
ভিডিওটি ভারতের নয়, বরং চীনের একটি রেল সেতুর
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 11 এপ্রিল 2023, 13:42
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৫ মার্চের একটি ফেসবুক পোস্টে ভিডিওটি শেয়ার করা হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “কাশ্মীরে চেনাব নদীর উপর নির্মিত বিশ্বের সর্বোচ্চ সেতু চেনাব ব্রীজের উপর ট্রেনের ট্রায়াল রান হয়ে গেল সফলতার সঙ্গে!! আত্মনির্ভর ভারত উন্নয়নের ভারত।”
চেনাব রেলওয়ে সেতু নদী হতে ৩৫৯ মিটার উপরে নির্মিতব্য একটি সেতু যা আগামী বছর উদ্বোধন হওয়ার কথা। নির্মাতারা দাবি করছেন এটি বিশ্বের সর্বোচ্চ রেল সেতু।
ভিডিওটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে ও এখানে শেয়ার করা হয়।
তবে মূলত ভিডিওটিতে চীনের একটি সেতু দেখা যাচ্ছে, চেনাব রেল সেতু নয়।
ভিডিওটির কী-ফ্রেম দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চে দেখা যায় এই ভিডিও ২০২২ সালের ২৭ জুন ফেসবুকে একটি পোস্টে শেয়ার হয়।
পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “বেইপান নদী সেতু, গুইজু।”
চীনের রাষ্ট্র নিয়ন্ত্রিত পত্রিকা গুইজু ডেইলি প্রেসের খবর অনুযায়ী, বেইপানজিয়াং রেল সেতু দক্ষিণ পশ্চিম চীনের গুইজু প্রদেশের বেইপানজিয়াং নদীর উপর নির্মিত।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) ও ২০২২ সালের ফেসবুক পোস্টের ভিডিওর (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

এছাড়াও বিভ্রান্তিকর পোস্টের ভিডিওর সাথে চীনের রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কনসালটিং গ্রপের প্রকাশিত বেইপানজিয়াং সেতুর এই ছবিটিরও মিল পাওয়া যায়।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টের ভিডিও (বামে) ও চীনের রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কনসালটিং গ্রপের প্রকাশিত বেইপানজিয়াং সেতুর ছবির (ডানে) একটি তুলনামূলক স্ক্রিনশট দেওয়া হলো:

সেতুটি গুগল আর্থে এখানে দেখতে পাওয়া যায়।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ