এটি ভিডিও গেইমের ক্লিপ, হামাস-ইসরায়েল সংঘাতের দৃশ্য নয়

হামাস কর্তৃক ইসরায়েলের উপর নজিরবিহীন আক্রমণ এবং গাজা উপত্যকায় ইসরায়েলের পাল্টা হামলার প্রেক্ষিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অসত্যভাবে দাবি করা হচ্ছে এটি মিলিট্যান্ট গ্রুপটি দ্বারা প্রতিপক্ষের হেলিকপ্টার ভূপাতিত করা দৃশ্য। কিন্তু প্রকৃতপক্ষে ফুটেজটি একটি ওয়ার সিমুলেশন ভিডিও গেইমের ক্লিপ।

গত ৮ অক্টোবর ফেসবুকে এখানে ভিডিও ক্লিপটি আপলোড করে ক্যাপশনে লেখা হয়েছে, "গাজায় ইসরায়েলের যুদ্ধ হেলিকপ্টার ভূপাতিত করেছে হামাস যোদ্ধারা।"

ভিডিওটিতে আপাতদৃষ্টিতে উর্দিপরা একজন সৈনিককে একটি উড়ন্ত হেলিকপ্টার লক্ষ্য করে ক্ষেপনাস্ত্র ছুঁড়তে এবং এক পর্যায়ে সেটিকে ভূপাতিত করতে দেখা যাচ্ছে। ভিডিওটি ইতোমধ্যে ১,৩০০ বারের বেশি দেখা হয়েছে।

Image
অসত্য ফেসবুক পোস্টের স্ক্রিনশট

গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে মিলিট্যান্ট গ্রুপ হামাস কর্তৃক আকস্মিকভাবে স্বরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা শুরুর পর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ায়। হামাসের হামলার একদিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মিলিট্যান্ট গ্রুপটির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন (আর্কাইভ লিংক)।

চলমান এই সংঘাতে ১৪ অক্টোবর পর্যন্ত ইসরায়েল এবং গাজায় অন্তত ৩,৫০০ মানুষের প্রাণহানির ঘটনা ঘটে। সংঘাত শুরুর পর ফিলিস্তিন ভূখণ্ডে বিদ্যুৎ, খাবার এবং পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ (আর্কাইভ লিংক)।

একই ভিডিও ফুটেজ অনুরুপ অসত্য দাবি সহকারে ফেসবুকে এখানে এবং এখানে শেয়ার করা হয়েছে।

এসব পোস্টে যারা মন্তব্য করেছেন তাদের অনেকই ফুটেজটিকে বাস্তব দৃশ্য বলে বিশ্বাস করে হামাসের প্রশংসা করেছেন।

একজন মন্তব্য করেছেন, "আর কোন চুপ থাকার সময় নেই, এবার জেগে উঠুক"।

তবে ভিডিও ক্লিপটি ইসরায়েল-হামাসের মধ্যে চলমান সংঘাতের সাথে সম্পর্কিত বাস্তব কোন দৃশ্যের নয়। বরং যুদ্ধ শুরুর কয়েক মাস আগে একটি ইউটিউব চ্যানেলে ভিডিওটি প্রকাশ করা হয় যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এটি 'আরমা ৩' নামে একটি সিমুলেশন ভিডিও গেইম।

ভিডিও সিমুলেশন

ভিডিওটির কী-ফ্রেম নিয়ে ভেরিফিকেশন ট্যুল InVID-WeVerify এর সাহায্যে অনুসন্ধান করে এএফপি'র ফ্যাক্ট চেক টিম দেখতে পায় যে, ফুটেজটি ২০২৩ সালের শুরু থেকেই অনলাইনে ছিল।

'আরআইএম স্ট্যুডিও' নামে একটি ইউটিউব চ্যানেল গত ২৩ ফেব্রুয়ারি ভিডিওটি প্রকাশ করেছিল (আর্কাইভ লিংক)। ভিডিও ক্যাপশনে ব্যাখ্যা দিয়ে বলা হয় যে এটি একটি 'মিলিটারি সিমুলেশন' এবং এটি 'বাস্তব' নয়।

নীচে অসত্য ফেসবুক পোস্টে ব্যবহৃত ভিডিও (বামে) এবং ২৩ ফেব্রুয়ারি প্রকাশিত 'আরআইএম স্ট্যুডিও' ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image
অসত্য পোস্ট এবং ইউটিউবে আপলোড করা গেইমের ভিডিওর তুলনামূলক চিত্র

আমেরিকা ভিত্তিক চ্যানেলটির ভিডিওর বিবরণে উল্লেখ করা হয়েছে 'এটি বোহেমিয়া ইন্টারঅ্যাকটিভ এ. এস -এর কনটেন্ট ব্যবহার করে তৈরি!' ওই চ্যানেলে একই ধরনের আরো কিছু ক্লিপ প্রকাশ করা হয়েছে এখানে এবং এখানে (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।

ভিডিওগুলোর সোর্স হিসেবে প্রাগ ভিত্তিক বোহেমিয়া ইন্টারঅ্যাকটিভ নামের একটি কোম্পানির তৈরি "আরমা" ভিডিও গেইম সিরিজের নাম উল্লেখ করা হয়েছে (আর্কাইভ লিংক)।

এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলে গেইমের ডিজাইনার ইভান বুচার যে লোকেশনকে চিন্তা করে গেইমের দৃশ্যটি তৈরি করা হয়েছে সেটি দেখান (আর্কাইভ লিংক)।

Image
যে লোকেশনটি গেইমে ব্যবহৃত হয়েছে

সাধারণত বৈশ্বয়িক বিভিন্ন সংঘাতের সাথে যুক্ত করে এই ভিডিও গেইমের দৃশ্যগুলো বিভিন্ন সময়ে বিভ্রান্তিকর দাবি সহকারে ছড়িয়েছে। সম্প্রতিক ইসরায়েল-হামাস যুদ্ধসহ এর আগে এএফপি ফ্যাক্ট চেক এ সংক্রান্ত দাবি খণ্ডন করেছে এখানে, এখানে এবং এখানে

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ