সম্মেলনে দেয়া সৌদি প্রিন্সের বক্তব্যকে অসত্যভাবে 'ইসলামী নেতার জানাজার ঘোষণা' হিসেবে প্রচার

কূটনৈতিক একটি সম্মেলনে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেয়া একটি বক্তব্যের ভিডিও ফেসবুকে কয়েক মিলিয়ন বার দেখা হয়েছে, যেখানে অসত্যভাবে দাবি করা হয়েছে যে, ভিডিওতে তিনি বাংলাদেশের ইসলামপন্থী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজার ঘোষণা দিচ্ছেন। বিন সালমান মূলত জেদ্দায় জিসিসি-সেন্ট্রাল এশিয়া সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন যা সাঈদীর মৃত্যুর কয়েক সপ্তাহ আগের ঘটনা।

গত ১৬ আগস্ট ফেসবুকে ভিডিওটি পোস্ট করে বাংলায় সেটির ক্যাপশনে লেখা হয়েছে, "আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী গায়েবানা জানাজা কাবা শরীফে পড়ার অনুমোদন। ১. রাসূলের যুগে বাদশা নাজ্জাসীর। ২. সায়্যেদ আবুল আলা মওদূদী রহঃ। ৩. আল্লামা দেলোয়ার হুসাইন সাঈদী রহঃ। আলহামদুলিল্লাহ।"

Image

ক্লিপটিতে, যা ৬০ লাখের চেয়ে বেশি ভিউ হয়েছে, দেখা যাচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আরবীতে বক্তব্য দিচ্ছেন।

যুদ্ধাপরাধের দায়ে কারাবাসে থাকা বাংলাদেশের ইসলামপন্থী প্রভাবশালী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর তার জানাজায় ৫০ হাজারের মতো মানুষ অংশ নেয় বলে পুলিশ জানিয়েছে। গত ১৪ আগস্ট তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সরকারবিরোধী বিক্ষোভ হয়।

কয়েক দশক আগে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ধর্ষণ, খুন এবং হিন্দু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অপরাধে ২০১৩ সালে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হন এবং পরে সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়।

কাবা সৌদি আরবের মক্কার গ্রান্ড মসজিদে অবস্থিত একটি স্থাপনা যার দিকে মুখ করে মুসলিমরা প্রার্থনা করে থাকেন এবং স্থানটি ইসলাম ধর্মাবলম্বীদের কাছে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে গণ্য হয়।

ভিডিওটি ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়েছে যার মধ্যে এই এবং এই পোস্টটিও রয়েছে। ফেসবুক ব্যবহারকারীরা এটির নীচে 'আলহামদুলিল্লাহ' 'আমিন' বলে মন্তব্য করেছেন।

সম্মেলনের ভিডিও

রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটির একটি দীর্ঘতর সংস্করণ এখানে পাওয়া গেছে যেটিতে দেখা যাচ্ছে সাঈদীর মৃত্যুর কয়েক সপ্তাহ আগে বিন সালমান একটি কূটনৈতিক সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।

গত ১৯ জুলাইন Saudi On Demand নামে ইউটিউব চ্যানেলে এটি আপলোড করা হয় (আর্কাইভ লিংক)।

একই দিন সৌদি আরবের জেদ্দা শহরে অনুষ্ঠিত জিসিসি-সেন্ট্রাল এশিয়া সম্মেলনের লাইভ সম্প্রচারিত ভিডিও এটি।

বিভ্রান্তিকর ফেসবুক পোস্টে ১৫ সেকেন্ডের যে ক্লিপটি শেয়ার করা হয়েছে সেটি এই লাইভ ভিডিওর ৪ ঘণ্টা ৩০ মিনিটের পর থেকে নেয়া।

ভিডিওতে বিন সালমানকে বলতে শোনা যায়, "আমি আনন্দিত। দুই পবিত্র মসজিদের অভিভাবক সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের দ্বিতীয় বাড়িতে স্বাগতম।"

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মোহাম্মদ বিন সালমানের পিতা।

"সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমাদের ঐতিহাসিকভাবে সম্পর্কিত দেশগুলোর মঙ্গলের জন্য আমাদের প্রথম সম্মেলনটি সফল করেন," বলেন বিন সালমান।

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টে ছড়ানো ভিডিও (বামে) এবং ১৯ জুলাই ইউটিউবে সম্প্রচারিত লাইভ ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হল:

Image

সৌদি সংবাদমাধ্যমেও বিন সালমানের বক্তব্য বিষয়ে খবর প্রচারিত হয়েছে এখানে এখানে (আর্কাইভ লিংক এখানে এখানে)।

দ্য ফেডারেশন অব অ্যারাব নিউজ এজেন্সিস এই নেতার ভাষণের পুরো স্ক্রিপ্ট প্রকাশ করেছে এখানে (আর্কাইভ লিংক)।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ