
পুরনো ভিডিও অসত্যভাবে তাজিকিস্তানের ভূমিকম্পের বলে প্রচার
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 6 এপ্রিল 2023, 16:22
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ২৩ ফেব্রুয়ারি ফেসবুকে ভিডিওটি পোস্ট করে ক্যাপশন দেয়া হয়েছে: "আজ চীন- তাজিকিস্তান সিমান্ত এলাকায় ৭.১ মাত্রার ভূমিকম্প হয়েছে। এ যেন রাসুল ﷺ এর বলে যাওয়া কেয়ামতের আগের সিরিজ ভূমিকম্প শুরু হলো।"
ভিডিওতে দেখা যাচ্ছে একটি কক্ষে কয়েকটি শেলফ থাকা নাটকীয়ভাবে নড়ে ওঠায় সেগুলোতে থাকা জিনিসপত্র লুটিয়ে পড়ছে।

২৩ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত রাষ্ট্র তাজিকিস্তানের দক্ষিণাঞ্চলে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে যদিও তাতে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
কম্পনের কেন্দ্র ছিল চীন-আফগানিস্তান সীমান্তের গরনো-বাদাখশান এলাকা।
মূল কম্পনের পর আরও দুটি কম্পন হয় যেগুলো যথাক্রমে ৫ ও ৪ দশমিক ৬ মাত্রার ছিল।
ভিডিওটি তাজিকিস্তানের ভূমিকম্পের সাথে সম্পর্কিত করে বিভিন্ন ভাষার সোশাল মিডিয়ায় ছড়িয়েছে, যেমন ইংরেজি, ফরাসী, আরবিতে এবং বাংলাদেশ, ভারত ও পাকিস্তানেও এটি শেয়ার হয়েছে।
জাপানের ভূমিকম্প
রিভার্স ইমেজ সার্চ করে ভিডিওটি এই টুইটে পাওয়া গেছে যেখানে বলা হয়েছে এটি ২০২১ সালে জাপানে ঘটা এক ভূমিকম্পের।
জাপানি ভাষায় @himei42 হ্যান্ডলের টুইটে ২০২১ সালের ১৩ ফেব্রুয়ারি পোস্ট করা ভিডিওর ক্যাপশন দেয়া হয়েছে: "কম্পন ছিল ভয়াবহ এবং কোনভাবে আমি ভিডিওটি করে ফেলি"।
একইদিন জাপানের ফুকুশিমা উপকূলে ৭ দশমিক ৩ মাত্রা ভূমিকম্প হয় যাতে ১০০ এর বেশি মানুষ আহত হন।
নীচে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টে শেয়ার করা ভিডিও (বাম) এবং টুইটারে পোস্ট করা ভিডিওর তুলনামূলক স্ক্রিনশট তুলে দেয়া হল:

ফুকুশিমার ভূকম্পনের ঘটনার খবরের সাথে বিভিন্ন সংবাদমাধ্যম যেমন তুর্কির রাষ্ট্রীয় টেলিভিশন টিআরটি ওয়ার্ল্ড নাও এবং যুক্তরাষ্ট্র ভিত্তিক দ্য ওয়েদার চ্যানেলে তখন @himei42 এর ভিডিওটি প্রকাশিত হয়েছিল।
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ