ডোয়াইন জনসনের হিন্দু রীতি উদযাপনের এই ছবি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স নির্মিত

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 11 জুন 2023, 15:46
  • 2 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
হলিউড তারকা ডোয়াইন জনসনের কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই অভিনেতা হিন্দু ধর্মগুরুর পোশাক পরিহিত অবস্থায় ধর্মাচার পালন করছেন। এসব পোস্টের কোনটিতে অসত্যভাবে এটাও দাবি করা হয়েছে যে, জনসন হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। ছবিগুলো বাস্তব নয়, বরং এগুলো আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স সফটওয়্যার মিডজার্নি ব্যবহার করে নিজে তৈরি করেছেন বলে এএফপিকে জানিয়েছেন ভারতীয় একজন ভিজ্যুয়াল আর্টিস্ট।

গত ২৮ মে ফেসবুকে এখানে ছবিগুলো পোস্ট করে বাংলায় ক্যাপশন দেয়া হয়েছে: "WWE সুপারস্টার ডোয়াইন দ্য রক জনসন মন্দিরে সাধু রূপে পূজা করছেন।"

Image

এছাড়া এখানে আরেকটি পোস্টে একই ছবি ব্যবহার করে ক্যাপশন দেয়া হয়েছে: "Hollywood চলচ্চিত্রের তারকা এবং #WWE স্টার দ্য রক সনাতন ধর্ম গ্রহণ করেছে! যে সনাতন ধর্মকে ঘনিষ্ঠভাবে জানে, সে স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করে। জয় সনাতন ধর্ম জয় শ্রী রাম।"

হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের ধর্মকে 'সনাতন ধর্ম' বলে অভিহিত করে থাকেন।

ছবিগুলোতে দেখা যাচ্ছে, ডোয়াইন জনসন ‘আরতি' করছেন যা হিন্দু ধর্মের একটি আচার।

ফেসবুক পোস্টের কমেন্ট দেখা বুঝা যায়, অনেক ব্যবহারকারী ছবিগুলোকে সত্য বলে ধরে নিয়েছেন। যেমন একজন মন্তব্য করেছেন, "জয় শ্রীরাম"।

একই রকম দাবি সহকারে ছবিগুলো বাংলা এখানে এবং হিন্দিতে এখানে পোস্ট করা হয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য ডোয়াইন জনসনের টিমের সাথে এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক জবাব পাওয়া যায়নি।

তবে হিন্দু ধর্মে নিজের ধর্মান্তরিত হওয়া সংক্রান্ত কোন তথ্য জনসন তার কোন সামাজিক মাধ্যম একাউন্ট (ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব বা টুইটার) থেকে পোস্ট করেন নি (আর্কাইভ এখানে)।

এআই কনসেপ্ট আর্ট

গুগলে কীওয়ার্ড সার্চ করে গত ২৯ মে পোস্ট করা একটি টুইট পাওয়া যায় (আর্কাইভ এখানে)।

ছবির ক্যাপশনে লেখা হয়েছে: "এই সুন্দর ছবিটি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) এর সাহায্যে নির্মাণ করেছেন @bhargav_valera; শেয়ার করার জন্য তাকে ধন্যবাদ।"

ভারগব ভালেরা একজন ভারতীয় ভিজ্যুয়াল আর্টিস্ট (আর্কাইভ এখানে)।

অসত্য দাবি সহকারে শেয়ার করা ছবিগুলো ভারগব তার ফেসবুক পোস্টে এখানে ২০২২ সালের এপ্রিল মাসে পোস্ট করেছেন (আর্কাইভ এখানে)।

সেগুলোর ক্যাপশনে লেখা হয়েছে: "সাধুগুরু রূপে ডোয়াইন জনসন মন্দিরে পূজা দিচ্ছেন। কেমন হয়েছে এটা? এআই কনসেপ্ট আর্ট। ক্যাপশনের সাথেই এআই টুল Midjourney এর হ্যাশট্যাগ দেয়া আছে।

ভালেরা এএফপিকে জানিয়েছেন ছবিগুলো বাস্তব নয়।

গত ৫ মে এক সাক্ষাতকারে তিনি বলেন "এসব ছবি মিডজার্নি এআই টুল দিয়ে আমি বানিয়েছি।"

ভালেরার ইনস্টাগ্রাম পেইজে সেলিব্রিটিদের এরকম বহু এআই নির্মিত ছবি রয়েছে যার মধ্যে আরনল্ড শোয়ারর্জনেগাকেও তিনি হিন্দু সাধুগুরুর পোশাকে দেখিয়েছেন (আর্কাইভ লিংক)।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ