
ম্যানহোলের এই ছবিকে ২০২৩ সালে ঢাকার জলাবদ্ধতার সাথে অসত্যভাবে সম্পৃক্ত করা হয়েছে
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 14 নভেম্বর 2023, 12:09
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৩ সেপ্টেম্বর ফেসবুকে এখানে আপলোড করা একটি পোস্টে ছবিটি শেয়ার করে রম্যাকারে ক্যাপশনে লেখা হয়েছে: "ঢাকার জলাবদ্ধতার জন্য যেন শুধু ঢাকার মেয়রই দায়ী! আমরা কেউ দায়ী নই।"
"এরকম যারা মনে করেন তাদের কাছে জানতে চাই এই বোতল গুলো কারা ফেলেছে? দুই মেয়র নাকি আমার আপনার মত অসংখ্য অসচেতন মানুষ?"

দুই মেয়র কর্তৃক পরিচালিত বাংলাদেশের রাজধানী ঢাকা পৃথিবীর সবচেয়ে দূষিত শহর হিসেবে বিভিন্ন সময়ে তালিকাভুক্ত হয়েছে; যেখানে পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় জলাবদ্ধতা শহরটির নাগরিকদের জন্য একটি নিয়মিত ভোগান্তির বিষয় (আর্কাইভ লিংক এখানে ও এখানে)।
বাংলাদেশি সংবাদপত্র ডেইলি স্টারের প্রতিবদন অনুযায়ী, বিদ্যুতের তার ছিঁড়ে পড়া মিরপুরের এক জলাবদ্ধ রাস্তা দিয়ে যাতায়াতের সময় গত সেপ্টম্বর মাসে সাত বছরের এক মেয়ে শিশুসহ চারজন নিহত হয় (আর্কাইভ লিংক)।
ফেসবুকে ছড়ানো ওই ছবিতে রাস্তার মাঝে চারপাশে প্লাস্টিকের বোতল এবং আবর্জনাসহ একটি ম্যানহোলে দেখা যাচ্ছে।
একই ধরনের দাবিতে ছবিটি ফেসবুকে এখানে এবং এখানে শেয়ার করা হয়, যাতে দাবি করা হয়েছে এটি ঢাকার একটি রাস্তার ছবি।
ভারতের বন্যার ছবি
গুগল রিভার্স ইমেজ সার্চে ২০১৯ সালে ভারতে ভয়াবহ বন্যা সম্পর্কিত একটি প্রতিবেদনে ছবিটি পাওয়া যায়।
৯ অক্টোবর ২০১৯ সালে ভারতের সংবাদমাধ্যম 'দ্যা ওয়্যার' -এ প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্ষাকালীন বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ বিহারের পাটনায় ৫৫ জন নিহত হয়েছেন (আর্কাইভ লিংক)।
নিচে বিভ্রান্তিকর দাবিতে ছড়ানো ফেসবুক পোস্টের ছবি (বামে) এবং 'দ্যা ওয়্যার' -এ প্রতিবেদনে প্রকাশিত ছবির তুলনামূলক স্ক্রিনশট দেয়া হলো:

'দ্যা ওয়্যার' এর প্রতিবেদন যিনি এই ছবিটি তুলেছেন সেই ফটোগ্রাফারের নাম দেওয়া হয়নি।
তবে 'দ্যা ওয়্যার' -এর প্রতিবেদনে কোট করা ফ্রিল্যান্স সাংবাদিক সত্যম কুমার ঝা এএফপিকে জানিয়েছেন, প্রতিবেদনে ব্যবহার করা অন্যান্য ছবিসহ এই ছবিটিও তিনিই তুলেছেন।
তিনি বলেন, "৩ অক্টোবর, ২০১৯ তারিখে পাটনার রাজেন্দ্র নগরে আমি এই ছবিটি ক্লিক করেছি।"
"আমি সেদিন শহরের চারপাশে ঘুরে বন্যার দৃশ্যে শুটিং করছিলাম।"
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ