চাঁদে ভারতের রোভার টায়ার ট্রাকের বলে দাবি করে ভুয়া ছবি ফেসবুকে প্রচার

  • প্রকাশিত 10 সেপ্টেম্বর 2023, 16:47
  • আপডেট করা হয়েছে 13 সেপ্টেম্বর 2023, 08:14
  • 4 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারতের রাষ্ট্রীয় প্রতীক এবং দেশটির মহাকাশ সংস্থার লোগো সম্বলিত একটি ছবি শেয়ার করে অসত্যভাবে দাবি করা হচ্ছে ছবিটি চাঁদে পাঠানো রোভার টায়ার ট্র্যাকের মাধ্যমে তৈরি হওয়া ছাপ। কিন্তু প্রকৃতপক্ষে ছবিটির নির্মাতা 'চন্দ্রযান-৩' চাঁদে অবতরণের কয়েক ঘন্টা আগেই সেটি অনলাইনে পোস্ট করেছেন ও এটি স্পষ্ট করেছেন যে, ছবিটি বাস্তব নয়।

২৩ আগস্ট ২০২৩ তারিখে সামাজিক যোগাযোগ মাধ্যম 'এক্স'-এ, আগে যা টুইটার নামে পরিচিত ছিলো, ওই ছবিটি পোস্ট করার পর প্রায় ১,২০০ বারের বেশি শেয়ার হয়।

ছবিটি ফেসবুকে বাংলা ভাষায় এখানে শেয়ার করা হয়েছে গত ২৬ আগস্ট।

দীর্ঘ ক্যাপশনের শুরুতে লেখা হয়েছে, “চাঁদের বুকে অঙ্কিত হল বুদ্ধ প্রবর্তিত ধর্মচক্র”।

আরও লেখা হয়েছে, “ভারতের মহাকাশ গবেষনা কেন্দ্র ইসরো কর্তৃক চন্দ্রযান-৩ উৎক্ষেপণের পর গত ২৩ আগস্ট ২০২৩ তারিখ ভারতের স্থানীয় সময় ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে ল্যান্ডার বিক্রম। চাঁদে অবতরণের কয়েক ঘণ্টা পর ল্যান্ডার বিক্রম থেকে চাকার উপর ভর করে চাঁদের মাটিতে নেমে আসে প্রজ্ঞান নামক রোভার। এই রোভারটি চাঁদের মাটিতে গবেষণা করতে ছবি তুলছে, যা পৃথিবীতে প্রেরণ করা হচ্ছে। এই প্রজ্ঞান রোভারের চাকায় অঙ্কিত রয়েছে অশোক স্তম্ভের ছবি। চাঁদের মাটিতে পথচলা শুরু করতেই চাঁদে অঙ্কিত হচ্ছে অশোক স্তম্ভের, যাতে রয়েছে শান্তির প্রতীক মহামানব বুদ্ধের ধর্মচক্র। রোভার প্রজ্ঞানের ৬টি চাকার শেষের চাকায় অঙ্কিত রয়েছে এই ধর্মচক্র।”

Image
( Qadaruddin SHISHIR)

ছবিতে দেখা যাচ্ছে, একটি রুক্ষ ও ধূসর ভূপৃষ্ঠের উপর ভারতের রাষ্ট্রীয় প্রতীকের কালো রূপরেখা এবং ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (আইএসআরও)-র অফিসিয়াল লোগো (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।

গত ২৩ আগস্ট ভারতের 'চন্দ্রযান-৩' মিশন সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের পর এই দাবিটি ছড়ানো হয়।

'চন্দ্রযান-৩' এর সফর অবতরণ বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ হিসেবে ভারতের জন্য এবং দেশটির উচ্চাকাঙ্খী মহাকাশ কর্মসূচির জন্য প্রথম কোনো ঐতিহাসিক অর্জন।

পরের দিন চন্দ্রপৃষ্ঠের অজানা এলাকা ঘুরে ছবি তোলা এবং বৈজ্ঞানিক তথ্য উপাত্ত পাঠানোর জন্য 'প্রজ্ঞান' নামে দুই সপ্তাহের আয়ুষ্কাসম্পন্ন একটি রোভার ল্যান্ডার থেকে নামানো হয়।

ভাইরাল হওয়া ছবি একই ধরনের অসত্য দাবিসহ ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়েছে।

ডিজিটাল শিল্পকর্ম

অসত্য দাবিতে শেয়ার করা একটি পোস্টের ছবি গভীরভাবে পর্যবেক্ষণ করে দেখা যায় যে, এতে একটি জলছাপ রয়েছে। যেখানে লেখা "কৃষ্ণানশু গর্গ"।

Image

'এক্স'-এ কীওয়ার্ড অনুসন্ধানে দেখা গেছে, গত ২৩ আগস্ট চাঁদে 'চন্দযান-৩' অবতরণের পর আইএসআরও-র পোস্ট করা ছবির প্রতিক্রিয়া হিসেবে কৃষ্ণানশু গর্গ নামে একজন 'এক্স' ব্যবহারকারী ছবিটি পোস্ট করেছেন (আর্কাইভ লিংক )।

ওই ব্যবহারকারী তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, "এটার জন্য আর অপেক্ষা করতে পারছি না!"

মহাকাশ নিয়ে উৎসাহী গর্গ এএফপিকে জানান, তিনি ফটোশপ ব্যবহার করে ছবিটি তৈরি করেছেন।

"মহাকাশ বিষয়ে আগ্রহী হিসেবে আমিও 'চন্দ্রযান-৩' র অবতরণের জন্য অপেক্ষা করছিলাম এবং এর অবতরণের ঠিক আগে, আমি আমার ইনস্টাগ্রাম স্টোরিতে এই ছবিটি পোস্ট করেছি," তিনি বলেন।

এএফপির অনুসন্ধানে দেখা যায়, অসত্য দাবিতে শেয়ার করা পোস্টের ছবিটি ২৩ আগস্ট গর্গের ইনস্টাগ্রাম স্টোরিগুলিতে একটি কাউন্টডাউন টাইমারসহ আপলোড করা হয়েছিল। যা চন্দ্রযান-৩ অবতরণের নয় ঘণ্টা, ২০ মিনিট ৪৪ সেকেন্ড আগে শেয়ার করা হয়েছে (আর্কাইভ লিংক)।

নীচে এএফপি কর্তৃক কাউন্টডাউন টাইমার হাইলাইটসহ অসত্য দাবিতে পোস্ট করা ছবির (বামে) এবং ইনস্টাগ্রামে গার্গের শেয়ার করা ছবির (ডানদিকে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হলো:

Image

চন্দ্রযান-৩ সফল অবতরণের পর ছবিটি ভুল প্রেক্ষাপটে সামাজিক মাধ্যম ছড়াতে দেখে তিনি তার 'ইনস্টাগ্রাম' ও 'এক্স' অ্যাকাউন্টে বিষয়টি ব্যাখ্যা করে পোস্ট করেছেন। যেখানে তিনি লোকদেরকে "ভুয়া খবর" ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।

ইনস্টাগ্রামে তার ক্যাপশনটির একটি অংশে বলা হয়, "আমি অনেক লোককে দেখেছি তারা এটাকে আইএসআরও শেয়ার করা 'আসল ছাপ" হিসেবে দাবি করছে। 'চন্দ্রযান-৩'র ঐতিহাসিক অবতরণের কাউন্টডাউন হিসেবে চাঁদের ছাপগুলি ডিজাইন করা হয়েছিল, এবং আমি এটি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া চ্যানেলের সাথে শেয়ার করেছি।"

রোভার টায়ারের প্রতীক

২০১৯ সালের ৬ সেপ্টেম্বর ভারতীয় মহাকাশ সংস্থার প্রকাশিত ভিডিও "Meet Pragyan — Chandrayaan 2’s Rover!" অনুযায়ী, প্রজ্ঞান রোভারের টায়ারগুলি ভারতের রাষ্ট্রীয় প্রতীক এবং আইএসআরও লোগো দিয়ে ডিজাইন করা হয়েছে (আর্কাইভ লিংক)।

ভিডিওটির দুই মিনিট ৪৫-সেকেন্ডে রোভারের টায়ার ট্র্যাকের একটি সিমুলেশন দেখা যাবে।

গর্গের বানানো ছবিটিতে রাষ্ট্রীয় প্রতীক এবং আইএসআরও-র লোগো একটি একক টায়ার ট্র্যাকে অলর্টারনেটিং প্যাটার্নে দেখায়। তবে ভিডিওটি প্রতীক এবং লোগো পৃথক ট্র্যাকে ছাপানো দেখা যায়।

নীচে অসত্য দাবিতে ছড়ানো পোস্ট (বামে) এবং আইএসআরও-এর ইউটিউব ভিডিওতে (ডানে) প্রকাশিত ছবির তুলনামূলক স্ক্রিনশট দেয়া হলো:

Image

ট্র্যাকের যে ধরনের ছবি রোভার তৈরি করবে বলে আশা করা হচ্ছে সেগুলি আইএসআরও'র ওয়েবসাইটে এখানে এবং ইন্ডিয়ান অ্যারোস্পেস ডিফেন্স নিউজের অফিসিয়াল 'এক্স' অ্যাকাউন্টে এখানে দেখা যাবে (আর্কাইভ লিংক এখানে এবং এখানে)।

গত ২৮ আগস্ট 'এক্স' -এ ভারতীয় মহাকাশ সংস্থার প্রকাশিত একটি ছবিতে চাঁদে রোভারের টায়ার ট্র্যাকগুলি দৃশ্যমান। তবে ছবিতে প্রতীক এবং লোগো দৃশ্যমান নয় (আর্কাইভ লিংক)

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ