
বিকৃত ছবিটিতে মুসলিমদের পবিত্রতম স্থানে বাংলাদেশি ইসলামপন্থী নেতাকে দেখা যাচ্ছে না
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 31 আগস্ট 2023, 18:08
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
বিকৃত এই ছবিটি ফেসবুকে ২৭০০০ সদস্য সম্বলিত একটি গ্রুপে এখানে শেয়ার করা হয়েছে।
সেখানে বাংলায় ক্যাপশনে লেখা হয়েছে, "তিনিই সেই ব্যক্তি যিনি কাবা শরিফের ভিতরে প্রবেশ করার সৌভাগ্য লাভ করেছিলেন। আল্লাহ তায়ালা উনাকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দান করুক আমিন।"

ছবিতে লাল চিহ্নিত ব্যক্তিটিকে সাঈদী হিসেবে দাবি করা হয়েছে।
গত ১৪ আগস্ট একটি কারা হাসপাতালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই নায়েবে আমির মারা যাওয়ার একদিন পর ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়েছে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন হত্যা, ধর্ষণ এবং হিন্দুদের নির্যাতনের আটটি অভিযোগে ২০১৩ সালে সাঈদীকে একটি বিতর্কিত যুদ্ধাপরাধ আদালত মৃত্যুদণ্ডাদেশ দেয়, যা দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতার ঘটনার সূত্রপাত ঘটায়।
পরে বাংলাদেশের সুপ্রিম কোর্ট তার দণ্ড কমিয়ে রায় দেন যে, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের কারণে 'তার জীবনের বাকি স্বাভাবিক সময়' জেলে কাটাতে হবে।
৮০ এর দশ থেকে মুসলিমপ্রধান দেশটির মসজিদে মসজিদে সাঈদী ধর্মপ্রচার শুরু করলে জামায়াতে ইসলামী পরিচিত লাভ করতে থাকে।
তার সুদিনে সাঈদীর ধর্মীয় সভাগুলোতে হাজারো মানুষ জড়ো হতেন এবং তার বক্তব্যের সিডি ছিল বহুল বিক্রিত।
ছবিটি ফেসবুক এখানে ও এখানে এবং এক্স, যা আগে টুইটা হিসেবে পরিচিত ছিল, এখানে শেয়ার করা হয়েছে।
সাঈদীর তার এক ওয়াজে জানিয়েছিলেন যে, তিনি ১৯৯০ এর দশকে মক্কার গ্রান্ড মসজিদের ভেতরে অবস্থতি কাবার ভেতরের কক্ষে প্রবেশের সুযোগ পেয়েছিলেন।
তার এই দাবি এএফপি নিজে যাচাই করতে সক্ষম হয়নি, তবে ফেসবুক পোস্টে সাঈদীর বলে ছড়ানো ছবিটি এডিট করা।
গুগলে রিভার্স ইমেজ সার্চ করে মূল ছবিটি নাইজেরিয়ার গার্ডিয়ান সংবাদমাধ্যমে পাওয়া গেছে যা ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত (আর্কাইভ লিংক)।
দ্য গার্ডিয়ান এর রিপোর্টে লেখা হয়েছে, "নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ বুহারি এবং তার সাথে থাকা প্রতিনিধি দলের সবাই গতকালকে মক্কার পবিত্র কাবায় প্রবেশের সুযোগ পান। সেখানে তারা দেশের উন্নতি এবং শান্তির জন্য প্রার্থনা করেন।"
নাইজেরিয়াতে কর্মরত এএফপির একজন সাংবাদিক ছবিতে সাঈদীর চেহারা যুক্ত করা অবস্থায় যে ব্যক্তিকে দেখা যাচ্ছে তার নাম বশির আবু বকর হিসেবে নিশ্চিত করেছেন। বশির প্রেসিডেন্ট বুহারির ব্যক্তিগত সহকারী ছিলেন।
নীচে বিকৃত ছবির (বামে) এবং মূল ছবির (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

বুহারি ও তার সফরসঙ্গীদের কাবা ভ্রমণের ফুটেজ ২০১৬ সালের মার্চ মাসে নাইজেরিয়ান টিভি চ্যানেল এনটিএ নিউজের ইউটিউব চ্যানেলে এখানে প্রকাশ করা হয়েছে (আর্কাইভ লিংক)।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ