এটি রোনালদোর কোরআন তেলাওয়াতের ভিডিও নয়
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 16 মে 2023, 20:35
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৩ এপ্রিল বাংলায় একটি ফেসবুক পোস্টে ভিডিওর ক্যাপশন দেয়া হয়েছে, "Cristiano Ronaldo ইনশাল্লাহ আমরা যখন তখন একটা সুসংবাদ শুনতে পাচ্ছি। আমি প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না ♥️ যে এটা রোনালদো।
ভিডিওতে দেখা যাচ্ছে একটি মসজিদের মেঝেতে বসে এক ব্যক্তিকে পবিত্র কোরআনের মতো কোনো একটি গ্রন্থ পাঠ করতে দেখা যাচ্ছে।
গত জানুয়ারিতে সৌদি ক্লাব আল নাসর-এ যোগদানের পর থেকে রোনালদোর সাথে ইসলামের সম্পর্ক বিষয়ক বিভিন্ন ধরনের অসত্য তথ্য ছড়ানো হয়েছে।
এএফপি এর আগে রোনালদো ইসলাম গ্রহণ বা দুবাইতে এক সাক্ষাতকারে ইসলামের প্রতি তার ভালোবাসার ঘোষণা দেয়ার মতো অসত্য দাবি খণ্ডন করেছে।
রোনালদো তার ক্যাথলিক ধর্মবিশ্বাসের কথা প্রকাশ্যেই বলেছেন এবং ২০১৮ সালে ইতালির দৈনিক গেজেতা দেলো স্পোর্ত পত্রিকাকে জানিয়েছেন তিনি প্রতি সপ্তাহে চার্চে যান (আর্কাইভ লিংক)।
এই ফুটবলারের কোরআন তেলাওয়াতের দৃশ্য বলে দাবি করা ভিডিওটি ফেসবুকে বিভিন্ন পোস্টে-- যেমন বাংলায় এখানে ও এখানে এবং ইংরেজিতে এখানে এবং আরবিতে এখানে-- ১০ হাজার বারের বেশি ভিউ হয়েছে।
টিকটক তারকা
গুগলে কীওয়ার্ড ও রিভার্স ইমেজ সার্চ করে ভিডিও ক্লিপটি এই টিকটক পোস্টে পাওয়া গেছে যা ২০২১ সালের ৭ মে আপলোড করা হয় (আর্কাইভ লিংক)।
টিকটিক ক্লিপটির ক্যাপশনে লেখা হয়েছে 'হেলো' এবং এর সাথে আহমদ আল আজমি নামের এক ক্বারীর কণ্ঠে পবিত্র কোরআনের সুরা কাফিরুনের তেলাওয়াতের একটি সাউন্ডট্র্যাক যুক্ত করা হয়েছে।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) এবং বিওয়ার আব্দুল্লাহর টিকটক পোস্টের ভিডিওর (ডানে) তুলনামূলক স্ক্রিনশট দেয়া হলো:
আব্দুল্লাহর টিকটক ভিডিওটিতে, যেটির রেজুলেশন ফেসবুকে ছড়ানো ভিডিওর চেয়ে অপেক্ষাকৃত ভাল-- ব্যাকগ্রাউন্ডে দেয়ালে "আল-জুদি সেন্টার" লেখা রয়েছে। এটি সেন্ট্রাল লন্ডনের বার্মিংহামে অবস্থিত একটি মসজিদ।
রোনালদোর সাথে চেহারার মিল থাকার কারণে বিভিন্ন সময়ে বিওয়ার আব্দুল্লাহকে নিয়ে মিডিয়ায় রিপোর্ট হয়েছে এবং টিকটকে তার ১৮ লাখ ফলোয়ার রয়েছে।
নিউ ইয়র্ক পোস্টে এক রিপোর্টে বলা হয়েছে তিনি "রোনালদোর সাথে তার সাদৃশ্যের কারণে শিশুদের জন্য অনুষ্ঠানে আমন্ত্রিত হন" এবং বিখ্যাত এই ফুটবলারের সাথে "সাক্ষাৎ করা তার স্বপ্ন" (আর্কাইভ লিংক)।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ