ছবিটি জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের নির্বাহীর, জাপানের বিদ্যুৎ মন্ত্রীর নয়

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 1 জুন 2023, 09:35
  • 1 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
সাংবাদিকদের সামনে এক ব্যক্তির মাথা ঝুঁকিয়ে থাকার একটি ছবি ফেসবুকে শেয়ার করে দাবি করা হচ্ছে এটি জাপানের একটি গ্রামে ২০ মিনিট বিদ্যুৎ না থাকার কারণে দেশটির বিদ্যুৎ মন্ত্রী গ্রামবাসীর সামনে মাথা নীচু ক্ষমা চাওয়ার দৃশ্য। দাবিটি অসত্য; ছবিটিতে মূলত জাপানি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হোন্ডার তৎকালীন প্রধান নির্বাহী তাকাহিরো হাচিগোকে ২০১৫ সালে দায়িত্ব গ্রহণের পর তার প্রথম সংবাদ সম্মেলনে দেখা যাচ্ছে।

গত ১৩ মে ফেসবুকে একটি পোস্টে ছবিটি শেয়ার করা হয়।

পোস্টটির ক্যাপশনে ভুল বানানে বাংলায় লেখা রয়েছে, “জাপানের একটি ছোট গ্রামে 20 মিনিট বিদ্যুৎ ছিল না ! তাই সংশ্লিঠ মন্ত্রী গ্রামবাসীর কাছে ঠিক 20 মিনিট মাথা নীচু করে ক্ষমা চেয়ে নিচ্ছেন। (ঘটনাটি ২০১৭ সালের)।”

Image
( Mohammad MAZED)

ছবিটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।

তবে দাবিটি অসত্য।

রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ছবিটি ২০১৫ সালের ৬ জুলাই জাপানী ফটো সংস্থা নিপ্পনে প্রকাশিত হয়।

ছবির ক্যাপশনে লেখা রয়েছে, “২০১৫ সালের ৬ জুলাই হোন্ডা মটর কো. এর নতুন প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী হিসেবে তাকাহিরো হাচিগো জাপানি এই শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের দায়িত্ব নেয়ার পর টোকিও অফিসে তার প্রথম সংবাদ সম্মেলন করেন।”

নীচে বিভ্রান্তিকর পোস্টের ছবি (বামে) ও নিপ্পনে প্রকাশিত ছবিটির (ডানে) একটি তুলনামূলক স্ক্রীনশট দেওয়া হলো:

Image

একই সংবাদ সম্মেলনে এএফপি'র তোলা ছবি এখানে এখানে দেখুন।

২০২১ সালে হাচিগো তার পদ থেকে পদত্যাগ করেন এবং তোশিশিরো মিবে তার স্থলাভিষিক্ত হন।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ