
বাংলাদেশের বিরোধী দলীয় নেতার ছবি বিকৃত করে প্রচার
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 30 নভেম্বর 2023, 17:03
- 3 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৮ অক্টোবর ফেসবুকে এখানে আপলোড করা একটি পোস্টের ছবিতে বিকৃতভাবে দাবি করা হয় যে, খালেদা জিয়া আন্দোলন করাকে নেতিবাচক হিসেবে তুলে ধরে ব্লাকবোর্ডে লিখছেন।
বিকৃত ছবিটিতে দেখা যায়, খালেদা একটি বাচ্চা ছেলেকে পাশে নিয়ে ব্লাকবোর্ডে বাংলা বর্ণমালার 'আ' এবং 'ক' বর্ণ দুটি এবং এই বর্ণ দিয়ে শুরু হওয়া দুটি শব্দ লিখছেন।
তিনি লিখেছেন, "আ'-তে আন্দোলন" "ক'-তে কচু হবে"
পোস্টের ক্যাপশনে বলা হয়েছে, "তারিখ টা ২৮ তারিখ-ই ছিলো। আ-তে আন্দোলন, ক-তে কচু হবে। আজকে এটাই হবে।"

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবিতে গত ২৮ অক্টোবর রাজধানী ঢাকায় খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র লক্ষাধিক নেতাকর্মীসহ এবং অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীরা বিশাল বিক্ষোভ সমাবেশ করে।
সমাবেশটি পুলিশ ছত্রভঙ্গ করার সময় কয়েক ঘণ্টাব্যাপী সহিংসতা চলে এবং এক পুলিশ সদস্য এবং একজন বিক্ষোভকারী নিহত এবং কয়েক ডজন নেতাকর্মী আহত হন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে বিএনপির চেয়ারপার্সন এবং শেখ হাসিনার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।
২০১৮ সালে দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াকে কারাবন্ধী করা হয়েছিলো। যদিও তার সমর্থকদের দাবি তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলার শিকার (আর্কাইভ লিংক)। স্বাস্থ্যের অবনতি হলে দুই বছর পর তাকে কারামুক্ত করা হয়।
ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে এটা বোঝানো হয়েছে যে, একজন প্রাক্তন প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়া মনে করেন আন্দোলন করা নিরর্থক; যেমনটি গত ১৫ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনার বিরুদ্ধেও হচ্ছে।
বিএনপি এবং অন্যান্য বিরোধী দলের চলমান আন্দোলনকে হেয় করা বিকৃত ছবিটি একই ধরনের ক্যাপশনসহ ফেসবুকে এখানে, এখানে এবং এখানে শেয়ার করা হয়েছে।
তবে প্রকৃত ছবিটি ৩০ বছর আগে তোলা হয়, যেখানে ব্ল্যাকবোর্ড ভিন্ন লেখা দেখা যায়।
"শিক্ষার্থীকে উৎসাহিত করছেন খালেদা জিয়া"
গুগলে রিভার্স ইমেজ সার্চে অনুরুপ একটি ছবি পাওয়া যায়, যা ২০১৭ সালে খালেদা জিয়ার এক্স (সাবেক টুইটার) একাউন্টে থেকে আপলোড করা হয় (আর্কাইভ লিংক)।
ছবিটিতে দেখা যায় যে, বোর্ডে বাংলা স্বরবর্ণের মধ্য থেকে 'আ', 'ঋ', 'ই' এবং 'ঈ' লেখা রয়েছে। যেখানে 'আন্দোলন' এবং 'কচু হবে' এমন কোনো লেখা নেই।

এএফপি ছবিটির বিষয়ে জানতে ঐতিহাসিক বই এবং বিভিন্ন লাইব্রেরিতে সংরক্ষিত সংবাদপত্রের পুরনো সংখ্যার আর্কাইভ খুঁজে দেখেছে।
১৯৯৩ সালের ২৯ নভেম্বর একই রকম এক ছবি অন্তত চারটি জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল। পত্রিকাগুলো হচ্ছে--দৈনিক ইনকিলাব, দৈনিক বাংলা, ভোরের কাগজ এবং দৈনিক সংবাদ।

ছবিতে খালেদা জিয়াকে একই পোশাকে একই ছোট বাচ্চার সাথে ব্ল্যাকবোর্ডে তাকিয়ে লিখতে দেখা যাচ্ছে।
দৈনিক ইনকিলাবের ছাপানো ছবির ক্যাপশনে লেখা হয়েছে: "প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গতকাল সেন্টমার্টিন দ্বীপের একটি বহতল ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে স্থাপিত একটি স্কুলে ব্ল্যাক বোর্ডে লিখে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় উৎসাহিত করেন।"
পত্রিকার ছাপানো ছবিটিতেও বাংলা স্বরবর্ণ 'অ', 'আ', 'ই' এবং 'ঈ' এবং 'ঋ' লেখা ব্লাকবোর্ড দেখা যায়। এখানেও 'আন্দোলন' কিংবা 'কচু হবে' এমন কোনো শব্দের উল্লেখ নেই।
নিচে সামাজিক মাধ্যমে ছড়ানো বিকৃত ছবি (বামে) এবং ১৯৯৩ সালে দৈনিক ইনকিলাবে ছাপানো ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

মূল ছবির সাথে বিকৃত ছবির যেসব বিষয়ের মিল রয়েছে এএফপি সেগুলোকে লাল ও নীল রং দিয়ে এবং আর যে বিষয়গুলো বিকৃত করা হয়েছে তা হলুদ রং দিয়ে হাইলাইট করেছে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ