ইলন মাস্কের সাথে 'রোবট স্ত্রীর' ছবিগুলো এআই নির্মিত
- নিবন্ধটি দুই বছরেরও বেশি পুরনো।
- প্রকাশিত 30 মে 2023, 09:04
- আপডেট করা হয়েছে 30 মে 2023, 09:35
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
গত ১৮ মে'র একটি ফেসবুক পোস্টে এরকম তিনটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, “রোবট বউ বানানোর শেষ পর্যায়ে পৌঁছে গেছে ধনকুবের ইলন মাস্ক ও তার কোম্পানি। রোবট ওয়াইফদের সরবরাহ সেপ্টেম্বর মাস থেকে হবে বলে আশা করা যাচ্ছে ।।”
“রোবট স্ত্রী ব্যাটারি চালিত যা মাসিক বৃত্ত অনুযায়ী স্থায়ী হবে। ব্যাটারি শুধুমাত্র তিন দিন চার্জ করতে হবে এবং এক মাস চলবে একজন রোবট স্ত্রীর | রোবট বৌ এর সাথে যৌনতার জন্য একটি পাসওয়ার্ড, প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন হবে টেম্পারিং এড়াতে।
এটি বিজ্ঞানের অবদান না অভিশাপ ??”
ছবিগুলোতে ইলন মাস্কের সাথে ধাতু নির্মিত মনুষ্য সদৃশ বস্তু দেখা যায়।
ছবিগুলো একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
তবে ইলন মাস্কের কোম্পানীর ‘রোবট স্ত্রী’ নিয়ে কাজ করার দাবিটি অসত্য।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নির্মিত
রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ছবিগুলো মূলত এবছর মে মাসের ৩ তারিখ “গুরেরো আর্ট” নামের একটি অ্যাকাউন্ট থেকে ‘এআই আর্ট ইউনিভার্স’ নামক একটি ফেসবুক গ্রুপে শেয়ার (আর্কাইভ এখানে) করা হয়।
গ্রুপটির বর্ণনায় এটিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) তথা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য একটি জায়গা বলে অভিহিত করা হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে বাস্তবসদৃশ ছবি তৈরী করা যায়।
‘গুরেরো আর্ট’ প্রোফাইলের বর্ণনায় নিজেকে ডিজিটাল ক্রিয়েটর বলে দাবি করা হয়েছে এবং সেখানে এআই নির্মিত আরো ছবি (আর্কাইভ এখানে) বিভিন্ন সময় শেয়ার করা হয়েছে যার মধ্য ইলন মাস্কের আরো ছবি রয়েছে।
গুরেরো আর্টের ইনস্টাগ্রাম প্রোফাইলেও (আর্কাইভ এখানে) রোবটগুলোর ছবি পাওয়া যায় যেখানে হ্যাশট্যাগ দিয়ে #এআইআর্টওয়ার্ক লেখা রয়েছে।
ইনস্টাগ্রামের এরকম একটি পোস্টে একজন মন্তব্যকারী জানতে চান যে, এই ছবি তৈরীতে কোন টুল ব্যবহার করা হয়েছে। জবাবে গুরেরো আর্ট ‘মিডজার্নি’ টুল ব্যবহার করা হয়েছে বলে উত্তর দেন।
মিডজার্নি একটি এআই টুল যেখানে লিখিত নির্দেশনার মাধ্যমে বাস্তবসদৃশ ছবি তৈরী করা যায়। এই ইউটিউব ভিডিওটিতে পুরো প্রক্রিয়াটি বর্ণনা করা হয়েছে।
তাছাড়া ছবিগুলো জুম ইন করলে বিভিন্ন অসঙ্গতি দেখতে পাওয়া যায়। উদাহরণস্বরূপ, নীচের ছবিটির ‘রোবট স্ত্রী’র ডান হাতের অনামিকা আঙ্গুলের মাথা নেই।
এআই নির্মিত ছবি কিভাবে চিহ্নিত করবেন তা জানতে এখানে দেখুন।
টেসলা বট
ইলন মাস্কের টেসলা কোম্পানীর ওয়েবসাইট অনুযায়ী, কোম্পানীটি ‘টেসলা বট’ নামক মানবসদৃশ রোবট (আর্কাইভ এখানে) তৈরীতে কাজ করছে।
তবে ‘রোবট স্ত্রী’ তৈরী করা সংক্রান্ত কোন তথ্য তাদের ওয়েবসাইটে পাওয়া যায়নি।
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ