ভিডিওটি ভারতের নয়, বরং চীনের একটি রেল সেতুর

কপিরাইট এএফপি ২০১৭-২০২3। সর্বস্বত্ত্ব সংরক্ষিত।

ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে অসত্যভাবে দাবি করা হচ্ছে যে, এটি ভারত শাসিত কাশ্মীরে বিশ্বের সর্বোচ্চ রেল সেতুতে প্রথম পরীক্ষামূলক ট্রেন চলার ভিডিও। মূলত ভিডিওটিতে চীনের গুইজু প্রদেশের বেইপানজিয়াং রেলসেতু দেখা যাচ্ছে।

গত ২৫ মার্চের একটি ফেসবুক পোস্টে ভিডিওটি শেয়ার করা হয়।

( Mohammad MAZED)

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “কাশ্মীরে চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ সেতু চেনাব ব্রীজের উপর ট্রেনের ট্রায়াল রান হয়ে গেল সফলতার সঙ্গে!! আত্মনির্ভর ভারত উন্নয়নের ভারত।”

চেনাব রেলওয়ে সেতু নদী হতে ৩৫৯ মিটার উপরে নির্মিতব্য একটি সেতু যা আগামী বছর উদ্বোধন হওয়ার কথা। নির্মাতারা দাবি করছেন এটি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু।

ভিডিওটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়।

তবে মূলত ভিডিওটিতে চীনের একটি সেতু দেখা যাচ্ছে, চেনাব রেল সেতু নয়।

ভিডিওটির কী-ফ্রেম দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায় এই ভিডিও ২০২২ সালের ২৭ জুন ফেসবুকে একটি পোস্টে শেয়ার হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “বেইপান নদী সেতু, গুইজু।”

চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা গুইজু ডেইলি প্রেসের খবর অনুযায়ী, বেইপানজিয়াং রেল সেতু দক্ষিণ পশ্চিম চীনের গুইজু প্রদেশের বেইপানজিয়াং নদীর উপর নির্মিত

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) ও ২০২২ সালের ফেসবুক পোস্টের ভিডিওর (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

এছাড়াও বিভ্রান্তিকর পোস্টের ভিডিওর সাথে চীনের রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কনসালটিং গ্রপের প্রকাশিত বেইপানজিয়াং সেতুর এই ছবিটিরও মিল পাওয়া যায়।

নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) ও চীনের রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কনসালটিং গ্রপের প্রকাশিত বেইপানজিয়াং সেতুর ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

সেতুটি গুগল আর্থে এখানে দেখতে পাওয়া যায়।