেল থেকে ধারাণ করা হয়েছে।
ভিডিওটির শিরোনামে লেখা হয়: "প্রধানমন্ত্রী সৌদি আরব মদিনা হিলটন হোটেলে পৌঁছেছেন।"
তবে ফেসবুকে ছড়ানো বিকৃত ভিডিওর মতো চ্যানেল ২৪'র ভিডিওতে কোনো ধরণের বিষোধগারপূর্ণ স্লোগান শোনা যায়নি।
নিচে হলুদ রংয়ে হাইলাইটসহ অসত্য দাবিতে ছড়ানো পোস্টের (বামে) এবং চ্যানেল ২৪'র ভিডিও(ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
ফেসবুকে কীওয়ার্ড সার্চে হাওলাদার আবুল কালাম নামে একজন ব্যবহারকারীর গত ৫ নভেম্বর আপলোড করা ৩ মিনিট ৩৫ সেকেন্ডের একটি ভিডিও খুঁজে পাওয়া যায় (আর্কাইভ লিংক)।
কালামের পোস্টের ১মিনিট ৮ সেকেন্ডর দৃশ্যের সাথে বিভ্রান্তিকর দাবিতে ছড়ানোর পোস্টের সাথে মিল রয়েছে।
নিচে বিভ্রান্তিরক দাবিতে ছড়ানো পোস্টের (বামে) এবং হাওলাদার আবুল কালামের ফেসবুকে শেয়ার করা ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
চ্যানেল ২৪ এবং হাওলাদার আবুল কালামের ভিডিওতে একটি কণ্ঠ শুনতে পাওয়া যায়, যেখানে বলা হয়: "নেত্রী, আমরা আপনার সাথে কথা বলতে চাই, আমরা আপনার সাথে সাক্ষাৎ করতে চাই।"
দুটি ভিডিওর কোনোটিতেই বিষোধগারমূলক আওয়াজ শোনা যায়নি।
অডিওর সূত্র
যে ভিডিও থেকে বিষোধগারপূর্ণ শব্দগুলো নেয়া হয়েছে, এএফপি সেই ভিডিওটি খুঁজে পেয়েছে, যা বার্সেলোনা ভিত্তিক বাংলাদেশি সাংবাদিক নূরুল ওয়াহিদ গত ২৬ জুলাই তার ফেসবুকে পোস্ট করে (আর্কাইভ এখানে)।
ভিডিওর পোস্টে বলা হয়: "হাসান ইকবালের ভিডিও ফাঁস!! ইতালী আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে প্রধানমন্ত্রীর আনুষ্ঠানে বর্তমান সাধারণ সম্পাদক আলমগীর ভুয়া ভুয়া বলে হট্রগোলের অপচেষ্টা।"
২০০৯ সাল থেকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বিভিন্ন দেশে আওয়ামী লীগের দলীয় শাখা রয়েছে যার নেতৃত্বে রয়েছেন অভিবাসী বাংলাদেশিরা।
গত জুলাইয়ে ইতালিতে হাসিনার সফর কাভার করেছেন বাংলাদেশি বেসরকারি টেলিভিশন সময় টিভি'র এ্যাসোসিয়েট স্পেশাল করেসপন্ডেন্ট দেবাশীষ রায়। তিনি এএফপিকে জানান, অনুষ্ঠানে একজন আওয়ামী লীগ নেতা এমন স্লোগান দিয়েছিলো।
"ঘটনাটি ছিলো ইতালি শাখা আওয়ামী লীগের দু'গ্রুপের মধ্যে। একগ্রুপ অন্য গ্রুপকে লক্ষ্য করে স্লোগানটি দিয়েছেন," বলেন, দেবাশীষ।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ