ভিডিওটি পুরনো, সিরিয়া ও তুরস্কে ভুমিকম্পে ক্ষতিগ্রস্ত শিশুদের নয়

  • নিবন্ধটি এক বছর পুরনো
  • প্রকাশিত 29 মার্চ 2023, 13:41
  • 1 এক্স মিনিটে পড়ুন
  • লেখক: এএফপি বাংলাদেশ
কান্নারত এক শিশু কর্তৃক অপর এক শিশুকে সান্ত্বনা দেয়ার একটি ভিডিও ফেসবুকে শেয়ার করে অসত্যভাবে দাবি করা হচ্ছে যে, এটি তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প পরবর্তী বোন কর্তৃক ভাইকে দুধ খাওয়ানোর দৃশ্য। মূলত ভিডিওটি তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পের অনেক আগে টিকটকে প্রকাশিত হয়।

ভিডিওটি গত ১০ ফেব্রুয়ারি ফেসুবকে এখানে শেয়ার করা হয়।

Image
( Mohammad MAZED)

পোস্টটির ক্যাপশনে লেখা রয়েছে, “তুরস্ক ভূমিকম্প। বোন ভাইকে দুধ খাওয়ার ঘটনায় বিশ্ব কাঁদালেন।”

গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ-পূর্ব তুরস্ক ও উত্তর সিরিয়া অঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্পে ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘটনাটিকে ইউরোপে এই শতাব্দীর "সবচেয়ে ভয়াবহ বিপর্যয়" বলে অভিহিত করেছে।

ভিডিওটি একইরকম দাবি সহকারে ফেসবুকে এখানে এখানে শেয়ার করা হয়।

এই ঘটনায় অনেক শিশু তাদের পিতা মাতাকে হারালেও এই ভিডিওটি সাম্প্রতিক বিপর্যয়ের নয়।

ভিডিওটি প্রথম ‘অ্যানেলা.৪৯৫’ নামক একটি টিকটক অ্যাকাউন্ট থেকে ভূমিকম্পের কয়েক মাস আগে ২০২২ সালের ২৬ নভেম্বর পোস্ট করা হয়।

রাশিয়ান ভাষায় এর ক্যাপশনে লেখা রয়েছে, “বাচ্চাদের হাসি।”

Image

এই টিকটক অ্যাকাউন্টে একই শিশুর আরো কিছু মজার ভিডিও দেখতে পাওয়া যায়।

এএফপি'র পক্ষ থেকে টিকটক অ্যাকাউন্টটির সাথে যোগাযোগের চেষ্টা করা হলে কোন উত্তর পাওয়া যায়নি।

এমন কোনো কন্টেন্ট আছে যা আপনি এএফপি’কে দিয়ে ফ্যাক্ট চেক করাতে চান?

আমাদের সাথে যোগাযোগ