উসমানীয় সুলতানের বর্মকে অসত্যভাবে নবী মুহাম্মদের 'যুদ্ধের পোশাক' বলে প্রচার

প্রদর্শনীতে রাখা একটি বর্মকে ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা নবী মুহাম্মদের 'যুদ্ধের পোশাক' হিসেবে অসত্য দাবি সহকারে একটি ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে। তবে তুরস্কের 'ডিরেক্টরেট অব ন্যাশনাল প্যালেসেস' জানিয়েছে যে, ভিডিওতে দৃশ্যমান অলঙ্কারখচিত বর্মটি উসমানীয় সম্রাজ্যের তৃতীয় সুলতান মুস্তফার। পোশাকটি ইস্তাম্বুলের তোপকাপি প্যালেসের ইম্পেরিয়াল ট্রেজারিতে একটি প্রদর্শনীর অংশ।

গত ১২ নভেম্বর ফেসবুকে এখানে শেয়ার করা একটি ভিডিও পোস্টে বলা হয়: "মাশা-আল্লাহ কত সুন্দর আমাদের প্রিয় নবীজির যুদ্ধের পোশাক"।

অলঙ্কারখচিত একটি পূর্ণাঙ্গ বর্মের ভিডিওটি ১,৯০০ বারের বেশি দেখা হয়েছে।

ফেসবুক ব্যবহারকারীদেরকে ভিডিওটি সক্রিয়ভাবে শেয়ার করতে উদ্বুদ্ধ করে এর ক্যাপশনে আরো লেখা হয়েছে: "নাচা-নাচির ভিডিও হলে ঠিকই ভাইরাল হতো।"

Image

একই দাবিতে ভিডিওটি ফেসবুকে এখানে, এখানে এবং এখানে শেয়ার করা হয়।

নবী মুহাম্মদ হচ্ছেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। ঐতিহাসিক উপাত্ত অনুযায়ী, তিনি ৫৭০ খ্রিষ্টাব্দে বর্তমান সৌদি আরবে অবস্থিত পবিত্র নগরী মক্কায় জন্মগ্রহণ করেন (আর্কাইভ এখানে)।

নবী মুহাম্মদের ব্যবহৃত বিভিন্ন বস্তু ও জিনিসপত্র তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের তোপকাপি প্যালেসে সংরক্ষিত আছে (আর্কাইভ লিংক)।

কিন্তু সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওটি অসত্য। প্রকৃতপক্ষে ভিডিওতে দেখানো যুদ্ধের বর্মটি উসমানীয় সম্রাজ্যের তৃতীয় সুলতান মুস্তফার, যিনি ১৭৫৭-৭৪ সাল পর্যন্ত সাম্রাজ্য শাসন করেন। পোশাকটি তুরস্কের ইস্তাম্বুলে তোপকাপি প্যালেসের অস্ত্র ও অস্ত্রাগার সংগ্রহ বিভাগে প্রদর্শিত হচ্ছে।

সুলতান মুস্তফার বর্ম

গুগল রিভার্স ইমেজ সার্চে ২০২২ সালের ১০ মে আপলোড করা একটি দীর্ঘতর ভিডিও খুঁজে পাওয়া যায়। এর শিরোনামে বলা হয়েছে: "তুরস্কের ইস্তাম্বুলে তোপকাপি প্রাসাদ জাদুঘরে ওসমানীয় অস্ত্র এবং বর্ম সংগ্রহ (আর্কাইভ এখানে)।

নিচে বিভ্রান্তিকর দাবিতে ছড়ানো পোস্টের (বামে) এবং ইউটিউবে আপলোড করা ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

প্রদর্শিত বর্মের ব্যাকগ্রাউন্ড বিবরণীতে ইংরেজিতে লেখা রয়েছে: "১- মুস্তফা তৃতীয় এর বর্ম, উসমানীয়, ১৮তম শতাব্দীর দ্বিতীয়ার্ধ।"

Image

কীওয়ার্ড ব্যবহার করে অধিকতর অনুসন্ধানে স্টক ফটো এজেন্সি আলমির ওয়েবসাইটে একই রকম ছবি পাওয়া যায়।

আলামির ছবির ক্যাপশনে বলা হয়েছে: "তৃতীয় সুলতান মোস্তফার বর্ম, যেটি লোহার তৈরি কোটের উপর সোনা দিয়ে সজ্জিত এবং অলঙ্কারখচিত(১৮ম শতাব্দি)। বর্মটি তুরস্কের ইস্তাম্বুলে তোপকাপি প্রাসাদের ইম্পেরিয়াল ট্রেজারিতে প্রদর্শন করা হয়েছে(আর্কাইভ লিংক)।"

তুরস্কের ঐতিহাসিক স্থাপনা রক্ষাণাবেক্ষণের দায়িত্বে থাকা ডিরেক্টরেট অব ন্যাশনাল প্যালেসেস এএফপিকে নিশ্চিত করেছে, ভিডিওতে দৃশ্যমান বর্মটি তোপকাপি জাদুঘরের সংগ্রহের অংশ (আর্কাইভ লিংক)।

গত ১ ডিসেম্বর একটি ইমেইলের উত্তরে ডিরেক্টরেট অব ন্যাশনাল প্যালেসেস বলেছে: "আপনি যে ছবিটি সম্পর্কে জানতে চেয়েছেন, সেটি তোপকাপি প্যালেসের অস্ত্র এবং বর্ম সংগ্রহশালায় তৃতীয় সুলতান মুস্তফার সেরিমোনিয়াল কস্টিউম।"

তোপকাপি প্যালেসটি ১৪৬০ থাকে ১৪৭৮ সালের মাঝামাঝি সময়কালে সুলতান মেহমুদ ইস্তাম্বুলে প্রতিষ্ঠা করেন। ১৯২৪ সালের এপ্রিলে প্যালেসটিকে জাদুঘরে রূপ দেয়া হয় (আর্কাইভ লিংক)।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ