ভিডিও গেইমের ক্লিপকে হামাস কর্তৃক হেলিকপ্টার ভূপাতিতের ঘটনা বলে প্রচার
- প্রকাশিত 12 অক্টোবর 2023, 16:53
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ৮ অক্টোবর ফেসবকুে এখানে ভিডিওটি শেয়ার করে ক্যাপশন দেয়া হয়েছে, "হামাস যুদ্ধারা গাজার আকাশে ইসরাইলের ৪টি এ্যাটাক হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে!"
৭০০ বারের বেশি ভিউ হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুটি হেলকপ্টারকে গুলি করে ভূপাতিত করার আগে সেগুলো কাছাকাছি দূরত্বে উড়ছে।
গত ৭ অক্টোবর গাজা উপত্যকা থেকে ইসরায়েলে মিলিট্যান্ট গ্রুপ হামাসের আকস্মিক স্বরণকালের সবচেয়ে ভয়াবহ হামলা শুরুর পর ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়ায়। হামাসের হামলার একদিন পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মিলিট্যান্ট গ্রুপটিকে ধ্বংস করতে বিরতিহীন অভিযানের হুশিয়ারি দিয়ে যুদ্ধ ঘোষণা করেন। চলমান এই সংঘাতে উভয়পক্ষে বৃহস্পতিবার পর্যন্ত ২৬০০ এর বেশি প্রাণহানি ঘটেছে।
একই ভিডিও ফুটেজ অনুরুপ দাবিতে ফেসবুকের এখানে এবং এখানে শেয়ার করা হয়েছে।
এসব পোস্টে যারা মন্তব্য করেছেন তাদের অনেকই ফুটেজটিকে বাস্তব দৃশ্য বলে বিশ্বাস করেছেন বলে প্রতীয়মান হয়েছে।
এক ব্যক্তি মন্তব্য করেছেন, "নির্যাতিতরা একদিন রুখে দাঁড়াবে। হামাস প্রমান করে দিলো।" আরও অনেকের মন্তব্য "আলহামদুলিল্লাহ"।
তবে প্রকৃতপক্ষে ভিডিও ক্লিপটি ইসরায়েল-হামাস চলমান সংঘাত শুরুর কয়েক দিন আগেই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় যেখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এটি 'আরমা ৩' নামে একটি সিমুলেশন ভিডিও গেইম।
আরমা ৩ গেইম
গুগলে রিভার্স ইমেজ এবং কীওয়ার্ড সার্চ করে এএফপি অসত্য দাবিতে ছড়ানো ভিডিওর সাথে মিল রয়েছে এমন একাধিক ভিডিও খুঁজে পেয়েছে। ভিডিওগুলোর সোর্স হিসেবে প্রাগ ভিত্তিক বোহেমিয়া ইন্টারঅ্যাকটিভ নামের একটি কোম্পানির তৈরি "আরমা" ভিডিও গেইম সিরিজের নাম উল্লেখ করা হয়েছে (আর্কাইভ লিংক)।
এর মধ্যে ফেসবুকে ছড়ানো ভিডিওটির সাথে হুবহু মিলে যাওয়া ক্লিপটি হামাস কর্তৃক ইসরায়েলে আক্রমণের আগেই গত ৪ অক্টোবর Kazinkka Warrior নামের একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছিল (আর্কাইভ লিংক)।
নীচে অসত্য ফেসবুক পোস্টে ব্যবহৃত ভিডিও (বামে) এবং ৪ অক্টোবর প্রকাশিত আরমা ৩ গেইমের ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
'আরমা ৩' এমন একটি কৌশলগত শুটার সিমুলেশন ভিডিও গেইম যা খেলোয়াড়দের সত্যিকারের যুদ্ধের গেইমপ্লে বা অনুভূতি উপভোগের অভিজ্ঞতা দেয় (আর্কাইভ লিংক)।
এএফপির পক্ষ থেকে এই ধরনের বেশ কয়েকটি ভিডিও সম্পর্ক জানতে চাইলে গত ১০ অক্টোবর বোহেমিয়া ইন্টারঅ্যাকটিভ কোম্পানির জনসংযোগ কর্মকর্তা পাভেল কারিজকা এক ইমেইলে বলেন, "আরমা ৩ গেইমের জন্য এসব ভিডিও থার্ড পার্টি ডেভলপার দিয়ে বানানো হয়।"
এ বিষয়ে 'এক্স'-এ, পূর্বে যা টুইটার হিসেবে পরিচিত ছিলো, এক বিবৃতিতে গেইমের নির্মাতা বলেন, "বর্তমানে মধ্যপ্রাচ্যে যে মর্মান্তিক ঘটনা ঘটছে তাতে আমরা মনে করি #আরমা ৩ এর ক্লিপ ভুয়া খবর ছড়ানোর উৎস হিসেবে ব্যবহৃত হওয়ার প্রেক্ষিতে এ বিষয়ে আমাদের বিবৃতি শেয়ার করা জরুরি।" (আর্কাইভ লিংক)।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ