নরেন্দ্র মোদির নোবেল শান্তি পুরস্কার পাওয়া নিয়ে নোবেল কমিটি কোন ইঙ্গিত দেয়নি
- নিবন্ধটি এক বছর পুরনো
- প্রকাশিত 29 মার্চ 2023, 13:36
- 2 এক্স মিনিটে পড়ুন
- লেখক: এএফপি বাংলাদেশ
কপিরাইট © এএফপি ২০১৭-২০২৫। এই কন্টেন্টের যেকোন বানিজ্যিক ব্যবহারের জন্য অনুমতি নেয়া বাধ্যতামূলক। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
গত ১৯ মার্চের একটি পোস্টের ক্যাপশনে আংশিকভাবে লেখা রয়েছে, “নোবেল কমিটির ইঙ্গিতে নরেন্দ্র মোদী প্রেমিদের মধ্যে অন্তহীন আনন্দ উল্লাস।”
“এবারের নোবেল শান্তি পুরস্কার নিয়ে খোদ নোবেল কমিটি কিছু ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন।নরওয়ের নোবেল কমিটির সদস্যরা বর্তমানে ভারতে রয়েছেন।তাদের মধ্যে নোবেল কমিটির ডেপুটি চীফ বলেছেন, রুশ ইউক্রেন যুদ্ধ থামাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সক্রিয় ভূমিকা নিয়েছেন এবং রাশিয়াকে পরমানু অস্ত্র ব্যবহারে সতর্ক করেছেন।এসবই আমরা নজরে রেখেছি।নোবেল কমিটির এই বক্তব্যের পর নরেন্দ্র মোদী পরবর্তী নোবেল শান্তি পুরস্কার পাবেন এমন একটি সম্ভাবনা দেখা দিয়েছে।এই নিয়ে নরেন্দ্র মোদী প্রেমিদের মধ্যে আনন্দ উল্লাসের বন্যা বয়ে যাচ্ছে বিভিন্ন মিডিয়া সোস্যাল মিডিয়াও সরগরম হয়ে উঠেছে।”
একইরকম দাবি ফেসবুকে এখানে ও এখানে করা হয়েছে। মূলত ভারতে প্রথম দাবিটি ছড়ায়।
নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট এএফপিকে জানিয়েছে, তোয়ের বক্তব্যকে ভুলভাবে উদ্ধৃত করে সামাজিক মাধ্যমে ছড়ানো হচ্ছে।
ইনস্টিটিউটের এক বিবৃতিতে বলা হয়, “নরওয়েজিয়ান নোবেল কমিটি কখনোই নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রকাশ করে না বা কোন আগাম মন্তব্য করে না। ৫০ বছর পর মনোনীতদের নাম প্রকাশ করা হয়।”
নোবেল শান্তি পুরস্কার নির্বাচন প্রক্রিয়ার বিস্তারিত এখানে দেওয়া আছে।
তবে যেসকল ব্যক্তি পুরস্কারটির জন্য অন্যের নাম প্রস্তাব করতে পারেন তারা চাইলে সেই নামগুলো ব্যক্তিগতভাবে প্রকাশ করতে পারেন। এএফপি'র প্রতিবেদন দেখুন এখানে।
এখন পর্যন্ত এবছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য প্রস্তাবিত নামসমূহের মধ্যে ইউক্রেন যুদ্ধে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িতদার নাম বেশি দেখা যাচ্ছে।
উদ্ধৃতির ভুল ব্যাখ্যা
গত ১৪ মার্চ দিল্লীতে ইন্ডিয়া সেন্টার ফাউন্ডেশন আয়োজিত একটি প্যানেল আলোচনায় অ্যাসল তোয়ে কথা বলার পর দাবিটি অনলাইনে ছড়ায়।
ফাউন্ডেশনটির অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা ভিডিওতে তোয়েকে ৪০ মিনিট ৭ সেকেন্ড থেকে কথা বলতে দেখা যায়।
তবে সেখানে কোথাও তিনি নরেন্দ্র মোদীর নোবেল পাওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেননি।
দাবিটি ভারতে অনলাইনে ছড়ানোর পর তোয়ে হিন্দি টিভি চ্যানেল এবিপি নিউজের সাথে কথা বলেন এবং এতে তাকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মোদীর ভূমিকা নিয়ে প্রশ্ন করা হয়।
উত্তরে তোয়ে বলেন, “মোদী নোবেল পুরস্কারের জন্য প্রার্থী কি না আপনি সেটা জিজ্ঞাসা করছেন।”
“আমি আশা করবো প্রত্যেক জাতির প্রত্যেক নেতা নোবেল শান্তি পুরস্কার জেতার জন্য যা দরকার তা করবেন। মোদীর ক্ষেত্রেও আমি এমনটাই প্রত্যাশা করি।”
এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?
আমাদের সাথে যোগাযোগ