এআই দ্বারা তৈরি ছবিকে ভারতীয় চন্দ্রাভিযান থেকে প্রাপ্ত বাস্তব ছবি বলে প্রচার
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 19 সেপ্টেম্বর 2023, 18:35
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২4। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৭ আগস্ট ছবিগুলো ফেসবুকে এখানে পোস্ট করে বাংলা ভাষায় ক্যাপশন দেয়া হয়েছে, "শূন্যে বাসতেছে আমাদের এই পৃথিবী। চাঁদের পৃষ্ঠ থেকে চন্দ্রযান ৩ ছবি।। আল্লাহু আকবর।"
গত ২৩ আগস্ট ভারত পৃথিবীর প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে একটি যান প্রেরণ করেছে যা দেশটির জন্য ঐতিহাসিক বিজয়।
২৩ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চন্দ্রযান-৩ চাঁদের বুকে পা রাখে।
ফেসবুকে ছবিগুলো একইরকম অসত্য দাবি সহকারে এখানে ও এখানে পোস্ট করা হয়েছে।
গুগলে রিভার্স ইমেজ সার্চ করে ছবিগুলো ভারতীয় সংবাদমাধ্যম WION এর ওয়েবসাইটে পাওয়া গেছে যা ২৩ আগস্ট ভারতীয় সময় সকাল ১১টা ৮ মিনিটে (চাঁদের চন্দ্রযান অবতরণের প্রায় ৭ ঘণ্টা পূর্বে) প্রকাশিত (আর্কাইভ লিংক)।
ওয়েবসাইটটিতে ছবিগুলো একটি স্লাইডশো আকারে প্রকাশ করে শিরোনাম দেয়া হয়েছে, "চন্দ্রযান অতবরণের পর পৃথিবীকে চাঁদের পৃষ্ঠ থেকে যেমন দেখাবে"।
স্লাইডের একটি ছবির ওপর ইংরেজিতে লেখা রয়েছে, "এই অসাধারণ ছবিগুলো আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স দ্বারা নির্মিত যেখানে চাঁদের পৃষ্ঠ থেকে পৃথিবীকে দেখতে কেমন লাগবে তা কল্পনা করা হয়েছে।"
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ছবি (বামে) এবং WION এর ওয়েবসাইটের ছবিগুলোর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:
এছাড়া WION এর সিনিয়র সোশাল মিডিয়া ম্যানেজার প্রতীক প্রসেনজিত ২৯ আগস্ট এএফপিকে বলেছেন, "আমাদের অনলাইন প্রতিবেদনে ব্যবহৃত ছবিগুলো অবশ্যই এআই দিয়ে বানানো, এবং সেক্ষেত্রে মিডজার্নি টুলটি ব্যবহার করা হয়েছে।"
"প্রতিবেদনেও স্পষ্টভাবে উল্লেখ করে দেয়া হয়েছে যে এগুলো এআই দিয়ে তৈরি", তিনি বলেন।
চন্দ্রযান-৩ এর চাঁদ অভিযান বিষয়ে এর আগের এএফপি বেশ কিছু অপতথ্য খণ্ডন করেছে যার কয়েকটি পাওয়া যাবে এখানে, এখানে ও এখানে।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ