রেলপথের পাশ দিয়ে চলা জ্বলন্ত বলের এই ভিডিওটি সিজিআই নির্মিত

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 30 মার্চ 2023, 15:36
  • 1 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
ফেসবুকে একটি ভিডিও শেয়ার করে অসত্যভাবে দাবি করা হচ্ছে এগুলো বড় জলাশয় থেকে পুঞ্জিত গ্যাসীয় পদার্থের বিস্ফোরণের মাধ্যমে সৃষ্ট আলেয়ার দৃশ্য। মূলত বেলারুশ ভিত্তিক থ্রি ডি আর্টিস্ট আন্দ্রে ত্রুখোনভেতস এএফপিকে জানিয়েছেন যে, তিনি এই ভিডিওটি তৈরি করেছেন এবং ২০১৯ সালের মে মাসে ইউটিউবে পোস্ট করেন।

ভিডিওটি গত ২৭ মার্চ ফেসবুকে এখানে শেয়ার করা হয়।

Image
( Mohammad MAZED)

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “আমি ছোটবেলায় দু'-এক' বার পুকুর ঘাটে এই জিনিসটি দেখেছিলাম তখন শুনেছিলাম এগুলোকে আলেয়া বলতো , একচুয়ালি এগুলো বড় জলাশয়ে থেকে গ্যাসীয় পদার্থের পুঞ্জিত বিস্ফোরণের মাধ্যমে এগুলো সৃষ্টি হয় ।”

“কিন্তু এই ভিডিওতে দেখা যাচ্ছে ওই পুঞ্জিভূত আলোকিত গ্যাসীয় অংশটি একটি রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে যাওয়ার সময় উপরের হাই ভোল্টেজ বৈদ্যুতিক তারের অদৃশ্য কানেক্টিভিটি হচ্ছে , এটা কি ভাবে সম্ভব ? তবে আমার যেটা আইডিয়া--- ওই গ্যাসীয় কুন্ডটি যে পথ ধরে যাচ্ছে তার চারপাশে কোনো একটি জলীয় মশ্চারাইজার ওয়েব তৈরি হয় এবং যার ফলে অতি উচ্চগতির বিদ্যুতের তারের কাছাকাছি এসে যাওয়ায় বজ্রপাতের পরিবেশ তৈরি হয় ।”

ভিডিওটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানেও শেয়ার করা হয়।

তবে দাবিটি অসত্য।

ইয়ানডেক্সে রিভার্স ইমেজ সার্চে দেখা যায় ভিডিওটি ২০১৯ সালের ২৭ মে তারিখে আন্দ্রে ত্রুখোনভেতস নামক একটি ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়।

ভিডিওটির ইংরেজি শিরোনামে লেখা রয়েছে, “রেললাইনের পাশে জ্বলন্ত বলের ভিডিও (সিজিআই)।”

তবে বিভ্রান্তিকর ফেসবুক পোস্টে ভিডিওটিকে উল্টে দেয়া হয়েছে।

নীচে বিভ্রান্তিকর পোস্টের ভিডিও (বামে) ও ইউটিউবে পাওয়া ভিডিওর (ডানে) একটি তুলনামূলক স্ত্রিনশট দেওয়া হলো:

Image

বেলারুশ ভিত্তিক থ্রি ডি আর্টিস্ট ত্রুখোনভেতস এএফপিকে জানিয়েছেন, তিনি এই অ্যাডোবি আফটার ইফেক্টস দিয়ে ভিডিওটি তৈরী করেছেন এবং ২০১৯ সালের মে মাসে ইউটিউবে পোস্ট করেন।

তিনি জানান, বেলারুশের রাজধানী মিনস্কের পাশে তিনি রেললাইনের ভিডিওটি ধারণ করেছেন।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ